হ্যাংঝাউ, 3 অক্টোবর: আজ এশিয়াডের দশম দিন ৷ মঙ্গলবার সকালে ইতিহাস গড়লেন অভিষেক বার্মা এবং ওজাস দেওতালে। তিরন্দাজির কমপাউন্ড ইনডিভিজুয়াল বিভাগে সোনা নিশ্চিত করেছেন অভিষেক ৷ রূপোর পদক যাবে ওজাসের ঝুলিতে ৷ তাঁরা তাঁদের কোরিয়ান প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে উঠেছেন ৷ 34 বছরের বার্মা দক্ষিণ কোরিয়ার জু জায়েহুনকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ারই ইয়াং জায়েওয়ানকে পরাজিত করেছেন ওজাস ৷
-
🥉🚣♂️ Medal Alert 🚣♂️🥉
— SAI Media (@Media_SAI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Huge cheers for Arjun Singh and Sunil Singh Salam! 🙌🇮🇳.
The duo has clinched a well-deserved Bronze in the Men's Canoe Double 1000m event with a timing of 3.53.329 at the #AsianGames2022! 🚣♂️
🇮🇳 Let's cheer out loud for our champs🥳#Cheer4India… pic.twitter.com/sYMxuCqHLL
">🥉🚣♂️ Medal Alert 🚣♂️🥉
— SAI Media (@Media_SAI) October 3, 2023
Huge cheers for Arjun Singh and Sunil Singh Salam! 🙌🇮🇳.
The duo has clinched a well-deserved Bronze in the Men's Canoe Double 1000m event with a timing of 3.53.329 at the #AsianGames2022! 🚣♂️
🇮🇳 Let's cheer out loud for our champs🥳#Cheer4India… pic.twitter.com/sYMxuCqHLL🥉🚣♂️ Medal Alert 🚣♂️🥉
— SAI Media (@Media_SAI) October 3, 2023
Huge cheers for Arjun Singh and Sunil Singh Salam! 🙌🇮🇳.
The duo has clinched a well-deserved Bronze in the Men's Canoe Double 1000m event with a timing of 3.53.329 at the #AsianGames2022! 🚣♂️
🇮🇳 Let's cheer out loud for our champs🥳#Cheer4India… pic.twitter.com/sYMxuCqHLL
এদিকে মহিলাদের কমপাউন্ড ইনডিভিজুয়াল আরচারিতে ফাইনালে উঠেছেন জ্যোতি সুরেখা ভেন্নাম ৷ তিনি ভারতেরই অদিতি গোপীচাঁদকে পরাজিত করেছেন ৷ 17 বছরের অদিতির একটি তির 7টি পয়েন্টের রিংয়ে লক্ষ্যভেদ করে ৷ এতেই তার আদর্শ জ্যোতি সুরেখার থেকে পিছিয়ে পড়ে সে ৷ 27 বছর বয়সি জ্যোতি এর আগে অগস্ট মাসে বার্লিনে অদিতির কাছেই পরাজিত হয়েছিলেন ৷ অদিতির লড়াই ব্রোঞ্জের জন্য ৷ আর জ্যোতির লক্ষ্য সোনা ৷
-
🥇🥈 𝗜𝗧 𝗜𝗦 𝗜𝗡𝗗𝗜𝗔 𝘃 𝗜𝗡𝗗𝗜𝗔 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗡𝗔𝗟! India secure historic first-ever individual Gold in Asian Games archery as Abhishek Verma and Ojas Deotale defeated their Korean opponents to enter the Finals.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳 The all-Indian Gold medal match will happen on… pic.twitter.com/okoJpSglAB
">🥇🥈 𝗜𝗧 𝗜𝗦 𝗜𝗡𝗗𝗜𝗔 𝘃 𝗜𝗡𝗗𝗜𝗔 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗡𝗔𝗟! India secure historic first-ever individual Gold in Asian Games archery as Abhishek Verma and Ojas Deotale defeated their Korean opponents to enter the Finals.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
🇮🇳 The all-Indian Gold medal match will happen on… pic.twitter.com/okoJpSglAB🥇🥈 𝗜𝗧 𝗜𝗦 𝗜𝗡𝗗𝗜𝗔 𝘃 𝗜𝗡𝗗𝗜𝗔 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗡𝗔𝗟! India secure historic first-ever individual Gold in Asian Games archery as Abhishek Verma and Ojas Deotale defeated their Korean opponents to enter the Finals.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
🇮🇳 The all-Indian Gold medal match will happen on… pic.twitter.com/okoJpSglAB
এর আগে বিভিন্ন বিশ্বকাপে সোনা জিতেছেন জ্যোতি ৷ তবে এশিয়ান গেমসে সোনা অধরাই থেকেছে ৷ এর আগে 2014 ও 2018 সালে যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ জিতেছেন তিনি ৷ প্রতিটিই পদক পেয়েছিলেন দলীয়ভাবে ৷
-
🥇 Asia's #1 ranked Jyothi Surekha Vennam will fight for Gold.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🥉 World Champion Aditi Swami will fight for Bronze.
🇮🇳 𝗟𝗲𝘁'𝘀 𝗺𝗮𝗸𝗲 𝗶𝘁 𝗮 𝗱𝗼𝘂𝗯𝗹𝗲 𝗽𝗼𝗱𝗶𝘂𝗺, 𝗴𝗶𝗿𝗹𝘀!
👉 The medal matches will happen on October 07th.
➡️ Follow @sportwalkmedia for schedule,… pic.twitter.com/HR3HSgxghG
">🥇 Asia's #1 ranked Jyothi Surekha Vennam will fight for Gold.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
🥉 World Champion Aditi Swami will fight for Bronze.
🇮🇳 𝗟𝗲𝘁'𝘀 𝗺𝗮𝗸𝗲 𝗶𝘁 𝗮 𝗱𝗼𝘂𝗯𝗹𝗲 𝗽𝗼𝗱𝗶𝘂𝗺, 𝗴𝗶𝗿𝗹𝘀!
👉 The medal matches will happen on October 07th.
➡️ Follow @sportwalkmedia for schedule,… pic.twitter.com/HR3HSgxghG🥇 Asia's #1 ranked Jyothi Surekha Vennam will fight for Gold.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
🥉 World Champion Aditi Swami will fight for Bronze.
🇮🇳 𝗟𝗲𝘁'𝘀 𝗺𝗮𝗸𝗲 𝗶𝘁 𝗮 𝗱𝗼𝘂𝗯𝗹𝗲 𝗽𝗼𝗱𝗶𝘂𝗺, 𝗴𝗶𝗿𝗹𝘀!
👉 The medal matches will happen on October 07th.
➡️ Follow @sportwalkmedia for schedule,… pic.twitter.com/HR3HSgxghG
এছাড়া পুরুষদের ক্যানো ডবল 1 হাজার মিটারে অর্জুন সিং এবং সুনীল সিংয়ের জুটি ব্রোঞ্জ হাসিল করেছে ৷ এশিয়ান গেমসের ক্যানোতে এটি ভারতের দ্বিতীয় পদক ৷ ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে উজবেকিস্তান এবং কাজাকিস্তান ৷ এদিন 3:53.329 সেকেন্ডে শেষ করে ভারত তৃতীয় স্থান পেয়েছে ৷ 1994 সালে হিরোশিমায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্যানোয় ব্রোঞ্জ পেয়েছিল ভারত ৷ সেবার জুটি ছিল সিজি সদানন্দন এবং জনি রোমেল ৷ উজবেকিস্তান 3:43.796 সেকেন্ডে এবং কাজাকিস্তান 3:49.991 সেকেন্ডে শেষ করে যথাক্রমে সোনা ও রূপোর পদক দখল করেছে ৷ এছাড়া আজ এশিয়ান গেমসের কবাডিতে ভারতের পুরুষ দল বাংলাদেশকে পরাজিত করেছে ৷
আরও পড়ুন: নবম দিনের শেষে আরও চারটি পদক এল দেশের ঝুলিতে, 60টি মেডেল নিয়ে ভারতের স্থান চতুর্থ