ETV Bharat / sports

BWF World Championships সাত্বিক, চিরাগের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতের

author img

By

Published : Aug 26, 2022, 1:26 PM IST

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Badminton Championships) পুরুষদের ডাবলসে প্রথমবার পদক জয় নিশ্চিত করল ভারত ৷ এদিন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) কোয়ার্টার ফাইনালে বিশ্বের 2 নম্বর জুটি জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷

satwik-chirag-claim-indias-first-mens-doubles-medal-at-world-championships
satwik-chirag-claim-indias-first-mens-doubles-medal-at-world-championships

টোকিয়ো, 26 অগস্ট: পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে (World Badminton Championships) প্রথমবার ভারতের পদক নিশ্চিত করলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ এদিন তাঁরা বিশ্বের 2 নম্বর জুটি জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ প্রথমবার কোনও ভারতীয় পুরুষ জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে পদক জিততে চলেছেন (India Confirms First Medal in Mens Doubles) ৷

এদিন জাপানের প্রতিপক্ষকে 24-22, 15-21, 21-14 গেমে হারান সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) ৷ সিরাজ-চিরাগ জুটি বিশ্ব ব়্যাংকিংয়ে 7 নম্বরে রয়েছে ৷ এই জুটিই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ৷ এদিন জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে 1 ঘণ্টা 15 মিনিটের লড়াইয়ে হারান তাঁরা ৷ এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলস বিভাগে ভারতের দ্বিতীয় পদক ৷ এর আগের জ্বালা গুট্টা এবং অশ্বিনী পোন্নাপ্পা জুটি 2011 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহিলাদের ডাবলস বিভাগে ৷

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন নেবেন না, ইউএস ওপেন থেকেও সরলেন জোকোভিচ

ব্রোঞ্জ পদক নিশ্চিত করে সাত্বিক-চিরাগ জুটি সেমি-ফাইনালে মালয়েশিয়ান জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইকের বিরুদ্ধে খেলতে নামবে ৷ এদিন কোয়ার্টার ফাইনালের প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারত এবং জাপানের শাটলারদের মধ্যে ৷ প্রথম গেম টাইব্রেকারে যায় ৷ শেষে 24-22 স্কোরে প্রথম গেম জেতে ভারতীয় জুটি ৷ এমনকি দ্বিতীয় গেমে ভারতকে হারতে হয় 15-21 স্কোরলাইনে ৷ আর তৃতীয় গেম 21-14 স্কোরে জিতে ম্যাচ নিজেদের দখলে নেয় ভারতীয় জুটি ৷

টোকিয়ো, 26 অগস্ট: পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে (World Badminton Championships) প্রথমবার ভারতের পদক নিশ্চিত করলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ এদিন তাঁরা বিশ্বের 2 নম্বর জুটি জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ প্রথমবার কোনও ভারতীয় পুরুষ জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে পদক জিততে চলেছেন (India Confirms First Medal in Mens Doubles) ৷

এদিন জাপানের প্রতিপক্ষকে 24-22, 15-21, 21-14 গেমে হারান সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) ৷ সিরাজ-চিরাগ জুটি বিশ্ব ব়্যাংকিংয়ে 7 নম্বরে রয়েছে ৷ এই জুটিই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ৷ এদিন জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে 1 ঘণ্টা 15 মিনিটের লড়াইয়ে হারান তাঁরা ৷ এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলস বিভাগে ভারতের দ্বিতীয় পদক ৷ এর আগের জ্বালা গুট্টা এবং অশ্বিনী পোন্নাপ্পা জুটি 2011 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহিলাদের ডাবলস বিভাগে ৷

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন নেবেন না, ইউএস ওপেন থেকেও সরলেন জোকোভিচ

ব্রোঞ্জ পদক নিশ্চিত করে সাত্বিক-চিরাগ জুটি সেমি-ফাইনালে মালয়েশিয়ান জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইকের বিরুদ্ধে খেলতে নামবে ৷ এদিন কোয়ার্টার ফাইনালের প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারত এবং জাপানের শাটলারদের মধ্যে ৷ প্রথম গেম টাইব্রেকারে যায় ৷ শেষে 24-22 স্কোরে প্রথম গেম জেতে ভারতীয় জুটি ৷ এমনকি দ্বিতীয় গেমে ভারতকে হারতে হয় 15-21 স্কোরলাইনে ৷ আর তৃতীয় গেম 21-14 স্কোরে জিতে ম্যাচ নিজেদের দখলে নেয় ভারতীয় জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.