ETV Bharat / sports

SAFF Championship Final: সাফ চ্যাম্পিয়নশিপ ধরের রাখার লড়াইয়ে ভারতের চিন্তা খেলোয়াড়দের ক্লান্তি - India vs Kuwait

সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে মঙ্গলবার ভারতের সামনে কুয়েত ৷ টুর্নামেন্টে একমাত্র এই দলের বিরুদ্ধেই ড্র করতে হয়েছে ভারতীয় দলকে ৷ তবে, খেতাব ধরে রাখার লড়াইয়ে ঘরের মাঠে সমর্থন পুরোপুরি পাবেন সুনীল ছেত্রীরা ৷

SAFF Championship Final ETV BHARAT
SAFF Championship Final
author img

By

Published : Jul 3, 2023, 1:55 PM IST

বেঙ্গালুরু, 3 জুলাই: নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে মঙ্গলবার বেঙ্গালুরুতে নামবে ভারতীয় ফুটবল দল ৷ শুধু চ্যাম্পিয়নশিপ জেতা, সাফ চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে সুনীল ছেত্রীদের সামনে ৷ যে ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কঠিন কুয়েত ৷ যাদের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে 1-1 ম্যাচ ড্র করেছিল ভারত ৷ লেবাননের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে সেমিফাইনালে 4-2 গোলে জিতে ফাইনালে উঠেছে মেন ইন ব্লু ৷ অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে 1-0 গোলে জিতে ফাইনালে জায়গা করেছে কুয়েত ৷

কুয়েতের বিরুদ্ধে টুর্নামেন্টে ভারত দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ৷ এর আগে গ্রুপ ম্যাচে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়েছিল ভারতের ৷ ইনজুরি টাইমের 92 মিনিটে আত্মঘাতী গোলের জেরে 3 পয়েন্ট মাঠে ফেলে আসে সুনীল ছেত্রীর দল ৷ তবে, মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দল কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে ৷ এর মূল কারণ, ঘরের মাঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের সামনে খেলবেন সুনীলরা ৷ তবে, প্রশ্ন একটাই শেষ দুই ম্যাচে যে পারফর্ম্যান্স ভারত করেছে ৷ তারপর ফাইনালে কি নিজেদের সেরাটা দিতে পারবে তারা ৷

গ্রুপের শেষ ম্যাচে ও সেমিফাইনালে ভারতের পারফর্ম্যান্স নিয়ে নিজের চিন্তা ব্যক্ত করেছেন দলের সহকারি-কোচ মহেশ গাউলি ৷ তবে, পুরো বিষয়টি ফিটনেস সমস্যার কারণে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘আপনি যদি দু’টি টুর্নামেন্টের মাঝে 1 সপ্তাহের সময় পান, তাহলে কিছুই করার থাকে না ৷ কিন্তু, সেখানে যদি 1 মাস সময় পাওয়া যায় ৷ তাহলে প্লেয়ারদের ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব ৷’’

আরও পড়ুন: রূপোর তৈরি মোহনবাগান রত্ন স্মারক উপহার পাবেন মার্টিনেজ, জানালেন বাগান সচিব

তা সত্ত্বেও দলের ফিটনেস ট্রেনিং কোচ লুকা রাদম্যানের প্রশংসা করেছেন মহেশ গাউলি ৷ তিনি বলেন, ‘‘আমরা প্রায় 50 দিনের ট্রেনিং করেছিলাম শুরুর দিকে ৷ আমাদের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ লুকা রাডম্যান অসাধারণ কাজ করেছেন ৷ আমাদের প্লেয়াররা কোনও চোট ছাড়াই মাঠে নেমেছিলেন খেলতে ৷ এমনকী কারও ক্র্যাম্পও আসেনি খেলার সময় ৷’’ তবে, ভারতীয় দলের জন্য সবচেয়ে ভালো খবর হল দলের প্রধান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ফিরে এসেছেন ৷

আরও পড়ুন: গুরপ্রীতের দস্তানায় পরাজিত লেবানন, টাইব্রেকারে জিতে সাফের ফাইনালে ভারত

পাকিস্তান এবং কুয়েত ম্যাচে দু’টি হলুদ কার্ড দেখায় লেবানেন বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি ঝিঙ্গান ৷ কিন্তু, তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ায় রক্ষণভাগ আরও শক্তিশালী হল বলেই মনে করছেন মহেশ গাউলি ৷ এমনকি সন্দেশ ঝিঙ্গানের পরিবর্তে প্রথম একাদশে খেলা আনওয়ার আলি লেবানিজ চ্যালেঞ্জকে দারুণভাবে সামলে ছিলেন ৷ ফলে আগামিকালের ম্যাচে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে তাঁকেও খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷ তবে, তা শুরুতে না হলেও দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে খেলানো হতে পারে আনওয়ার আলিকে ৷ অন্যদিকে, ডাগ-আউটে থাকবেন না ভারতের কোচ ইগর স্টিম্যাচ ৷ পাকিস্তান ও কুয়েত ম্য়াতে লাল কার্ড দেখার পর, সাফের শৃঙ্খলারক্ষা কমিটি 2 ম্যাচের জন্য নির্বাসিত করেছে তাঁকে ৷ তবে, সেমিফাইনালের মতো ফাইনালেও গ্যালারি থেকে দলকে সমর্থন করবেন ভারতীয় কোচ ৷

বেঙ্গালুরু, 3 জুলাই: নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে মঙ্গলবার বেঙ্গালুরুতে নামবে ভারতীয় ফুটবল দল ৷ শুধু চ্যাম্পিয়নশিপ জেতা, সাফ চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে সুনীল ছেত্রীদের সামনে ৷ যে ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কঠিন কুয়েত ৷ যাদের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে 1-1 ম্যাচ ড্র করেছিল ভারত ৷ লেবাননের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে সেমিফাইনালে 4-2 গোলে জিতে ফাইনালে উঠেছে মেন ইন ব্লু ৷ অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে 1-0 গোলে জিতে ফাইনালে জায়গা করেছে কুয়েত ৷

কুয়েতের বিরুদ্ধে টুর্নামেন্টে ভারত দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ৷ এর আগে গ্রুপ ম্যাচে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়েছিল ভারতের ৷ ইনজুরি টাইমের 92 মিনিটে আত্মঘাতী গোলের জেরে 3 পয়েন্ট মাঠে ফেলে আসে সুনীল ছেত্রীর দল ৷ তবে, মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দল কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে ৷ এর মূল কারণ, ঘরের মাঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের সামনে খেলবেন সুনীলরা ৷ তবে, প্রশ্ন একটাই শেষ দুই ম্যাচে যে পারফর্ম্যান্স ভারত করেছে ৷ তারপর ফাইনালে কি নিজেদের সেরাটা দিতে পারবে তারা ৷

গ্রুপের শেষ ম্যাচে ও সেমিফাইনালে ভারতের পারফর্ম্যান্স নিয়ে নিজের চিন্তা ব্যক্ত করেছেন দলের সহকারি-কোচ মহেশ গাউলি ৷ তবে, পুরো বিষয়টি ফিটনেস সমস্যার কারণে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘আপনি যদি দু’টি টুর্নামেন্টের মাঝে 1 সপ্তাহের সময় পান, তাহলে কিছুই করার থাকে না ৷ কিন্তু, সেখানে যদি 1 মাস সময় পাওয়া যায় ৷ তাহলে প্লেয়ারদের ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব ৷’’

আরও পড়ুন: রূপোর তৈরি মোহনবাগান রত্ন স্মারক উপহার পাবেন মার্টিনেজ, জানালেন বাগান সচিব

তা সত্ত্বেও দলের ফিটনেস ট্রেনিং কোচ লুকা রাদম্যানের প্রশংসা করেছেন মহেশ গাউলি ৷ তিনি বলেন, ‘‘আমরা প্রায় 50 দিনের ট্রেনিং করেছিলাম শুরুর দিকে ৷ আমাদের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ লুকা রাডম্যান অসাধারণ কাজ করেছেন ৷ আমাদের প্লেয়াররা কোনও চোট ছাড়াই মাঠে নেমেছিলেন খেলতে ৷ এমনকী কারও ক্র্যাম্পও আসেনি খেলার সময় ৷’’ তবে, ভারতীয় দলের জন্য সবচেয়ে ভালো খবর হল দলের প্রধান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ফিরে এসেছেন ৷

আরও পড়ুন: গুরপ্রীতের দস্তানায় পরাজিত লেবানন, টাইব্রেকারে জিতে সাফের ফাইনালে ভারত

পাকিস্তান এবং কুয়েত ম্যাচে দু’টি হলুদ কার্ড দেখায় লেবানেন বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি ঝিঙ্গান ৷ কিন্তু, তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ায় রক্ষণভাগ আরও শক্তিশালী হল বলেই মনে করছেন মহেশ গাউলি ৷ এমনকি সন্দেশ ঝিঙ্গানের পরিবর্তে প্রথম একাদশে খেলা আনওয়ার আলি লেবানিজ চ্যালেঞ্জকে দারুণভাবে সামলে ছিলেন ৷ ফলে আগামিকালের ম্যাচে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে তাঁকেও খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷ তবে, তা শুরুতে না হলেও দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে খেলানো হতে পারে আনওয়ার আলিকে ৷ অন্যদিকে, ডাগ-আউটে থাকবেন না ভারতের কোচ ইগর স্টিম্যাচ ৷ পাকিস্তান ও কুয়েত ম্য়াতে লাল কার্ড দেখার পর, সাফের শৃঙ্খলারক্ষা কমিটি 2 ম্যাচের জন্য নির্বাসিত করেছে তাঁকে ৷ তবে, সেমিফাইনালের মতো ফাইনালেও গ্যালারি থেকে দলকে সমর্থন করবেন ভারতীয় কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.