ETV Bharat / sports

Asian Games 2023: মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের - Ramita

India win Silver Medal in Women's 10 Meter Air Rifle Team Event: মেয়েদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলি ঘোষ, রমিতা এবং আশি চকসিদের ৷ এটাই এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক ছিল ৷

Image Courtesy: Amit Shah Twitter/X
Image Courtesy: Amit Shah Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 12:42 PM IST

Updated : Sep 24, 2023, 1:07 PM IST

হ্যাংঝাউ, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে প্রথম পদক জয় ভারতের ৷ মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জিতলেন মেহুলি ঘোষ, রমিতা এবং আশি চকসি ৷ ভারতীয় শুটাররা মোট 1886 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ৷ যেখানে মেহুলি ঘোষ 630.8, রমিতা 631.9 এবং আশি চকসি 623.3 পয়েন্ট অর্জন করেছেন ৷ ভারতের মেয়েদের এই সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘মেয়েরা ভারতকে গর্বিত করেছেন ৷’’

এ দিনের সাফল্যের পর শুটার আশি চকসি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘এটা আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত ৷ এশিয়ান গেমসে এটা প্রথম পদক দেশের জন্য ৷ আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী ছিলাম যে পদক জিতব ৷ আর এটা এয়ার রাইফেলে আমার প্রথম পদক ৷ আমি এই পদক জিততে পেরে খুব খুশি ৷’’ দলগত 10 মিটারের এয়ার রাইফেল শুটিংয়ে রমিতা দ্বিতীয় স্থানে এবং মেহুলি ঘোষ শেষ করেন পঞ্চম স্থানে ৷ যার ফলে ব্যক্তিগত ইভেন্টে তাঁরা ফাইনালে প্রবেশ করেন ৷ আশি চকসি 623.3 পয়েন্ট নিয়ে 29 তম স্থান লাভ করেন ৷

  • Congratulations to our shooter trio Ramita, Mehuli Ghosh, and Ashi Chouksey on winning the silver medal in the women's 10m Air Rifle event at the #AsianGames. They have made our nation proud.

    My best wishes are with them for future endeavors. pic.twitter.com/sR3eDxsQDJ

    — Amit Shah (@AmitShah) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই মেয়েদের ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের ফাইনালে নামবেন মেহুলি ঘোষ এবং রমিতা ৷ ভারতীয় মহিলা এয়ার রাইফেল শুটিং দলের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের অভিনন্দন জানান ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলে মহিলাদের দলগত শুটিংয়ে রুপোর পদক জেতার জন্য রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চকসিকে অনেক অভিনন্দন ৷ তাঁরা আমাদের দেশকে গর্বিত করেছেন ৷ তাঁদের আগামী দিনের যাত্রার জন্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল ৷’’

আরও পড়ুন: শুরুতেই চমক, এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা; বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

তবে, 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে মেহুলি চতুর্থ স্থানে শেষ করেন ৷ রমিতা 230.1 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ সোনা এবং রুপোর পদক জিতেছেন দুই চিনা প্রতিযোগী হুয়াং ইয়ুতিং এবং হান জিয়ায়ু ৷

হ্যাংঝাউ, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে প্রথম পদক জয় ভারতের ৷ মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জিতলেন মেহুলি ঘোষ, রমিতা এবং আশি চকসি ৷ ভারতীয় শুটাররা মোট 1886 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ৷ যেখানে মেহুলি ঘোষ 630.8, রমিতা 631.9 এবং আশি চকসি 623.3 পয়েন্ট অর্জন করেছেন ৷ ভারতের মেয়েদের এই সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘মেয়েরা ভারতকে গর্বিত করেছেন ৷’’

এ দিনের সাফল্যের পর শুটার আশি চকসি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘এটা আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত ৷ এশিয়ান গেমসে এটা প্রথম পদক দেশের জন্য ৷ আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী ছিলাম যে পদক জিতব ৷ আর এটা এয়ার রাইফেলে আমার প্রথম পদক ৷ আমি এই পদক জিততে পেরে খুব খুশি ৷’’ দলগত 10 মিটারের এয়ার রাইফেল শুটিংয়ে রমিতা দ্বিতীয় স্থানে এবং মেহুলি ঘোষ শেষ করেন পঞ্চম স্থানে ৷ যার ফলে ব্যক্তিগত ইভেন্টে তাঁরা ফাইনালে প্রবেশ করেন ৷ আশি চকসি 623.3 পয়েন্ট নিয়ে 29 তম স্থান লাভ করেন ৷

  • Congratulations to our shooter trio Ramita, Mehuli Ghosh, and Ashi Chouksey on winning the silver medal in the women's 10m Air Rifle event at the #AsianGames. They have made our nation proud.

    My best wishes are with them for future endeavors. pic.twitter.com/sR3eDxsQDJ

    — Amit Shah (@AmitShah) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই মেয়েদের ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের ফাইনালে নামবেন মেহুলি ঘোষ এবং রমিতা ৷ ভারতীয় মহিলা এয়ার রাইফেল শুটিং দলের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের অভিনন্দন জানান ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলে মহিলাদের দলগত শুটিংয়ে রুপোর পদক জেতার জন্য রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চকসিকে অনেক অভিনন্দন ৷ তাঁরা আমাদের দেশকে গর্বিত করেছেন ৷ তাঁদের আগামী দিনের যাত্রার জন্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল ৷’’

আরও পড়ুন: শুরুতেই চমক, এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা; বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

তবে, 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে মেহুলি চতুর্থ স্থানে শেষ করেন ৷ রমিতা 230.1 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ সোনা এবং রুপোর পদক জিতেছেন দুই চিনা প্রতিযোগী হুয়াং ইয়ুতিং এবং হান জিয়ায়ু ৷

Last Updated : Sep 24, 2023, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.