ETV Bharat / sports

Asian Games 2023: রেকর্ড পদক জিতে এশিয়ান গেমস অভিযান শেষ করল শুটিং দল - পারফরম্যান্স ভারত

Shooting Campaign at Asian Games 2023: চলতি এশিয়াডে জয়জয়কার শুটিংয়ে ৷ হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতকে পদক জেতায় অনেকটাই উপরে এনে দিয়েছে শুটিং দল ৷ অষ্টম দিনের বিকেল পর্যন্ত ভারতের পদক সংখ্য়া 42 ৷ তার মধ্যে 22টি পদক এসেছে শুটিংয়ের হাত ধরে ৷ তার মধ্যে 7টি সোনা, 9টি রুপো ও 6টি ব্রোঞ্জ পদক ভারতকে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে এনে দিয়েছেন মহিলা ও পুরুষরা ৷

সৌঃ টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 4:31 PM IST

Updated : Oct 1, 2023, 5:49 PM IST

হ্যাংঝাউ, 1 অক্টোবর: চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে দেদার সাফল্য এল ভারতের ঝুলিতে ৷ শুটিংয়ের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে একের পর এক পদক এনে দিয়েছেন মহিলা ও পুরুষ শুটাররা ৷ রুপো দিয়ে সূচনা, ব্রোঞ্জে সমাপ্তি, এশিয়াডে রেকর্ড সংখ্যক পদক জয়ে উজ্জ্বল ভারতীয় শুটাররা ৷ সর্বমোট 22টি পদকের মধ্যে স্বর্ণপদক এল 7টি ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসে চমকপ্রদ পারফরম্যান্স ভারতীয় শুটারদের। এশিয়াড ইতিহাসে সর্বাধিক সাফল্য নিয়ে ভারতীয় শুটিংয়ের যাত্রাপথ শেষ হল রবিবার।

গত রবিবার অর্থাৎ, 24 সেপ্টেম্বর পদক প্রাপ্তির সূচ‌না হয়েছিল রুপো দিয়ে। আজ পুরুষদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে শেষ পদকটি (ব্রোঞ্জ) জিতলেন কিনান চেনাই ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসের সফর শেষে শুটিংয়ে মোট 22টি পদক এল ভারতের। তার মধ্যে রয়েছে 7টি সোনা, 9টি রুপো ও 6টি ব্রোঞ্জ। শুটিংয়ের শেষদিনে আজ সোনা ও ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের এটাই সেরা পারফরম্যান্স। এই এশিয়াডেই সবথেকে বেশি পদক জিতলেন ভারতীয় শুটিং দলের প্রতি‌নিধিরা।

  • 🇮🇳🔥 𝗥𝗘𝗖𝗢𝗥𝗗-𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗦𝗨𝗖𝗖𝗘𝗦𝗦 𝗜𝗡 𝗦𝗛𝗢𝗢𝗧𝗜𝗡𝗚! Since the introduction of Shooting in 1954, this marks India's highest-ever medal tally in a single edition.

    👏 Let's give a resounding applause to our outstanding Shooting contingent for their remarkable… pic.twitter.com/TEahZb55D7

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এশিয়ান গেমসের শুরু থেকেই ভারতীয় শুটারদের সাফল্য গড়ে দিয়েছে নয়া ইতিহাস ৷ গুয়াংঝৌ 2010 এশিয়ান গেমসে 8টি পদক জেতে ভারত ৷ তারমধ্যে 1টি সোনা, 3টি রুপো ও 4টি ব্রোঞ্জ। পরবর্তীতে 2014 ও 2018 এশিয়ান গেমসে শুটিংয়ে 9টি করে পদক জেতে ভারত ৷ 2023 এশিয়ান গেমসে ভারত শুটিং থেকে 7টি সোনা, 9টি রুপো ও 6টি ব্রোঞ্জ-সহ মোট 22টি পদক জেতে।

  • 🥇Gold in the team event. 🥉Bronze in the individual event. 🇮🇳 𝗗𝗼𝘂𝗯𝗹𝗲 𝗱𝗲𝗹𝗶𝗴𝗵𝘁 𝗳𝗼𝗿 𝗞𝘆𝗻𝗮𝗻 𝗖𝗵𝗲𝗻𝗮𝗶 𝘄𝗵𝗼 𝘄𝗶𝗻𝘀 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗳𝗶𝗻𝗮𝗹 𝗦𝗵𝗼𝗼𝘁𝗶𝗻𝗴 𝗺𝗲𝗱𝗮𝗹 𝗼𝗳 𝘁𝗵𝗶𝘀 𝗔𝘀𝗶𝗮𝗻 𝗚𝗮𝗺𝗲𝘀!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/Y3zcMVb3zc

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলত আগের সবগুলি আসর মিলিয়ে ভারত শুটিং থেকে মোট 9টি সোনা জেতে। এবার একটি আসর থেকেই ভারত জিতে নেয় 7টি সোনা। এই পরিসংখ্যানগুলিতে চোখ রাখলে এবারের সঙ্গে তফাৎ যে কতটা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আসন্ন প্যারিস অলিম্পিক্সের আগে দেশকে স্বপ্ন দেখাচ্ছেন শুটাররা ৷

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে প্রথম সোনা ভারতের, নজির গড়ে এশিয়াডে দেশকে পদক এনে দিলেন অভিনাশ

হ্যাংঝাউ, 1 অক্টোবর: চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে দেদার সাফল্য এল ভারতের ঝুলিতে ৷ শুটিংয়ের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে একের পর এক পদক এনে দিয়েছেন মহিলা ও পুরুষ শুটাররা ৷ রুপো দিয়ে সূচনা, ব্রোঞ্জে সমাপ্তি, এশিয়াডে রেকর্ড সংখ্যক পদক জয়ে উজ্জ্বল ভারতীয় শুটাররা ৷ সর্বমোট 22টি পদকের মধ্যে স্বর্ণপদক এল 7টি ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসে চমকপ্রদ পারফরম্যান্স ভারতীয় শুটারদের। এশিয়াড ইতিহাসে সর্বাধিক সাফল্য নিয়ে ভারতীয় শুটিংয়ের যাত্রাপথ শেষ হল রবিবার।

গত রবিবার অর্থাৎ, 24 সেপ্টেম্বর পদক প্রাপ্তির সূচ‌না হয়েছিল রুপো দিয়ে। আজ পুরুষদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে শেষ পদকটি (ব্রোঞ্জ) জিতলেন কিনান চেনাই ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসের সফর শেষে শুটিংয়ে মোট 22টি পদক এল ভারতের। তার মধ্যে রয়েছে 7টি সোনা, 9টি রুপো ও 6টি ব্রোঞ্জ। শুটিংয়ের শেষদিনে আজ সোনা ও ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের এটাই সেরা পারফরম্যান্স। এই এশিয়াডেই সবথেকে বেশি পদক জিতলেন ভারতীয় শুটিং দলের প্রতি‌নিধিরা।

  • 🇮🇳🔥 𝗥𝗘𝗖𝗢𝗥𝗗-𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗦𝗨𝗖𝗖𝗘𝗦𝗦 𝗜𝗡 𝗦𝗛𝗢𝗢𝗧𝗜𝗡𝗚! Since the introduction of Shooting in 1954, this marks India's highest-ever medal tally in a single edition.

    👏 Let's give a resounding applause to our outstanding Shooting contingent for their remarkable… pic.twitter.com/TEahZb55D7

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এশিয়ান গেমসের শুরু থেকেই ভারতীয় শুটারদের সাফল্য গড়ে দিয়েছে নয়া ইতিহাস ৷ গুয়াংঝৌ 2010 এশিয়ান গেমসে 8টি পদক জেতে ভারত ৷ তারমধ্যে 1টি সোনা, 3টি রুপো ও 4টি ব্রোঞ্জ। পরবর্তীতে 2014 ও 2018 এশিয়ান গেমসে শুটিংয়ে 9টি করে পদক জেতে ভারত ৷ 2023 এশিয়ান গেমসে ভারত শুটিং থেকে 7টি সোনা, 9টি রুপো ও 6টি ব্রোঞ্জ-সহ মোট 22টি পদক জেতে।

  • 🥇Gold in the team event. 🥉Bronze in the individual event. 🇮🇳 𝗗𝗼𝘂𝗯𝗹𝗲 𝗱𝗲𝗹𝗶𝗴𝗵𝘁 𝗳𝗼𝗿 𝗞𝘆𝗻𝗮𝗻 𝗖𝗵𝗲𝗻𝗮𝗶 𝘄𝗵𝗼 𝘄𝗶𝗻𝘀 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗳𝗶𝗻𝗮𝗹 𝗦𝗵𝗼𝗼𝘁𝗶𝗻𝗴 𝗺𝗲𝗱𝗮𝗹 𝗼𝗳 𝘁𝗵𝗶𝘀 𝗔𝘀𝗶𝗮𝗻 𝗚𝗮𝗺𝗲𝘀!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/Y3zcMVb3zc

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলত আগের সবগুলি আসর মিলিয়ে ভারত শুটিং থেকে মোট 9টি সোনা জেতে। এবার একটি আসর থেকেই ভারত জিতে নেয় 7টি সোনা। এই পরিসংখ্যানগুলিতে চোখ রাখলে এবারের সঙ্গে তফাৎ যে কতটা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আসন্ন প্যারিস অলিম্পিক্সের আগে দেশকে স্বপ্ন দেখাচ্ছেন শুটাররা ৷

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে প্রথম সোনা ভারতের, নজির গড়ে এশিয়াডে দেশকে পদক এনে দিলেন অভিনাশ

Last Updated : Oct 1, 2023, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.