ETV Bharat / sports

Hira Mondal Tributes Her Mother : হাতে মায়ের মুখের উল্কি করিয়ে নারী দিবসে জন্মদাত্রীকে শ্রদ্ধার্ঘ্য হীরার - Hira Mondal gets his mother tattoo on International Womens Day

আন্তর্জাতিক নারী দিবসে আইএফএ তাঁর মা-কে সম্মান জানানোয় আপ্লুত বাঙালি ডিফেন্ডার (IFA felicitates mother of Hira Mondal on Womens Day) ৷ জানালেন, আজকের দিনটা তাঁর জীবনে অনেক বড় একটা দিন ৷

Hira Mondal Tributes Her Mother
হাতে মায়ের মুখের উল্কি করিয়ে নারী দিবসে জন্মদাত্রীকে শ্রদ্ধার্ঘ্য হীরার
author img

By

Published : Mar 8, 2022, 10:45 PM IST

কলকাতা, 8 মার্চ : দল একেবারে শেষে শেষ করলেও চলতি আইএসএলে ইস্টবেঙ্গল জার্সিতে হীরা মণ্ডলের উথ্থান রূপকথার কিছু কম নয় ৷ তবে এর সিংহভাগ কৃতিত্বই তাঁর মায়ের ৷ আজ তিনি যা কিছু সব মায়েরই জন্য ৷ তাই আন্তর্জাতিক নারী দিবসে আইএফএ তাঁর মা-কে সম্মান জানানোয় আপ্লুত বাঙালি ডিফেন্ডার (IFA felicitates mother of Hira Mondal on Womens Day) ৷ জানালেন, আজকের দিনটা তাঁর জীবনে অনেক বড় একটা দিন ৷

আর আর্ন্তজাতিক নারী দিবসে মা-কে সম্মান জানিয়ে হীরা যা করেছেন, তা জানলে বাঙালি ফুটবলারের প্রতি অনুরাগীদের সম্মান বেড়ে যাবে আরও কয়েকগুন ৷ কেরিয়ারে তাঁর অভিনব উত্থানে পিছনে মায়ের অবদান খাটো হওয়ার নয় কোনওমতেই। তাই হীরা মায়ের মুখের উল্কি করিয়েছেন তাঁর হাতে (Hira Mondal gets his mother tattoo on International Womens Day)। বাইরে খেলতে গেলে মায়ের উল্কি দেখেই বিরহ ভোলেন হীরা। আইএফএ'র সম্মান পেয়ে গর্বিত হীরার মা বাসন্তী দেবী বলছিলেন,"হাতে ওভাবে আমার মুখের ছবি করাতে দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। আজ যখন দেখি ছেলে সাফল্য পাচ্ছে তখন ভাল লাগে।" আর মায়ের পাশে দাড়িয়ে হীরা মণ্ডলও মায়ের কথার রেশ ধরে বললেন, "আজ যেটুকু করেছি তার পিছনে মায়ের অবদান সবার আগে।" উল্লেখ্য, নাকে চোট পেয়ে আইএসএলের শেষ ম্যাচ ছিটকে গিয়েছিলেন হীরা। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থই আছেন বাঙালি ডিফেন্ডার ৷

Hira Mondal
হাতে মায়ের মুখের উল্কি করিয়ে নারী দিবসে জন্মদাত্রীকে শ্রদ্ধার্ঘ্য হীরার

আরও পড়ুন : ‘‘আপনারা আমাকে কিনে নিলেন’’, ইস্টবেঙ্গলের পাশে থাকার বার্তা বসুন্ধরা কর্ণধারের

এদিনের অনুষ্ঠানে আরেক বাঙালি ফুটবলার মহম্মদ রফিকের মা রাবেয়া বেগমকেও সংবর্ধিত করা হয়। আইএফএ এদিন সংবর্ধিত করে প্রয়াত সুভাষ ভৌমিক এবং সুরজিৎ সেনগুপ্তের স্ত্রীদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার।

কলকাতা, 8 মার্চ : দল একেবারে শেষে শেষ করলেও চলতি আইএসএলে ইস্টবেঙ্গল জার্সিতে হীরা মণ্ডলের উথ্থান রূপকথার কিছু কম নয় ৷ তবে এর সিংহভাগ কৃতিত্বই তাঁর মায়ের ৷ আজ তিনি যা কিছু সব মায়েরই জন্য ৷ তাই আন্তর্জাতিক নারী দিবসে আইএফএ তাঁর মা-কে সম্মান জানানোয় আপ্লুত বাঙালি ডিফেন্ডার (IFA felicitates mother of Hira Mondal on Womens Day) ৷ জানালেন, আজকের দিনটা তাঁর জীবনে অনেক বড় একটা দিন ৷

আর আর্ন্তজাতিক নারী দিবসে মা-কে সম্মান জানিয়ে হীরা যা করেছেন, তা জানলে বাঙালি ফুটবলারের প্রতি অনুরাগীদের সম্মান বেড়ে যাবে আরও কয়েকগুন ৷ কেরিয়ারে তাঁর অভিনব উত্থানে পিছনে মায়ের অবদান খাটো হওয়ার নয় কোনওমতেই। তাই হীরা মায়ের মুখের উল্কি করিয়েছেন তাঁর হাতে (Hira Mondal gets his mother tattoo on International Womens Day)। বাইরে খেলতে গেলে মায়ের উল্কি দেখেই বিরহ ভোলেন হীরা। আইএফএ'র সম্মান পেয়ে গর্বিত হীরার মা বাসন্তী দেবী বলছিলেন,"হাতে ওভাবে আমার মুখের ছবি করাতে দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। আজ যখন দেখি ছেলে সাফল্য পাচ্ছে তখন ভাল লাগে।" আর মায়ের পাশে দাড়িয়ে হীরা মণ্ডলও মায়ের কথার রেশ ধরে বললেন, "আজ যেটুকু করেছি তার পিছনে মায়ের অবদান সবার আগে।" উল্লেখ্য, নাকে চোট পেয়ে আইএসএলের শেষ ম্যাচ ছিটকে গিয়েছিলেন হীরা। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থই আছেন বাঙালি ডিফেন্ডার ৷

Hira Mondal
হাতে মায়ের মুখের উল্কি করিয়ে নারী দিবসে জন্মদাত্রীকে শ্রদ্ধার্ঘ্য হীরার

আরও পড়ুন : ‘‘আপনারা আমাকে কিনে নিলেন’’, ইস্টবেঙ্গলের পাশে থাকার বার্তা বসুন্ধরা কর্ণধারের

এদিনের অনুষ্ঠানে আরেক বাঙালি ফুটবলার মহম্মদ রফিকের মা রাবেয়া বেগমকেও সংবর্ধিত করা হয়। আইএফএ এদিন সংবর্ধিত করে প্রয়াত সুভাষ ভৌমিক এবং সুরজিৎ সেনগুপ্তের স্ত্রীদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.