ETV Bharat / sports

Prannoy Wins Malaysia Masters: মালয়েশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার এইচএস প্রণয় - মালয়েশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন এইচএস প্রণয়

সেমিফাইনালের মতো ভাগ্যের জোরে নয় ৷ ফাইনালে নিজেই নিজের ভাগ্য লিখে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় শাটলার এইচএস প্রণয় ৷ চিনা প্রতিপক্ষকে হারিয়ে মালয়েশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ৷

Prannoy Wins Malaysia Masters ETV BHARAT
Prannoy Wins Malaysia Masters
author img

By

Published : May 28, 2023, 9:11 PM IST

কুয়ালালামপুর, 28 মে: মালয়েশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন এইচএস প্রণয় ৷ 6 বছরের ট্রফির খরা কাটিয়ে অবশেষে কোনও খেতাব জিতলেন তিনি ৷ তিন গেমের 94 মিনিটের দীর্ঘ লড়াইয়ে চিনা প্রতিপক্ষ ওয়েনং হং ইয়াংকে হারিয়ে মালয়েশিয়ান মাস্টার্সের পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন প্রণয় ৷ ম্যাচের ফলাফল 21-19 13-21 21-18 ৷ ভারতীয় এবং চিনা শাটলারের মধ্যে আজকের ম্যাচে জোর টক্কর হয় ৷

30 বছরের ভারতীয় শাটলার এ দিন অসাধারণ ধৈর্য দেখিয়েছেন কোর্টে ৷ 94 মিনিটের লম্বা ম্যাচে কখনও এগিয়ে ছিলেন, তো কখনও পিছিয়ে ৷ তবুও, ম্যাচ কখনই ছেড়ে দেননি ৷ 2022 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বিশ্বের 34 নম্বর চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন ম্যাচ জিতেছেন তিনি ৷ এটি প্রণয়ের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেলের প্রথম কোনও খেতাব জয় ৷ এমনকি কোনও ভারতীয় শাটলারে এ বছরের প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জয় ৷

গতকাল মেয়েদের সেমিফাইনালে পিভি সিন্ধু মালয়েশিয়ান প্রতিপক্ষ গ্রেগোরিয়া মারিস্কার কাছে 14-21 ও 17-21 গেমে হারেন ৷ ফলে এবছর এখনও কোনও ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জেতা হয়নি সিন্ধুর ৷ তবে, গতকাল প্রণয়ের ফাইনালে ওঠার বিষয়টিও ছিল ভাগ্যের জোর ৷ কারণ, ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ক্রিশ্চিয়ান আদিনাতা সেমিফাইনাল ম্যাচের মাঝখান থেকেই নিজেকে সরিয়ে নেনে ৷ তিনি প্রণয়ের একটি রিটার্নে শট নিতে হাওয়ার লাফ দেন ৷ কিন্তু, ল্যান্ডিং ঠিক মতো করতে পারেননি ৷ ফলে কোর্টের উপরে হাঁটু আছড়ে পড়ে ৷

আরও পড়ুন: মালয়েশিয়া মাস্টার্সে ফাইনালে প্রণয়, বিদায় সিন্ধুর

হাঁটুর চোটের কারণে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন ক্রিশ্চিয়ান আদিনাতা ৷ 19-17 স্কোরে এগিয়ে থাকা প্রণয় ফাইনালে উঠে যান ৷ তবে, ফাইনালে আর ভাগ্যের উপর নির্ভর করতে হয়নি ৷ নিজেই নিজের ভাগ্য লিখেছেন এইচএস প্রণয় ৷ 94 মিনিটের দীর্ঘ ম্যাচ 21-19 13-21 21-18 গেমে জিতে মালয়েশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন তিনি ৷

কুয়ালালামপুর, 28 মে: মালয়েশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন এইচএস প্রণয় ৷ 6 বছরের ট্রফির খরা কাটিয়ে অবশেষে কোনও খেতাব জিতলেন তিনি ৷ তিন গেমের 94 মিনিটের দীর্ঘ লড়াইয়ে চিনা প্রতিপক্ষ ওয়েনং হং ইয়াংকে হারিয়ে মালয়েশিয়ান মাস্টার্সের পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন প্রণয় ৷ ম্যাচের ফলাফল 21-19 13-21 21-18 ৷ ভারতীয় এবং চিনা শাটলারের মধ্যে আজকের ম্যাচে জোর টক্কর হয় ৷

30 বছরের ভারতীয় শাটলার এ দিন অসাধারণ ধৈর্য দেখিয়েছেন কোর্টে ৷ 94 মিনিটের লম্বা ম্যাচে কখনও এগিয়ে ছিলেন, তো কখনও পিছিয়ে ৷ তবুও, ম্যাচ কখনই ছেড়ে দেননি ৷ 2022 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বিশ্বের 34 নম্বর চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন ম্যাচ জিতেছেন তিনি ৷ এটি প্রণয়ের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেলের প্রথম কোনও খেতাব জয় ৷ এমনকি কোনও ভারতীয় শাটলারে এ বছরের প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জয় ৷

গতকাল মেয়েদের সেমিফাইনালে পিভি সিন্ধু মালয়েশিয়ান প্রতিপক্ষ গ্রেগোরিয়া মারিস্কার কাছে 14-21 ও 17-21 গেমে হারেন ৷ ফলে এবছর এখনও কোনও ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জেতা হয়নি সিন্ধুর ৷ তবে, গতকাল প্রণয়ের ফাইনালে ওঠার বিষয়টিও ছিল ভাগ্যের জোর ৷ কারণ, ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ক্রিশ্চিয়ান আদিনাতা সেমিফাইনাল ম্যাচের মাঝখান থেকেই নিজেকে সরিয়ে নেনে ৷ তিনি প্রণয়ের একটি রিটার্নে শট নিতে হাওয়ার লাফ দেন ৷ কিন্তু, ল্যান্ডিং ঠিক মতো করতে পারেননি ৷ ফলে কোর্টের উপরে হাঁটু আছড়ে পড়ে ৷

আরও পড়ুন: মালয়েশিয়া মাস্টার্সে ফাইনালে প্রণয়, বিদায় সিন্ধুর

হাঁটুর চোটের কারণে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন ক্রিশ্চিয়ান আদিনাতা ৷ 19-17 স্কোরে এগিয়ে থাকা প্রণয় ফাইনালে উঠে যান ৷ তবে, ফাইনালে আর ভাগ্যের উপর নির্ভর করতে হয়নি ৷ নিজেই নিজের ভাগ্য লিখেছেন এইচএস প্রণয় ৷ 94 মিনিটের দীর্ঘ ম্যাচ 21-19 13-21 21-18 গেমে জিতে মালয়েশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.