হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: সপ্তম দিনে পড়ল প্রতিযোগিতা। এবারে জয়জয়কার ভারতীয় শুটারদের ৷ দিনের শুরুতেই 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল। আগের রাউন্ডে ভারত এগিয়ে ছিল কিন্তু ঝাং এবং জিয়াং-এর চিনের জুটি সোনা জেতার জন্য মরিয়া হয়ে ওঠে। চিনকে হারাতে না-পারায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল সরবজ্যোত ও দিব্যাকে ৷ ম্যাচের ফলাফল ভারত 14-16 চিন।
-
🇮🇳's 8️⃣th SiLVER in Shooting🥈
— SAI Media (@Media_SAI) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hats off to our stellar duo, #KheloIndiaAthlete @Sarabjotsingh30 Singh and #TOPSchemeAthlete @DivyaTSD who secured Silver in the 10m Air Pistol Mixed Team event at #AsianGames2022.
Their remarkable performance adds another feather to India's… pic.twitter.com/65ivlp3P0A
">🇮🇳's 8️⃣th SiLVER in Shooting🥈
— SAI Media (@Media_SAI) September 30, 2023
Hats off to our stellar duo, #KheloIndiaAthlete @Sarabjotsingh30 Singh and #TOPSchemeAthlete @DivyaTSD who secured Silver in the 10m Air Pistol Mixed Team event at #AsianGames2022.
Their remarkable performance adds another feather to India's… pic.twitter.com/65ivlp3P0A🇮🇳's 8️⃣th SiLVER in Shooting🥈
— SAI Media (@Media_SAI) September 30, 2023
Hats off to our stellar duo, #KheloIndiaAthlete @Sarabjotsingh30 Singh and #TOPSchemeAthlete @DivyaTSD who secured Silver in the 10m Air Pistol Mixed Team event at #AsianGames2022.
Their remarkable performance adds another feather to India's… pic.twitter.com/65ivlp3P0A
ফাইনালে নামার আগে ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের 3টি শটের পর 577 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। সোনার জন্য চিনের মুখোমুখি হন এই জুটি। পাকিস্তান, জাপান, কোরিয়া এবং ইরান ব্রোঞ্জ পদকের ম্যাচে জায়গা করে নিয়েছে। ফাইনালে নামার পর ভারত ও চিনের লক্ষ্য থাকে কোন দল আগে 16 পয়েন্টে পৌঁছতে পারবে। ভারত একটা সময় 7-3 ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে চিনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র্যানজিন 11-11 করে দেয়।
-
🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗙𝗢𝗥 𝗢𝗨𝗥 𝗚𝗨𝗡𝗡𝗘𝗥𝗦! Sarabjot Singh & Divya TS clinch the 🥈 in the 10m Air Pistol Mixed Team event after a thrilling fight (14-16) against China in the final. With this medal, our campaign in standard pistol & rifle events has ended.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
👉 Shooting will… pic.twitter.com/AfqW4dyJvM
">🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗙𝗢𝗥 𝗢𝗨𝗥 𝗚𝗨𝗡𝗡𝗘𝗥𝗦! Sarabjot Singh & Divya TS clinch the 🥈 in the 10m Air Pistol Mixed Team event after a thrilling fight (14-16) against China in the final. With this medal, our campaign in standard pistol & rifle events has ended.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023
👉 Shooting will… pic.twitter.com/AfqW4dyJvM🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗙𝗢𝗥 𝗢𝗨𝗥 𝗚𝗨𝗡𝗡𝗘𝗥𝗦! Sarabjot Singh & Divya TS clinch the 🥈 in the 10m Air Pistol Mixed Team event after a thrilling fight (14-16) against China in the final. With this medal, our campaign in standard pistol & rifle events has ended.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023
👉 Shooting will… pic.twitter.com/AfqW4dyJvM
এরপর 13-13 পয়েন্ট হয় দুই দলের। পরের রাউন্ডটি ড্র হয়। তার পরের রাউন্ডে জিতে সোনার পদক নিশ্চিত করে চিন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শুটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে। এদিকে 100 মিটার হার্ডলসের ফাইনালে জায়গা করে নিয়েছেন জ্যোতি ইয়ারাজি। তিনি সময় নেন 13.03। 100 মিটার হার্ডলসের হিট 1-এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি সরাসরি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন। চিনের ইউওয়েই লিন 12.79 ব্যক্তিগত সেরা সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন।
শুক্রবার একই ইভেন্টে সোনা এবং রুপো জেতে ভারত। 10 মিটার এয়ার পিস্তলে মেয়েদের দলগত বিভাগে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয়। পলক গুলিয়া সোনা জেতেন। রুপো পান এষা সিং। শুক্রবার সকালে দলগত বিভাগে রুপো জেতেন পলক এবং এষা। ব্যক্তিগত বিভাগেও তাঁদের থেকে পদকের আশা ছিল ভারতের। সেই আশা পূরণ করেন ভারতের দুই শুটারই।
আরও পড়ুন: 33টি পদক নিয়ে ভারতের স্থান চতুর্থ, হ্যাংঝাউতে সপ্তম দিনে নজর থাকবে পদকের দিকে