ETV Bharat / sports

44th Chess Olympiad: চেস অলিম্পিয়াডে দূরন্ত জয় কোনেরু হাম্পি ও বৈশালীর

author img

By

Published : Aug 4, 2022, 6:55 PM IST

তামিলনাড়ুর মামল্লপুরমে এবছর বসেছে দামা অলিম্পিয়াডের আসর ৷ বুধবার ষষ্ঠ রাউন্ডে জর্জিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত (44th Chess Olympiad) ৷

india in Chess Olympiad
চেস অলিম্পিয়াডে দূরন্ত জয় ভারতের

মামল্লপুরম, 4 অগস্ট: 44তম দাবা অলিম্পিয়াডের আসরে জয়ে ধরা অব্যাহত ভারতীয় এ দলের মহিলা বিভাগের ৷ তামিলনাড়ুর মামল্লপুরমে এ বছর বসেছে দাবা অলিম্পিয়াডের আসর ৷

বুধবারের মহিলা বিভাগে ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন ভারতের কোনেরু হাম্পি ও আর বৈশালী ৷ তাঁদের এই জয়ের ফলে এই প্রতিযোগিতায় ভারতীয় এ দল টানা 6টি রাউন্ডে জয় পেল ৷

আরও পড়ুন: স্কোয়াসে সৌরভ, হাই জাম্পে শংকর! একই দিনে ইতিহাস গড়লেন দুই তারকা

মহিলা বিভাগে 3-1 ব্যবধানে জর্জিয়াকে হারিয়েছে ভারত (India beats Georgia in womens section of Chess Olympiad) ৷ কোনেরু হাম্পি হারিয়েছেন অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ নানা ডিজাগনিডজে কে ৷ 42 চালেই প্রতিপক্ষকে হারিয়ে একপেশে জয় পান তিনি ৷ আর বৈশালী হারিয়েছেন লেলা জাভাক্ষিসভিকে ৷ অন্যদিকে, ড্র করেছেন তানিয়া সচদেভ ও হরিকা দ্রোনাভাল্লি ৷ প্রতিযোগিতার অন্য বিভাগে ভারতের সি দল লিথুয়ানিয়ার বিরুদ্ধে 3.5-1.5 ব্যবধানে জয় পেয়েছে ৷

মামল্লপুরম, 4 অগস্ট: 44তম দাবা অলিম্পিয়াডের আসরে জয়ে ধরা অব্যাহত ভারতীয় এ দলের মহিলা বিভাগের ৷ তামিলনাড়ুর মামল্লপুরমে এ বছর বসেছে দাবা অলিম্পিয়াডের আসর ৷

বুধবারের মহিলা বিভাগে ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন ভারতের কোনেরু হাম্পি ও আর বৈশালী ৷ তাঁদের এই জয়ের ফলে এই প্রতিযোগিতায় ভারতীয় এ দল টানা 6টি রাউন্ডে জয় পেল ৷

আরও পড়ুন: স্কোয়াসে সৌরভ, হাই জাম্পে শংকর! একই দিনে ইতিহাস গড়লেন দুই তারকা

মহিলা বিভাগে 3-1 ব্যবধানে জর্জিয়াকে হারিয়েছে ভারত (India beats Georgia in womens section of Chess Olympiad) ৷ কোনেরু হাম্পি হারিয়েছেন অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ নানা ডিজাগনিডজে কে ৷ 42 চালেই প্রতিপক্ষকে হারিয়ে একপেশে জয় পান তিনি ৷ আর বৈশালী হারিয়েছেন লেলা জাভাক্ষিসভিকে ৷ অন্যদিকে, ড্র করেছেন তানিয়া সচদেভ ও হরিকা দ্রোনাভাল্লি ৷ প্রতিযোগিতার অন্য বিভাগে ভারতের সি দল লিথুয়ানিয়ার বিরুদ্ধে 3.5-1.5 ব্যবধানে জয় পেয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.