ETV Bharat / sports

এশিয়াডের রুপো উন্নীত হল সোনায়, স্বর্ণপদক কোরোনা যোদ্ধাদের উৎসর্গ হিমার

সম্প্রতি এশিয়ান গেমসে মিক্সড রিলে রেস ইভেন্টের রুপো উন্নীত হয়েছে সোনায় । এশিয়াডের সেই পদক কোরোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন দেশের তারকা স্প্রিন্টার হিমা দাস ।

এশিয়াডের রুপো উন্নীত হল সোনায়, স্বর্ণপদক কোরোনা যোদ্ধাদের উৎসর্গ হিমার
এশিয়াডের রুপো উন্নীত হল সোনায়, স্বর্ণপদক কোরোনা যোদ্ধাদের উৎসর্গ হিমার
author img

By

Published : Jul 25, 2020, 2:23 PM IST

গুয়াহাটি, 25 জুলাই : তাঁর রুপোর পদক উন্নীত হয়েছে সোনায় ৷ আর এই সোনা কোরোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন দেশের তারকা স্প্রিন্টার হিমা দাস ৷

ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন বাহরিনের কেমি আদেকোয়া । তাঁকে চার বছরের নির্বাসনে পাঠিয়েছে অ্যাথলিটস ইন্টিগ্রিটি ইউনিট । যে কারণে জাকার্তা এশিয়ান গেমসে ভারতের মিক্সড রিলে দলের রুপো উন্নীত হয়েছে সোনায় । চার সদস্যের সেই রিলে দলে ছিলেন হিমা দাসও । রুপোর পদক সোনায় উন্নীত হওয়ার খবরে উচ্ছ্বসিত হিমা ।

ঢিং এক্সপ্রেস নামে পরিচিত হিমা দাস ইনস্টাগ্রামে লেখেন, "2018 এশিয়ান গেমসের 4X400 মিক্সড রিলে ইভেন্টের আপগ্রেডেড সোনার পদক কোরোনা যোদ্ধাদের উৎসর্গ করলাম । এই কঠিন সময়ে আমাদের সুরক্ষার জন্য ডাক্তার, পুলিশ ও অন্যরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে । আমার তরফে সমস্ত কোরোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাই ।"

2018 সালে জাকার্তায় বাহরিনের মিক্সড রিলে টিম 3:11:89 মিনিটে দৌড় শেষ করে সোনা জিতে নেয় । সেখানে ভারতের মহম্মদ আনাস, এম আর পূভাম্মা, হিমা দাস এবং আরোকিয়া রাজীবরা দৌড় শেষ করেন 3:11:71 মিনিটে । যদিও দৌড় চলাকালীন বাহরিনের বিরুদ্ধে ভারতকে বাধা দেওয়ার প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করেছিল ভারত । অভিযোগ ছিল, বাহরিনের এক স্প্রিন্টার দৌড় চলাকালীন হিমা হাসকে আটকানোর চেষ্টা করেছে । যদিও সেই অভিযোগ নস্যাৎ করে ভারতকে রুপোজয়ী ঘোষণা করা হয় ।

গুয়াহাটি, 25 জুলাই : তাঁর রুপোর পদক উন্নীত হয়েছে সোনায় ৷ আর এই সোনা কোরোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন দেশের তারকা স্প্রিন্টার হিমা দাস ৷

ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন বাহরিনের কেমি আদেকোয়া । তাঁকে চার বছরের নির্বাসনে পাঠিয়েছে অ্যাথলিটস ইন্টিগ্রিটি ইউনিট । যে কারণে জাকার্তা এশিয়ান গেমসে ভারতের মিক্সড রিলে দলের রুপো উন্নীত হয়েছে সোনায় । চার সদস্যের সেই রিলে দলে ছিলেন হিমা দাসও । রুপোর পদক সোনায় উন্নীত হওয়ার খবরে উচ্ছ্বসিত হিমা ।

ঢিং এক্সপ্রেস নামে পরিচিত হিমা দাস ইনস্টাগ্রামে লেখেন, "2018 এশিয়ান গেমসের 4X400 মিক্সড রিলে ইভেন্টের আপগ্রেডেড সোনার পদক কোরোনা যোদ্ধাদের উৎসর্গ করলাম । এই কঠিন সময়ে আমাদের সুরক্ষার জন্য ডাক্তার, পুলিশ ও অন্যরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে । আমার তরফে সমস্ত কোরোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাই ।"

2018 সালে জাকার্তায় বাহরিনের মিক্সড রিলে টিম 3:11:89 মিনিটে দৌড় শেষ করে সোনা জিতে নেয় । সেখানে ভারতের মহম্মদ আনাস, এম আর পূভাম্মা, হিমা দাস এবং আরোকিয়া রাজীবরা দৌড় শেষ করেন 3:11:71 মিনিটে । যদিও দৌড় চলাকালীন বাহরিনের বিরুদ্ধে ভারতকে বাধা দেওয়ার প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করেছিল ভারত । অভিযোগ ছিল, বাহরিনের এক স্প্রিন্টার দৌড় চলাকালীন হিমা হাসকে আটকানোর চেষ্টা করেছে । যদিও সেই অভিযোগ নস্যাৎ করে ভারতকে রুপোজয়ী ঘোষণা করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.