ETV Bharat / sports

বান্ধবীর সঙ্গে গতবছরই আংটি বদল করেছি : দ্যুতি চাঁদ - same sex partner

তাঁর সমকামী সম্পর্ককে সমর্থন করেনি তাঁর পরিবার ।

দ্যুতি চাঁদ
author img

By

Published : May 28, 2019, 1:02 PM IST

ভুবনেশ্বর, 28 মে : নিজের সমকামী সম্পর্কের কথা স্বীকার করেছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ । সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সে কথা । এবার তিনি জানালেন, তাঁর বান্ধবীর সঙ্গে 2018 সালেই আংটি বদল করেছেন তিনি।

এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "অনুষ্ঠানটা বড় করে হয়নি । আমরা দু'জন একটি মন্দিরে যাই । সেখানে গিয়ে পুজো দিই ও আংটি বদল করি । কয়েকজন স্প্রিন্টার আমার হাতে আংটি দেখে প্রশ্ন করে । আমি তাদের অনেককে ঘটনাটি জানাই ।"

19 মে এক সাংবাদিক বৈঠক করে নিজের সমকামী সম্পর্কের কথা জানান এশিয়ান গেমসের পদকজয়ী । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ভবিষ্যতে আমি আমার বান্ধবীর সঙ্গে ঘর বাঁধতে চাই । আর সমকামিতা এখন অপরাধ নয় । এই সম্পর্ক আমার খেলোয়াড় জীবনকে প্রভাবিত করবে না । এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ।"

তবে এরজন্য পরিবারকে পাশে পাননি তিনি । বলেন, "আমার এই সিদ্ধান্ত আমার মা ও দিদি কেউ মেনে নেয়নি । দিদি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে ।" পাশাপাশি তাঁর দিদি 25 লাখ টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে বলেও অভিযোগ করেন তিনি ।

ভুবনেশ্বর, 28 মে : নিজের সমকামী সম্পর্কের কথা স্বীকার করেছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ । সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সে কথা । এবার তিনি জানালেন, তাঁর বান্ধবীর সঙ্গে 2018 সালেই আংটি বদল করেছেন তিনি।

এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "অনুষ্ঠানটা বড় করে হয়নি । আমরা দু'জন একটি মন্দিরে যাই । সেখানে গিয়ে পুজো দিই ও আংটি বদল করি । কয়েকজন স্প্রিন্টার আমার হাতে আংটি দেখে প্রশ্ন করে । আমি তাদের অনেককে ঘটনাটি জানাই ।"

19 মে এক সাংবাদিক বৈঠক করে নিজের সমকামী সম্পর্কের কথা জানান এশিয়ান গেমসের পদকজয়ী । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ভবিষ্যতে আমি আমার বান্ধবীর সঙ্গে ঘর বাঁধতে চাই । আর সমকামিতা এখন অপরাধ নয় । এই সম্পর্ক আমার খেলোয়াড় জীবনকে প্রভাবিত করবে না । এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ।"

তবে এরজন্য পরিবারকে পাশে পাননি তিনি । বলেন, "আমার এই সিদ্ধান্ত আমার মা ও দিদি কেউ মেনে নেয়নি । দিদি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে ।" পাশাপাশি তাঁর দিদি 25 লাখ টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে বলেও অভিযোগ করেন তিনি ।

Hyderabad, May 28 (ANI): The area around Charminar in Hyderabad has a special significance during Ramadan. There is a special Night Bazaar for Ramadan that keeps open till late night to cater to the shopping frenzy of Hyderabadis in the night during the holy month. Thousands of people thronged at Night Bazaar as preparation for Eid is on full swing. From clothes and accessories to food stalls, the place offers each and every items desired by a person. During the ongoing sacred month of Ramadan, Muslims observe fast from dawn to dusk for about 30 days. They eat 'sehri' (a pre-dawn meal) and break their day-long fast with 'iftar' in the evening.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.