ভুবনেশ্বর, 28 মে : নিজের সমকামী সম্পর্কের কথা স্বীকার করেছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ । সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সে কথা । এবার তিনি জানালেন, তাঁর বান্ধবীর সঙ্গে 2018 সালেই আংটি বদল করেছেন তিনি।
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "অনুষ্ঠানটা বড় করে হয়নি । আমরা দু'জন একটি মন্দিরে যাই । সেখানে গিয়ে পুজো দিই ও আংটি বদল করি । কয়েকজন স্প্রিন্টার আমার হাতে আংটি দেখে প্রশ্ন করে । আমি তাদের অনেককে ঘটনাটি জানাই ।"
19 মে এক সাংবাদিক বৈঠক করে নিজের সমকামী সম্পর্কের কথা জানান এশিয়ান গেমসের পদকজয়ী । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ভবিষ্যতে আমি আমার বান্ধবীর সঙ্গে ঘর বাঁধতে চাই । আর সমকামিতা এখন অপরাধ নয় । এই সম্পর্ক আমার খেলোয়াড় জীবনকে প্রভাবিত করবে না । এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ।"
তবে এরজন্য পরিবারকে পাশে পাননি তিনি । বলেন, "আমার এই সিদ্ধান্ত আমার মা ও দিদি কেউ মেনে নেয়নি । দিদি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে ।" পাশাপাশি তাঁর দিদি 25 লাখ টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে বলেও অভিযোগ করেন তিনি ।