চেন্নাই, 12 অগস্ট: যে দলকে পুল ম্যাচে পাঁচ গোলে জয় এসেছিল, সেই মালয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে একসময় 3-1 গোলে পিছিয়ে পড়েছিল ভারত ৷ ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হওয়ার আতঙ্ক যখন গ্রাস করেছে অনুরাগীদের, তখনই জোরালো প্রত্য়াবর্তন ৷ আর হরমনপ্রীত অ্য়ান্ড কোম্পানির সেই তেজে ঝলসে গেল মালয়েশিয়া ৷ প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ-পূর্বের দেশটিকে 4-3 গোলে হারিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি জিতল ভারত ৷ 'মেন ইন ব্লু'র হয়ে গোলগুলি করেন যুগরাজ সিং, হরমনপ্রীত সিং, গুরজন্ত সিং এবং আকাশদীপ সিং ৷
এর আগে 2011, 2016 এবং 2018 (যুগ্ম) সালে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে সেরার শিরোপা উঠেছিল ভারতের মাথায় ৷ চতুর্থবার ট্রফিজয়ের স্বপ্ন তাড়া করতে নেমে শুরুটা এদিন মন্দ হয়নি ক্রেইগ ফুলটনের ছেলেদের ৷ ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন যুগরাজ ৷ কিন্তু ফাইনাল যে পুলের ম্যাচ নয়, ক্রমেই ভারতকে বোঝাতে শুরু করে মালয়েশিয়া ৷ গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 6-2 গোলে প্রথমবার ফাইনালের ছাড়পত্র জোগাড় করা মালয়েশিয়া পালটা তিন গোলে ম্যাচে অ্যাডভান্টেজ নিয়ে নেয় ৷
প্রথম কোয়ার্টারর একেবারে শেষের দিকে গোল শোধ করে দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল করে এগিয়ে যায় তারা ৷ প্রথমার্ধের শেষে 1-3 গোলে পিছিয়ে ছিল ভারত ৷ কিন্তু তৃতীয় কোয়ার্টারের শেষ লগ্নে জোড়া গোল শোধ করে ম্যাচে স্মরণীয় প্রত্যাবর্তন করেন হরমনপ্রীতরা ৷ হারের আতঙ্ক কাটিয়ে ফের ট্রফিজয়ের গন্ধ পেয়ে যায় ভারতীয় শিবির ৷
-
We Are the Champions!🏆
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's a glimpse of the unforgettable matches 💙
🇮🇳 India 4-3 Malaysia 🇲🇾#HockeyIndia #IndiaKaGame #HACT2023@CMO_Odisha @CMOTamilnadu @asia_hockey @FIH_Hockey @IndiaSports @Media_SAI @sports_odisha pic.twitter.com/nosHqD3o6z
">We Are the Champions!🏆
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
Here's a glimpse of the unforgettable matches 💙
🇮🇳 India 4-3 Malaysia 🇲🇾#HockeyIndia #IndiaKaGame #HACT2023@CMO_Odisha @CMOTamilnadu @asia_hockey @FIH_Hockey @IndiaSports @Media_SAI @sports_odisha pic.twitter.com/nosHqD3o6zWe Are the Champions!🏆
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
Here's a glimpse of the unforgettable matches 💙
🇮🇳 India 4-3 Malaysia 🇲🇾#HockeyIndia #IndiaKaGame #HACT2023@CMO_Odisha @CMOTamilnadu @asia_hockey @FIH_Hockey @IndiaSports @Media_SAI @sports_odisha pic.twitter.com/nosHqD3o6z
আরও পড়ুন: জাপানকে গোলের মালা পরিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ মালয়েশিয়া
কাঙ্খিত গোলটি আসে ম্যাচ শেষের চার মিনিট আগে ৷ 56 মিনিটে জয়সূচক গোলটি করে যান আকাশদীপ সিং ৷ সেইসঙ্গে চতুর্থবার খেতাব নিশ্চিত হয় ভারতের ৷ শেষ পুল ম্যাচে পাকিস্তানকে 3-1 গোলে পরাজিত করেছিল ভারত ৷ এরপর শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে 5-0 গোলে মাটি ধরিয়েছিল অলিম্পিকসে ব্রোঞ্জজয়ীরা ৷