আল রায়ান, 14 জানুয়ারি: 2022 ফুটবল বিশ্বকাপ ৷ শেষ ষোলোয় পরাক্রমে জিতলেও লিও মেসিকে মুগ্ধ করেছিল অজিদের ফুটবলশৈলী ৷ 2-1 গোলে হারলেও দাঁতচাপা লড়াইয়ের সৌজন্যে ফুটবলের রাজপুত্রের সমীহ আদায় করেছিল হলুদ জার্সিধারীরা ৷ এ হেন প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে হেরে এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু হয়েছে ৷ মাস দুয়েক আগে ক্রিকেট বিশ্বকাপে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের ৷ ফুটবলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আশা অতি বড় সমর্থকও না করলেও, অজিদের রুখে দিতে বদ্ধপরিকর ছিল নীল জার্সিধারীরা ৷
কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রথমার্ধে ভারতের লড়াইটাও চমকে দেওয়ার মতো ৷ দ্বিতীয়ার্ধের 50 মিনিটে গোল করার আগে নিজেদের ছাপিয়ে ফুটবল খেলেছে 'সুনীল অ্যান্ড কোং' ৷ অহেতুক বল উড়িয়ে দেওয়া নয়, মাপা পাস, এরিয়াল বলে জমাট দেখাচ্ছিল ভারতকে ৷ ফ্রি হেডের সুযোগ এসেছিল অধিনায়ক ছেত্রীর সামনে ৷ অনেকেই ভাবছিলেন, জায়ান্ট কিলার না হলেও অজিদের আটকে এক পয়েন্ট ঘরে তুলবে স্টিম্যাচের ছেলেরা ৷
সেখান থেকে ভারত খেই হারিয়ে বসল গুরপ্রীত সিং সান্ধুর মুহূর্তের ভুলে ৷ ভেসে আসা বল জ্যাকসন ইরভাইনের পায়ের কাছে নামিয়ে দেন নীলদূর্গের শেষ প্রহরী ৷ দ্বিতীয় গোলও হয় রক্ষণের ভুলেই ৷ ডিফেন্ডারদের পায়ের জঙ্গল পেরিয়ে বল কীভাবে জর্ডন বসের পায়ে পৌঁছল, তা বুঝতে অনেক অঙ্ক কষতে হবে ভারতকে ৷ বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে নামার আগে যেই ভুলগুলো দ্রুত শুধরে ফেলতে চাইবেন ইগর স্টিম্যাচ ৷
গোটা ম্যাচে মাত্র দু'টো ভুলে যাবতীয় পরিশ্রম মাটি হওয়ায় দলকেই দুষছেন ক্রোয়েশিয় ফুটবল কোচ ৷ স্টিম্যাচের কথায়, অবিবেচকের মতো আচরণ করেছে দল। অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে খুব ছোটও ভুলও মারাত্মক হতে পারে ৷ ফলে প্রতি মুহূর্তে তৎপর থাকতে হত ৷ তা হয়নি বলেই হারতে হয়েছে ভারতকে ৷ গ্রপ পর্ব টপকাতে উজবেকিস্তান, সিরিয়াকে হারাতে হবে ৷ ফলে ভুলের পূনরাবৃত্তি করতে নারাজ সুনীলদের হেডস্যর ৷
আরও পড়ুন: