ETV Bharat / sports

ATK Mohun Bagan vs Hyderabad FC : হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও তিন গোল হজম, হারল এটিকে মোহনবাগান - হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও তিন গোল হজম, হারল এটিকে মোহনবাগান

আগামী 16 মার্চ সেমিফাইনালের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি (ATK Mohun Bagan vs Hyderabad FC)

ATK Mohun Bagan vs Hyderabad FC in ISL
হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও তিন গোল হজম, হারল এটিকে মোহনবাগান
author img

By

Published : Mar 12, 2022, 11:00 PM IST

পানাজি, 12 মার্চ : ওগবেচে কাঁটায় আইএসএল ফাইনালে যাওয়ার পথ কঠিন হল এটিকে মোহনবাগানের । শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে 1-3 ব্যবধানে হারল জুয়ান ফেরান্দোর দল (ATK Mohun Bagan vs Hyderabad FC) । 16 মার্চ সেমিফাইনালের ফিরতি লড়াইয়ে 3-0 ব্যবধানে জিততে পারলে তবেই সবুজ-মেরুনের জন্য ফাইনালের দরজা খুলবে । যা অসম্ভব না হলেও কঠিন ।

এদিনের ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে প্রথমে এগিয়ে গেলেও পরে তিন গোল হজম করে মোহনবাগান । ম্যাচের প্রথমার্ধে এটিকে মোহনবাগানের দাপুটে ফুটবল এদিন বিরতির পরে উধাও হয়ে যায় । তার জায়গায় পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে বাজিমাত করে হায়দরাবাদ এফসি । শনিবারের এই ম্যাচে নিজামের শহরের দলের হয়ে গোল করেন ওগবেচে, ইয়াসির মহম্মদ, জাভিয়ার সিভেরিওর । এটিকে মোহনবাগানের হয়ে এদিন একমাত্র গোল করেন রয় কৃষ্ণা। ম্যাচের সেরা হয়েছেন নাইজেরিয়ান বিশ্বকাপার ওগবেচে ।

এদিনের ম্যাচে বিরতির আগে গোল করে এগিয়ে যাওয়ার সুবিধা এটিকে মোহনবাগান ধরে রাখতে ব্যর্থ হয় । লিস্টন কোলাসোর সেন্টারে পা-ছুইয়ে 18 মিনিটে রয় কৃষ্ণা গোল করে দলকে এগিয়ে দেন । এই সময় ম্যাচের রাশ ছিল সম্পূর্ণ ভাবেই সবুজ-মেরুনের হাতে । মাঝ মাঠে লেনি রডরিগেজ, জনি কাউকোর যুগলবন্দির পাশে লেনি কোলাসোর দৌড় এবং রয় কৃষ্ণা 'নম্বর নাইন' হিসেবে ভাল খেলায় হায়দরাবাদ এফসি ব্যাকফুটে ছিল । পাশাপাশি রক্ষণে তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটালের প্রেসিং ফুটবলের সামনে ওগবেচে, ইয়াসির, অনিকেত যাদবরা কোনও সুযোগ পাচ্ছিলেন না । মনে হচ্ছিল মেরিনার্সদের টেক্কা দেওয়া কঠিন হবে হায়দরাবাদের পক্ষে ।

আরও পড়ুন : ‘বিরাট’ ব্যাটন ডুপ্লেসির কাঁধে, নয়া আরসিবি নেতাকে শুভেচ্ছা কোহলির

কিন্তু চলতি আইএসএলে সবুজ-মেরুনের অন্যতম বড় সমস্যা হিসেবে উঠে এসেছে ধারাবাহিকতার অভাব । সেই অভাবকে কাজে লাগিয়ে খেলায় ফেরে নিজামের শহরের দল । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ রক্ষণের শিথিলতা কাজে লাগিয়ে হায়দরাবাদকে সমতায় ফেরান ওগবেচে । সমতায় ফেরার আত্মবিশ্বাস দ্বিতীয়ার্ধে হায়দরাবাদকে বদলে দেয় । এই সময় জুয়ান ফেরান্দো লেনি রডরিগেজকে তুলে নেন । আর এই পরিবর্তন এটিকে মোহনবাগানের মাঝমাঠের জমাট ভাবটা নষ্ট করে দেয় । যা কাজে লাগিয়ে ওগবেচে এবং তাঁর দল ম্যাচের রাশ তুলে নেয় । সঙ্গে ম্যাচটাও । 58 মিনিটে হায়দরাবাদ দ্বিতীয় গোল করে । ওগবেচের পাস থেকে বক্সের বাইরে নিখুঁত প্লেসিং ইয়াসিরের । এই গোলের সময় তিরি চোট পেয়ে বাইরে চলে যান । পরিবর্ত হিসেবে মাঠে নামেন হুগো বুমোস । কিন্তু ফরাসি মিডফিল্ডার থিতু হওয়ার আগেই হায়দরাবাদ তাদের তিন নম্বর গোল দিয়ে দেয় । ইয়াসির মহম্মদের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন জাভিয়ার সিভেরিও । দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা কাটাতে রয় কৃষ্ণা, হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসো মরিয়া হলেও এদিন নিজেদের গোল পোস্টের দরজা এঁটে ম্যাচ বার করে নিয়ে গেল হায়দরাবাদ এফসি ।

পানাজি, 12 মার্চ : ওগবেচে কাঁটায় আইএসএল ফাইনালে যাওয়ার পথ কঠিন হল এটিকে মোহনবাগানের । শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে 1-3 ব্যবধানে হারল জুয়ান ফেরান্দোর দল (ATK Mohun Bagan vs Hyderabad FC) । 16 মার্চ সেমিফাইনালের ফিরতি লড়াইয়ে 3-0 ব্যবধানে জিততে পারলে তবেই সবুজ-মেরুনের জন্য ফাইনালের দরজা খুলবে । যা অসম্ভব না হলেও কঠিন ।

এদিনের ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে প্রথমে এগিয়ে গেলেও পরে তিন গোল হজম করে মোহনবাগান । ম্যাচের প্রথমার্ধে এটিকে মোহনবাগানের দাপুটে ফুটবল এদিন বিরতির পরে উধাও হয়ে যায় । তার জায়গায় পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে বাজিমাত করে হায়দরাবাদ এফসি । শনিবারের এই ম্যাচে নিজামের শহরের দলের হয়ে গোল করেন ওগবেচে, ইয়াসির মহম্মদ, জাভিয়ার সিভেরিওর । এটিকে মোহনবাগানের হয়ে এদিন একমাত্র গোল করেন রয় কৃষ্ণা। ম্যাচের সেরা হয়েছেন নাইজেরিয়ান বিশ্বকাপার ওগবেচে ।

এদিনের ম্যাচে বিরতির আগে গোল করে এগিয়ে যাওয়ার সুবিধা এটিকে মোহনবাগান ধরে রাখতে ব্যর্থ হয় । লিস্টন কোলাসোর সেন্টারে পা-ছুইয়ে 18 মিনিটে রয় কৃষ্ণা গোল করে দলকে এগিয়ে দেন । এই সময় ম্যাচের রাশ ছিল সম্পূর্ণ ভাবেই সবুজ-মেরুনের হাতে । মাঝ মাঠে লেনি রডরিগেজ, জনি কাউকোর যুগলবন্দির পাশে লেনি কোলাসোর দৌড় এবং রয় কৃষ্ণা 'নম্বর নাইন' হিসেবে ভাল খেলায় হায়দরাবাদ এফসি ব্যাকফুটে ছিল । পাশাপাশি রক্ষণে তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটালের প্রেসিং ফুটবলের সামনে ওগবেচে, ইয়াসির, অনিকেত যাদবরা কোনও সুযোগ পাচ্ছিলেন না । মনে হচ্ছিল মেরিনার্সদের টেক্কা দেওয়া কঠিন হবে হায়দরাবাদের পক্ষে ।

আরও পড়ুন : ‘বিরাট’ ব্যাটন ডুপ্লেসির কাঁধে, নয়া আরসিবি নেতাকে শুভেচ্ছা কোহলির

কিন্তু চলতি আইএসএলে সবুজ-মেরুনের অন্যতম বড় সমস্যা হিসেবে উঠে এসেছে ধারাবাহিকতার অভাব । সেই অভাবকে কাজে লাগিয়ে খেলায় ফেরে নিজামের শহরের দল । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ রক্ষণের শিথিলতা কাজে লাগিয়ে হায়দরাবাদকে সমতায় ফেরান ওগবেচে । সমতায় ফেরার আত্মবিশ্বাস দ্বিতীয়ার্ধে হায়দরাবাদকে বদলে দেয় । এই সময় জুয়ান ফেরান্দো লেনি রডরিগেজকে তুলে নেন । আর এই পরিবর্তন এটিকে মোহনবাগানের মাঝমাঠের জমাট ভাবটা নষ্ট করে দেয় । যা কাজে লাগিয়ে ওগবেচে এবং তাঁর দল ম্যাচের রাশ তুলে নেয় । সঙ্গে ম্যাচটাও । 58 মিনিটে হায়দরাবাদ দ্বিতীয় গোল করে । ওগবেচের পাস থেকে বক্সের বাইরে নিখুঁত প্লেসিং ইয়াসিরের । এই গোলের সময় তিরি চোট পেয়ে বাইরে চলে যান । পরিবর্ত হিসেবে মাঠে নামেন হুগো বুমোস । কিন্তু ফরাসি মিডফিল্ডার থিতু হওয়ার আগেই হায়দরাবাদ তাদের তিন নম্বর গোল দিয়ে দেয় । ইয়াসির মহম্মদের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন জাভিয়ার সিভেরিও । দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা কাটাতে রয় কৃষ্ণা, হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসো মরিয়া হলেও এদিন নিজেদের গোল পোস্টের দরজা এঁটে ম্যাচ বার করে নিয়ে গেল হায়দরাবাদ এফসি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.