ETV Bharat / sports

Asian Games 2023: হকির দাপট এশিয়াডে, সিঙ্গাপুরের বিরুদ্ধে 16-1 গোলে জয় ভারতের; গ্রুপ শীর্ষে হরমনপ্রীতরা

এশিয়াডে গোলের ঝড় হকিতে ৷ 19তম এশিয়ান গেমসে দ্বিতীয় ম্যাচেও ভারত প্রতিপক্ষকে 16 গোল দিল ৷ সিঙ্গাপুরের খাতায় সেখানে 1 ৷ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 16 গোলে উড়িয়ে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিলেন হনপ্রীত সিংরা ৷

ছবি টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 9:10 AM IST

Updated : Sep 26, 2023, 9:51 AM IST

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: আবার 16 গোল ৷ চলতি এশিয়াডে হকিতে দাপট দেখাচ্ছে ‘মেন ইন ব্লু’ ৷ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 16 গোল দিয়ে এশিয়ান গেমস শুরু করেছিল ভারতের হকি দল। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরও টিকতে পারল না হরমনপ্রীত সিংদের সামনে। এদিনের ম্যাচের স্কোর 16-1 ৷ দুই ম্যাচে জয়ের পর পুল এ গ্রুপে ভারত শীর্ষস্থানে ৷ হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল আগামী বৃহস্পতিবার খেলবে জাপানের বিরুদ্ধে।

  • FULL TIME UPDATE🏑

    🏑🎉 In an explosive display of hockey prowess, #TeamIndia (WR 3) triumphs over Team Singapore (WR 47) with a resounding score of 🇮🇳16-01🇸🇬 during their Group Stage Match 2!🤩

    Our hockey heroes continue to dazzle the world with their extraordinary talent and… pic.twitter.com/rDWseBTM3f

    — SAI Media (@Media_SAI) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার খেলা শুরুর 12 মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ। প্রথম কোয়ার্টারে একটিই গোল করেছিল মেন ইন ব্লু। দ্বিতীয় কোয়ার্টার থেকে একের পর এক গোল করতে শুরু করেন হরমানপ্রীতরা। দ্বিতীয় গোল করেন ললিত। তিনি ছাড়াও এদিন সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করেছেন গুরজান্ত, সুমিত, বরুণ, অমিত, শামশের এবং অভিষেক। ভারতের অধিনায়ক হরমনপ্রীত এবং মনদীপ হ্যাটট্রিক করেন। এদিন চতুর্থ কোয়ার্টারে এসে সিঙ্গাপুর প্রথম গোল করতে পারে। অন্যদিকে, ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে 1 ডজনেরও (14-0) গোলের লিড চতুর্থ কোয়ার্টারেই নিয়ে নেয় ৷

এশিয়াডে 16তম পদকের খোঁজে অভিযান শুরু করেছে ভারতের হকি দল। এই টুর্নামেন্টে সোনা জিতলেই সরাসরি প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করার সুযোগ মিলবে। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামেননি হরমনপ্রীতরা। তা সত্ত্বেও প্রথম ম্যাচেই উজবেকিস্তানের মতো প্রতিপক্ষকে একবারে উড়িয়ে দিয়েছিল ভারত। একাই চারটি গোল করেন ললিত কুমার উপাধ্যায়। হ্যাটট্রিক আসে মনদীপ সিং ও বরুণ কুমারের থেকে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে শনিবার।

গ্রুপের শেষ ম্যাচ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে 2 অক্টোবর। এরপর সেমিফাইনাল 4 অক্টোবর। 2023 এশিয়ান গেমসের প্রথম দুই দিনে এখনও পর্যন্ত 11টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণপদক, তিনটি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ পদক। তৃতীয় দিনে কতগুলো পদক ভারত জেতে তার দিকে আমাদের নজর থাকবে।

আরও পড়ুন: জোড়া পদকের স্বপ্ন বাংলার মেয়ের! জিমন্যাস্টিকসের জোড়া ইভেন্টের ফাইনালে প্রণতি

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: আবার 16 গোল ৷ চলতি এশিয়াডে হকিতে দাপট দেখাচ্ছে ‘মেন ইন ব্লু’ ৷ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 16 গোল দিয়ে এশিয়ান গেমস শুরু করেছিল ভারতের হকি দল। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরও টিকতে পারল না হরমনপ্রীত সিংদের সামনে। এদিনের ম্যাচের স্কোর 16-1 ৷ দুই ম্যাচে জয়ের পর পুল এ গ্রুপে ভারত শীর্ষস্থানে ৷ হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল আগামী বৃহস্পতিবার খেলবে জাপানের বিরুদ্ধে।

  • FULL TIME UPDATE🏑

    🏑🎉 In an explosive display of hockey prowess, #TeamIndia (WR 3) triumphs over Team Singapore (WR 47) with a resounding score of 🇮🇳16-01🇸🇬 during their Group Stage Match 2!🤩

    Our hockey heroes continue to dazzle the world with their extraordinary talent and… pic.twitter.com/rDWseBTM3f

    — SAI Media (@Media_SAI) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার খেলা শুরুর 12 মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ। প্রথম কোয়ার্টারে একটিই গোল করেছিল মেন ইন ব্লু। দ্বিতীয় কোয়ার্টার থেকে একের পর এক গোল করতে শুরু করেন হরমানপ্রীতরা। দ্বিতীয় গোল করেন ললিত। তিনি ছাড়াও এদিন সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করেছেন গুরজান্ত, সুমিত, বরুণ, অমিত, শামশের এবং অভিষেক। ভারতের অধিনায়ক হরমনপ্রীত এবং মনদীপ হ্যাটট্রিক করেন। এদিন চতুর্থ কোয়ার্টারে এসে সিঙ্গাপুর প্রথম গোল করতে পারে। অন্যদিকে, ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে 1 ডজনেরও (14-0) গোলের লিড চতুর্থ কোয়ার্টারেই নিয়ে নেয় ৷

এশিয়াডে 16তম পদকের খোঁজে অভিযান শুরু করেছে ভারতের হকি দল। এই টুর্নামেন্টে সোনা জিতলেই সরাসরি প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করার সুযোগ মিলবে। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামেননি হরমনপ্রীতরা। তা সত্ত্বেও প্রথম ম্যাচেই উজবেকিস্তানের মতো প্রতিপক্ষকে একবারে উড়িয়ে দিয়েছিল ভারত। একাই চারটি গোল করেন ললিত কুমার উপাধ্যায়। হ্যাটট্রিক আসে মনদীপ সিং ও বরুণ কুমারের থেকে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে শনিবার।

গ্রুপের শেষ ম্যাচ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে 2 অক্টোবর। এরপর সেমিফাইনাল 4 অক্টোবর। 2023 এশিয়ান গেমসের প্রথম দুই দিনে এখনও পর্যন্ত 11টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণপদক, তিনটি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ পদক। তৃতীয় দিনে কতগুলো পদক ভারত জেতে তার দিকে আমাদের নজর থাকবে।

আরও পড়ুন: জোড়া পদকের স্বপ্ন বাংলার মেয়ের! জিমন্যাস্টিকসের জোড়া ইভেন্টের ফাইনালে প্রণতি

Last Updated : Sep 26, 2023, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.