ETV Bharat / sports

Bhaichung Bhutia: মিথ্য বলছেন, সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে বাইচুংয়ের দাবি খারিজ এআইএফএফের - এআইএফএফ সাধারণ সম্পাদক

বাইচুং ভুটিয়াকে (Bhaichung Bhutia) এআইএফএফ সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি ৷ এই অভিযোগ খারিজ করলেন ফুটবল ফেডারেশনের এক শীর্ষকর্তা ৷ জানালেন, বাইচুংয়ের দাবি সম্পূর্ণ মিথ্যে ৷

his-comments-far-from-truth-aiff-official-says-on-bhaichung-bhutia
his-comments-far-from-truth-aiff-official-says-on-bhaichung-bhutia
author img

By

Published : Sep 20, 2022, 9:43 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: আবারও বাইচুং ভুটিয়া ও এআইএফএফ (AIFF)-এর দ্বন্দ্ব প্রকাশ্যে ৷ এবার প্রাক্তন ভারতীয় অধিনায়ককে মিথ্যেবাদী বললেন এআইএফএফ-এর এক শীর্ষকর্তা ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচনে বাইচুংকে (Bhaichung Bhutia) কথা বলতে না-দেওয়ার অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিলেন ওই শীর্ষকর্তা ৷

প্রসঙ্গত, এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে, সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে বক্তব্য রাখার আবেদন করেছিলেন বাইচুং ভুটিয়া ৷ কিন্তু, শাজি প্রভাকরণকে সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা নিয়ে তাঁকে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কোনও মন্তব্যই করতে দেওয়া হয়নি ৷ সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন বাইচুং ভুটিয়া ৷ কিন্তু, প্রাক্তন ভারত অধিনায়ক তথা এআইএফএফ-এর প্লেয়ার রিপ্রেজেন্টেটিভের এই দাবিকে মিথ্যে বলে জানালেন সংস্থার এক শীর্ষকর্তা ৷

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "কোনও সন্দেহ নেই বাইচুং ভুটিয়া মহান খেলোয়াড় ছিলেন ৷ কিন্তু, তিনি এক্সিকিউটিভ কমিটির বৈঠক নিয়ে যে কথা বলেছেন, তা সত্যের ধারে কাছেও নয় ৷’’ ওই শীর্ষকর্তা জানিয়েছেন, সোমবারের বৈঠক হয়েছিল আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করতে ৷ তাঁর দাবি, 3 সেপ্টেম্বরেই প্রভাকরণকে এআইএফএফ এর সাধারণ সম্পাদক বেছে নেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: আইএসএল খেলতে ইস্ট-মোহনের লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই: বাইচুং

ওই শীর্ষকর্তা বলেন, "প্রভাকরণকে সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা নিয়ে কেউ সেই সময় কোনও বিরোধিতা করেননি ৷ তাই আমরা সর্বসম্মতভাবে শাজি প্রভারকরণকে নিয়োগ করেছি ৷ তাহলে সেই সময় বাইচুং কেন আপত্তি করলেন না ? এমনকি যখন, অনুর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ, পদ্ম সম্মান এবং জাতীয় ক্রীড়া সম্মানের বিষয়টি উঠে আসে, তখন বাইচুং তাঁর মতামত পেশ করেন ৷ শুধু তাই নয়, তাঁর দেওয়া একটি পরামর্শ কমিটি মেনেও নিয়েছে ৷" তিনি এও জানান, অন্য কোনও বিষয়ে আলোচনা করতে হলে, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের অনুমতির প্রয়োজন ছিল ৷

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: আবারও বাইচুং ভুটিয়া ও এআইএফএফ (AIFF)-এর দ্বন্দ্ব প্রকাশ্যে ৷ এবার প্রাক্তন ভারতীয় অধিনায়ককে মিথ্যেবাদী বললেন এআইএফএফ-এর এক শীর্ষকর্তা ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচনে বাইচুংকে (Bhaichung Bhutia) কথা বলতে না-দেওয়ার অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিলেন ওই শীর্ষকর্তা ৷

প্রসঙ্গত, এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে, সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে বক্তব্য রাখার আবেদন করেছিলেন বাইচুং ভুটিয়া ৷ কিন্তু, শাজি প্রভাকরণকে সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা নিয়ে তাঁকে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কোনও মন্তব্যই করতে দেওয়া হয়নি ৷ সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন বাইচুং ভুটিয়া ৷ কিন্তু, প্রাক্তন ভারত অধিনায়ক তথা এআইএফএফ-এর প্লেয়ার রিপ্রেজেন্টেটিভের এই দাবিকে মিথ্যে বলে জানালেন সংস্থার এক শীর্ষকর্তা ৷

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "কোনও সন্দেহ নেই বাইচুং ভুটিয়া মহান খেলোয়াড় ছিলেন ৷ কিন্তু, তিনি এক্সিকিউটিভ কমিটির বৈঠক নিয়ে যে কথা বলেছেন, তা সত্যের ধারে কাছেও নয় ৷’’ ওই শীর্ষকর্তা জানিয়েছেন, সোমবারের বৈঠক হয়েছিল আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করতে ৷ তাঁর দাবি, 3 সেপ্টেম্বরেই প্রভাকরণকে এআইএফএফ এর সাধারণ সম্পাদক বেছে নেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: আইএসএল খেলতে ইস্ট-মোহনের লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই: বাইচুং

ওই শীর্ষকর্তা বলেন, "প্রভাকরণকে সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা নিয়ে কেউ সেই সময় কোনও বিরোধিতা করেননি ৷ তাই আমরা সর্বসম্মতভাবে শাজি প্রভারকরণকে নিয়োগ করেছি ৷ তাহলে সেই সময় বাইচুং কেন আপত্তি করলেন না ? এমনকি যখন, অনুর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ, পদ্ম সম্মান এবং জাতীয় ক্রীড়া সম্মানের বিষয়টি উঠে আসে, তখন বাইচুং তাঁর মতামত পেশ করেন ৷ শুধু তাই নয়, তাঁর দেওয়া একটি পরামর্শ কমিটি মেনেও নিয়েছে ৷" তিনি এও জানান, অন্য কোনও বিষয়ে আলোচনা করতে হলে, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের অনুমতির প্রয়োজন ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.