ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডে পদকের আশায় মেহুলি, চোয়াল শক্ত রেখে নামতে চান কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে - এশিয়ান গেমস

Air Rifle Shooter Mehuli Ghosh: এশিয়ান গেমসে মেহুলি ঘোষের হাত ধরে এয়ার রাইফেল শুটে সোনার স্বপ্ন দেখছে ভারত ৷ আগামিকাল তাঁর প্রথম রাউন্ডের ম্যাচে নামবেন মেহুলি ৷

ETV BHRATA
ETV BHRATA
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 8:38 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: সোমা দত্তর ছেড়ে যাওয়া জুতোয় যদি সাম্প্রতিক সময়ে কোনও বাঙালি শুটার পা গলিয়ে থাকেন, তিনি মেহুলি ঘোষ ৷ বাঙালি মেয়েরা শুটিংয়ে দক্ষ তা দেখিয়েছিলেন সোমা দত্ত ৷ মেহুলি সেই ধারাকে আধুনিক ধারায় পেশাদারভাবে আর্ন্তজাতিক আঙিনায় পেশ করেছেন ৷ পদক জিতেছেন বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৷ পদকের সঙ্গে প্যারিস অলিম্পিকসেরও টিকিট পেয়ে গিয়েছেন মেহুলি ৷ তবে ধাপে ধাপে লক্ষ্যপূরণে যেতে চান তিনি।

কিন্তু প্যারিস নয়, এখন হাংঝাউ এশিয়ান গেমস মেহুলি ঘোষের মাথায় ৷ রবিবার, 24 সেপ্টেম্বর এশিয়ান গেমসে নামছেন তিনি ৷ 10 মিটার এয়ার রাইফেলস বিভাগে নামবেন তিনি ৷ এই বিভাগে এখন ভারত তো বটেই, বিশ্বের অন্যতম সেরা শুটার শ্রীরামপুরের মেয়ে ৷ গতবছরের শেষদিকে কায়রোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর, এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পদক জয়ের হ্যাটট্রিক করেছিলেন মেহুলি ৷ স্বাভাবিকভাবেই এশিয়ান গেমসে তাঁকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিলেও প্রথমবার এশিয়াডে নামছেন বাংলার এই মেয়ে ৷

তবে, এশিয়ান গেমসের শুটিং রেঞ্জে কাজটা সহজ হবে না বুঝতে পারছেন ৷ পদক জয়, বিশেষ করে সোনা জয়ে চ্যাম্পিয়ন চিনের চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে ৷ আত্মবিশ্বাসী এবং একইসঙ্গে মেহুলি সমীহ করছেন প্রতিপক্ষকে । মেহুলি বলছেন, “পদক জয় ছাড়া দ্বিতীয় কোনও লক্ষ্য নেই ৷ তবে লড়তে হবে ৷ বিশেষত চিনা শুটারদের বিরুদ্ধে খেলাটা সহজ হবে না ৷ এছাড়া আরও কয়েকজন ভাল শুটার নামবে পদকের দৌড়ে ৷ তবে আমিও চ্যালেঞ্জ ভালবাসি ৷” কুপমণ্ডুক হওয়া না-পসন্দ মেহুলির ৷ তাই শ্রীরামপুর থেকে কলকাতায় জয়দীপ কর্মকারের শুটিং অ্যাকাডেমি ঘুরে মেহুলি ঘোষ এখন গগন নারাংয়ের অ্যাকাডেমিতে ৷ নিজেকে আরও পরিশিলীত করতেই এই যাত্রা তাঁর ৷

আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে 3-0 দাপুটে জয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের

প্যারিস অলিম্পিকসের আগে এশিয়াড ছাড়া বড় প্রতিযোগিতা নেই । তাই হাংঝাউয়ে পদক জয় দিয়েই মিশন অলিম্পিক শুরু করতে চাইছেন মেহুলি ঘোষ ৷ সাফল্যের লক্ষ্যে নিজেকে বদলে ফেলছেন তিনি ৷ অনুশীলনের রুটিনেও পরিবর্তন এনেছেন ৷ মেহুলির কথায়, “বড় মঞ্চে নামা আমার কাছে নতুন নয় ৷ এমন পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে জানি ৷ সেজন্য প্র্যাকটিস সেশনে প্রয়োজনীয় বদল আনা হয়েছে ৷ শুধু আমি যে বদল করেছি তা নয় ৷ পুরো দলই নতুন রুটিন মেনে চলছে ৷ চিনে যে সময় প্রতিযোগিতা হবে, আমরা সেই সময় মেপেই অনুশীলন করেছি ৷ পাশাপাশি গোটা দলই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করা বা স্বাস্থ্য ঠিক রাখার মতো বিষয়ে জোর দিয়েছে ৷” এশিয়াডে ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি মেয়েদের টিম ইভেন্টেও নামবেন মেহুলি ৷ মিক্সড টিম ইভেন্টেও পদকের আশায় রয়েছেন তিনি ৷

চলতি বছরের শুরুটা ভালো হয়নি তাঁর ৷ ট্রায়ালে খারাপ পারফরম্যান্সের জন্য জাতীয় দল থেকেই বাদ পড়তে হয়েছিল ৷ সেখান থেকে দাপুটে প্রত্যাবর্তন ৷ বাকুতে ব্রোঞ্জ জিতে ভারতকে প্যারিসের কোটা এনে দিয়েছেন মেহুলি ৷ বাকুতে সাফল্যের মধ্যেও এশিয়াডের ভাবনা চলছিল ৷ তা নিয়ে সতর্ক ছিলেন ৷ তবে, এশিয়াডে তাঁকে নিয়ে প্রত্যাশা রয়েছে সকলের ৷ সেই প্রত্যাশার চাপ সামলে বুলস আইয়ে চোখ রাখাই চ্যালেঞ্জ হুগলির মেহুলির ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: সোমা দত্তর ছেড়ে যাওয়া জুতোয় যদি সাম্প্রতিক সময়ে কোনও বাঙালি শুটার পা গলিয়ে থাকেন, তিনি মেহুলি ঘোষ ৷ বাঙালি মেয়েরা শুটিংয়ে দক্ষ তা দেখিয়েছিলেন সোমা দত্ত ৷ মেহুলি সেই ধারাকে আধুনিক ধারায় পেশাদারভাবে আর্ন্তজাতিক আঙিনায় পেশ করেছেন ৷ পদক জিতেছেন বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৷ পদকের সঙ্গে প্যারিস অলিম্পিকসেরও টিকিট পেয়ে গিয়েছেন মেহুলি ৷ তবে ধাপে ধাপে লক্ষ্যপূরণে যেতে চান তিনি।

কিন্তু প্যারিস নয়, এখন হাংঝাউ এশিয়ান গেমস মেহুলি ঘোষের মাথায় ৷ রবিবার, 24 সেপ্টেম্বর এশিয়ান গেমসে নামছেন তিনি ৷ 10 মিটার এয়ার রাইফেলস বিভাগে নামবেন তিনি ৷ এই বিভাগে এখন ভারত তো বটেই, বিশ্বের অন্যতম সেরা শুটার শ্রীরামপুরের মেয়ে ৷ গতবছরের শেষদিকে কায়রোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর, এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পদক জয়ের হ্যাটট্রিক করেছিলেন মেহুলি ৷ স্বাভাবিকভাবেই এশিয়ান গেমসে তাঁকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিলেও প্রথমবার এশিয়াডে নামছেন বাংলার এই মেয়ে ৷

তবে, এশিয়ান গেমসের শুটিং রেঞ্জে কাজটা সহজ হবে না বুঝতে পারছেন ৷ পদক জয়, বিশেষ করে সোনা জয়ে চ্যাম্পিয়ন চিনের চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে ৷ আত্মবিশ্বাসী এবং একইসঙ্গে মেহুলি সমীহ করছেন প্রতিপক্ষকে । মেহুলি বলছেন, “পদক জয় ছাড়া দ্বিতীয় কোনও লক্ষ্য নেই ৷ তবে লড়তে হবে ৷ বিশেষত চিনা শুটারদের বিরুদ্ধে খেলাটা সহজ হবে না ৷ এছাড়া আরও কয়েকজন ভাল শুটার নামবে পদকের দৌড়ে ৷ তবে আমিও চ্যালেঞ্জ ভালবাসি ৷” কুপমণ্ডুক হওয়া না-পসন্দ মেহুলির ৷ তাই শ্রীরামপুর থেকে কলকাতায় জয়দীপ কর্মকারের শুটিং অ্যাকাডেমি ঘুরে মেহুলি ঘোষ এখন গগন নারাংয়ের অ্যাকাডেমিতে ৷ নিজেকে আরও পরিশিলীত করতেই এই যাত্রা তাঁর ৷

আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে 3-0 দাপুটে জয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের

প্যারিস অলিম্পিকসের আগে এশিয়াড ছাড়া বড় প্রতিযোগিতা নেই । তাই হাংঝাউয়ে পদক জয় দিয়েই মিশন অলিম্পিক শুরু করতে চাইছেন মেহুলি ঘোষ ৷ সাফল্যের লক্ষ্যে নিজেকে বদলে ফেলছেন তিনি ৷ অনুশীলনের রুটিনেও পরিবর্তন এনেছেন ৷ মেহুলির কথায়, “বড় মঞ্চে নামা আমার কাছে নতুন নয় ৷ এমন পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে জানি ৷ সেজন্য প্র্যাকটিস সেশনে প্রয়োজনীয় বদল আনা হয়েছে ৷ শুধু আমি যে বদল করেছি তা নয় ৷ পুরো দলই নতুন রুটিন মেনে চলছে ৷ চিনে যে সময় প্রতিযোগিতা হবে, আমরা সেই সময় মেপেই অনুশীলন করেছি ৷ পাশাপাশি গোটা দলই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করা বা স্বাস্থ্য ঠিক রাখার মতো বিষয়ে জোর দিয়েছে ৷” এশিয়াডে ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি মেয়েদের টিম ইভেন্টেও নামবেন মেহুলি ৷ মিক্সড টিম ইভেন্টেও পদকের আশায় রয়েছেন তিনি ৷

চলতি বছরের শুরুটা ভালো হয়নি তাঁর ৷ ট্রায়ালে খারাপ পারফরম্যান্সের জন্য জাতীয় দল থেকেই বাদ পড়তে হয়েছিল ৷ সেখান থেকে দাপুটে প্রত্যাবর্তন ৷ বাকুতে ব্রোঞ্জ জিতে ভারতকে প্যারিসের কোটা এনে দিয়েছেন মেহুলি ৷ বাকুতে সাফল্যের মধ্যেও এশিয়াডের ভাবনা চলছিল ৷ তা নিয়ে সতর্ক ছিলেন ৷ তবে, এশিয়াডে তাঁকে নিয়ে প্রত্যাশা রয়েছে সকলের ৷ সেই প্রত্যাশার চাপ সামলে বুলস আইয়ে চোখ রাখাই চ্যালেঞ্জ হুগলির মেহুলির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.