ETV Bharat / sports

মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া, দলকেই দুষছেন হেডস্যর স্টিম্যাচ - Football

India showed irresponsibility against Australia: গোটা ম্যাচে মাত্র দু'টো ভুলে যাবতীয় পরিশ্রম মাটি হয়েছে ৷ মেসির দলের বিরুদ্ধে লড়াই দেওয়া অজিদের কাছে পয়েন্ট মাঠে ফেলে আসায় হতাশ কোচ ইগর স্টিম্যাচ ৷

India showed irresponsibility at times in defeat to Australia says Igor Stimac
India showed irresponsibility at times in defeat to Australia says Igor Stimac
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 5:16 PM IST

আল রায়ান, 14 জানুয়ারি: 2022 ফুটবল বিশ্বকাপ ৷ শেষ ষোলোয় পরাক্রমে জিতলেও লিও মেসিকে মুগ্ধ করেছিল অজিদের ফুটবলশৈলী ৷ 2-1 গোলে হারলেও দাঁতচাপা লড়াইয়ের সৌজন্যে ফুটবলের রাজপুত্রের সমীহ আদায় করেছিল হলুদ জার্সিধারীরা ৷ এ হেন প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে হেরে এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু হয়েছে ৷ মাস দুয়েক আগে ক্রিকেট বিশ্বকাপে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের ৷ ফুটবলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আশা অতি বড় সমর্থকও না করলেও, অজিদের রুখে দিতে বদ্ধপরিকর ছিল নীল জার্সিধারীরা ৷

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রথমার্ধে ভারতের লড়াইটাও চমকে দেওয়ার মতো ৷ দ্বিতীয়ার্ধের 50 মিনিটে গোল করার আগে নিজেদের ছাপিয়ে ফুটবল খেলেছে 'সুনীল অ্যান্ড কোং' ৷ অহেতুক বল উড়িয়ে দেওয়া নয়, মাপা পাস, এরিয়াল বলে জমাট দেখাচ্ছিল ভারতকে ৷ ফ্রি হেডের সুযোগ এসেছিল অধিনায়ক ছেত্রীর সামনে ৷ অনেকেই ভাবছিলেন, জায়ান্ট কিলার না হলেও অজিদের আটকে এক পয়েন্ট ঘরে তুলবে স্টিম্যাচের ছেলেরা ৷

India showed irresponsibility at times in defeat to Australia says Igor Stimac
মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া

সেখান থেকে ভারত খেই হারিয়ে বসল গুরপ্রীত সিং সান্ধুর মুহূর্তের ভুলে ৷ ভেসে আসা বল জ্যাকসন ইরভাইনের পায়ের কাছে নামিয়ে দেন নীলদূর্গের শেষ প্রহরী ৷ দ্বিতীয় গোলও হয় রক্ষণের ভুলেই ৷ ডিফেন্ডারদের পায়ের জঙ্গল পেরিয়ে বল কীভাবে জর্ডন বসের পায়ে পৌঁছল, তা বুঝতে অনেক অঙ্ক কষতে হবে ভারতকে ৷ বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে নামার আগে যেই ভুলগুলো দ্রুত শুধরে ফেলতে চাইবেন ইগর স্টিম্যাচ ৷

গোটা ম্যাচে মাত্র দু'টো ভুলে যাবতীয় পরিশ্রম মাটি হওয়ায় দলকেই দুষছেন ক্রোয়েশিয় ফুটবল কোচ ৷ স্টিম্যাচের কথায়, অবিবেচকের মতো আচরণ করেছে দল। অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে খুব ছোটও ভুলও মারাত্মক হতে পারে ৷ ফলে প্রতি মুহূর্তে তৎপর থাকতে হত ৷ তা হয়নি বলেই হারতে হয়েছে ভারতকে ৷ গ্রপ পর্ব টপকাতে উজবেকিস্তান, সিরিয়াকে হারাতে হবে ৷ ফলে ভুলের পূনরাবৃত্তি করতে নারাজ সুনীলদের হেডস্যর ৷

আরও পড়ুন:

  1. উদ্বোধনী ম্যাচেই হোঁচট, বিশ্বকাপারদের কাছে লড়াই করেও হার সুনীলদের
  2. এশিয়ানে ইতিহাস, সুনীলদের সামলাতে বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা
  3. স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

আল রায়ান, 14 জানুয়ারি: 2022 ফুটবল বিশ্বকাপ ৷ শেষ ষোলোয় পরাক্রমে জিতলেও লিও মেসিকে মুগ্ধ করেছিল অজিদের ফুটবলশৈলী ৷ 2-1 গোলে হারলেও দাঁতচাপা লড়াইয়ের সৌজন্যে ফুটবলের রাজপুত্রের সমীহ আদায় করেছিল হলুদ জার্সিধারীরা ৷ এ হেন প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে হেরে এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু হয়েছে ৷ মাস দুয়েক আগে ক্রিকেট বিশ্বকাপে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের ৷ ফুটবলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আশা অতি বড় সমর্থকও না করলেও, অজিদের রুখে দিতে বদ্ধপরিকর ছিল নীল জার্সিধারীরা ৷

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রথমার্ধে ভারতের লড়াইটাও চমকে দেওয়ার মতো ৷ দ্বিতীয়ার্ধের 50 মিনিটে গোল করার আগে নিজেদের ছাপিয়ে ফুটবল খেলেছে 'সুনীল অ্যান্ড কোং' ৷ অহেতুক বল উড়িয়ে দেওয়া নয়, মাপা পাস, এরিয়াল বলে জমাট দেখাচ্ছিল ভারতকে ৷ ফ্রি হেডের সুযোগ এসেছিল অধিনায়ক ছেত্রীর সামনে ৷ অনেকেই ভাবছিলেন, জায়ান্ট কিলার না হলেও অজিদের আটকে এক পয়েন্ট ঘরে তুলবে স্টিম্যাচের ছেলেরা ৷

India showed irresponsibility at times in defeat to Australia says Igor Stimac
মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া

সেখান থেকে ভারত খেই হারিয়ে বসল গুরপ্রীত সিং সান্ধুর মুহূর্তের ভুলে ৷ ভেসে আসা বল জ্যাকসন ইরভাইনের পায়ের কাছে নামিয়ে দেন নীলদূর্গের শেষ প্রহরী ৷ দ্বিতীয় গোলও হয় রক্ষণের ভুলেই ৷ ডিফেন্ডারদের পায়ের জঙ্গল পেরিয়ে বল কীভাবে জর্ডন বসের পায়ে পৌঁছল, তা বুঝতে অনেক অঙ্ক কষতে হবে ভারতকে ৷ বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে নামার আগে যেই ভুলগুলো দ্রুত শুধরে ফেলতে চাইবেন ইগর স্টিম্যাচ ৷

গোটা ম্যাচে মাত্র দু'টো ভুলে যাবতীয় পরিশ্রম মাটি হওয়ায় দলকেই দুষছেন ক্রোয়েশিয় ফুটবল কোচ ৷ স্টিম্যাচের কথায়, অবিবেচকের মতো আচরণ করেছে দল। অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে খুব ছোটও ভুলও মারাত্মক হতে পারে ৷ ফলে প্রতি মুহূর্তে তৎপর থাকতে হত ৷ তা হয়নি বলেই হারতে হয়েছে ভারতকে ৷ গ্রপ পর্ব টপকাতে উজবেকিস্তান, সিরিয়াকে হারাতে হবে ৷ ফলে ভুলের পূনরাবৃত্তি করতে নারাজ সুনীলদের হেডস্যর ৷

আরও পড়ুন:

  1. উদ্বোধনী ম্যাচেই হোঁচট, বিশ্বকাপারদের কাছে লড়াই করেও হার সুনীলদের
  2. এশিয়ানে ইতিহাস, সুনীলদের সামলাতে বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা
  3. স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.