ETV Bharat / sports

এক সপ্তাহে দ্বিতীয় আন্তর্জাতিক সোনা হিমা দাসের - kunto

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক সোনা জিতলেন হিমা দাস । গতরাতে পোল্যান্ডের কুনতোয় 23.97 সেকেন্ডে 200 মিটার দৌড়ে সোনা জেতেন তিনি ।

হিমা দাস
author img

By

Published : Jul 8, 2019, 4:13 PM IST

কুনতো (পোল্যান্ড) : পোল্যান্ডের কুনতোয় অনুষ্ঠিত অ্যাথলেটিক মিটের 200 মিটারে সোনা জিতলেন অসমের স্প্রিন্টার হিমা দাস । এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে দু'টি সোনা জিতলেন তিনি । গতরাতে 23.97 সেকেন্ডে 200 মিটার দৌড়ে সোনা জেতেন । অপর এক ভারতীয় ভি কে ভিসমায়া 24.06 সেকেন্ডে রেস শেষ করে দ্বিতীয় হন ।

পোল্যান্ডে ভারতের হয়ে পদক জিতেছেন মহম্মদ আনাসও । তিনি পুরুষদের 200 মিটারে তৃতীয় স্থানে শেষ করেন । 200 মিটার দৌড়াতে 21.30 সেকেন্ড সময় নেন তিনি। পুরুষদের 400 মিটারে ব্রোঞ্জ জিতেছেন ভারতের কে এস জীবন ।

গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার এক বছর ধরে পিঠের চোটের কারণে ভুগছিলেন । চোট সারিয়ে গত মঙ্গলবারই ট্র্যাকে ফেরেন হিমা । বছরের প্রথম প্রতিযোগিতামূলক রেসে অংশ নিয়েই জেতেন সোনা । পোল্যান্ডেরই পজ়ন্যানে 23.65 সেকেন্ডে 200 মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ঢিং এক্সপ্রেস ।

কুনতো (পোল্যান্ড) : পোল্যান্ডের কুনতোয় অনুষ্ঠিত অ্যাথলেটিক মিটের 200 মিটারে সোনা জিতলেন অসমের স্প্রিন্টার হিমা দাস । এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে দু'টি সোনা জিতলেন তিনি । গতরাতে 23.97 সেকেন্ডে 200 মিটার দৌড়ে সোনা জেতেন । অপর এক ভারতীয় ভি কে ভিসমায়া 24.06 সেকেন্ডে রেস শেষ করে দ্বিতীয় হন ।

পোল্যান্ডে ভারতের হয়ে পদক জিতেছেন মহম্মদ আনাসও । তিনি পুরুষদের 200 মিটারে তৃতীয় স্থানে শেষ করেন । 200 মিটার দৌড়াতে 21.30 সেকেন্ড সময় নেন তিনি। পুরুষদের 400 মিটারে ব্রোঞ্জ জিতেছেন ভারতের কে এস জীবন ।

গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার এক বছর ধরে পিঠের চোটের কারণে ভুগছিলেন । চোট সারিয়ে গত মঙ্গলবারই ট্র্যাকে ফেরেন হিমা । বছরের প্রথম প্রতিযোগিতামূলক রেসে অংশ নিয়েই জেতেন সোনা । পোল্যান্ডেরই পজ়ন্যানে 23.65 সেকেন্ডে 200 মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ঢিং এক্সপ্রেস ।

RESTRICTIONS: No stand alone digital use. Scheduled news bulletins only. Maximum use 90 seconds. Use within 24 hours. No archive.
SHOTLIST: Stark Arena, Belgrade, Serbia. 7th July 2019.
1. 00:00 Spain lift Women's Eurobasket trophy
2. 00:24 Spain sing 'we are the champions' by Queen
SOURCE: FIBA
DURATION: 00:44
STORYLINE:
Spain captain Laia Palau and her teammates lifted Spain's third Women's FIBA Eurobasket trophy in four years on Sunday, after beating France 86-66 in Belgrade, Serbia.  
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.