ETV Bharat / sports

Liverpool vs Man United : সন্তানহারা রোনাল্ডোর পাশে অ্যানফিল্ড, কালো আর্মব্যান্ডে মাঠে নামলেন ব্রুনো-সালাহরা - সন্তানহারা রোনাল্ডোর পাশে অ্যানফিল্ড, কালো আর্মব্যান্ডে মাঠে নামলেন ব্রুনো-সালাহরা

সন্তানশোকে বিধ্বস্ত রোনাল্ডো মঙ্গলবার নর্থ-ওয়েস্ট ডার্বিতে খেলতে না-পারলেও পর্তুগিজ মহাতারকার জন্য ব্যাকুল হল অ্যানফিল্ডের গ্যালারি (Heartwarming gesture of football fans for Cristiano Ronaldo at Anfield) ৷

EPL 2021-22
সন্তানহারা রোনাল্ডোর পাশে অ্যানফিল্ড, কালো আর্মব্যান্ডে মাঠে নামলেন ব্রুনো-সালাহরা
author img

By

Published : Apr 20, 2022, 11:09 AM IST

লন্ডন, 20 এপ্রিল : যে কোনও খেলাই সুন্দর তার অনুরাগীদের জন্য ৷ তবে ফুটবলের গ্যালারিতে অনুরাগীদের উন্মাদনা বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে ৷ প্রয়োজনে ফুটবলের গ্যালারি কতটা মানবিক হতে পারে, তা সাম্প্রতিক সময়ে উপলব্ধি করেছে বিশ্ব ৷ মঙ্গলবার আবারও করল ৷ সন্তানহারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ব্যাকুল হল নর্থ-ওয়েস্ট ডার্বির গ্যালারি (Heartwarming gesture of football fans for Cristiano Ronaldo at Anfield) ৷

মঙ্গলবার লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ যদিও সন্তানশোকে বিধ্বস্ত রোনাল্ডো মাঠে নামার মত পরিস্থিতিতে ছিলেন না এদিন ৷ পার্টনার জর্জিনার পাশে থাকতে মঙ্গলবারের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ৷ তবে ম্যাচে না-থাকলেও গ্যালারিতে অনুরাগীদের মধ্যে রইলেন সিআর সেভেন ৷ রোনাল্ডোর নবজাতকের মৃত্যুর কারণে দু'দলই মাঠে নেমেছিল কালো আর্মব্যান্ড পরে ৷

EPL 2021-22
কালো আর্মব্যান্ডে মাঠে নামলেন ব্রুনো-সালাহরা

পাশাপাশি ম্যাচের সপ্তম মিনিটে দু'দলের সমর্থকদের মানবিক রূপ দেখল অ্যানফিল্ডের গ্যালারি ৷ কঠিন সময়ে রোনাল্ডোর পাশে থেকে লিভারপুলের অ্যান্থম 'ইউ উইল নেভার ওয়াক অ্যালন'-এ গলা মেলালেন দু'দলের হাজারো অনুরাগীরা ৷ তোমার দুঃখের শরিক আমরাও, রোনাল্ডোকে জানাল অ্যানফিল্ড ৷ সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাল ফুটবল বিশ্বও ৷

  • Thank goodness that there’s still enough room for humanity.
    Liverpool standing up for Ronaldo at the 7th minute to condole with him over the death of his child.
    Quite beautiful to watch#LIVMUN pic.twitter.com/gD7ZVyAzkm

    — mc_akinola (@mc_akinola) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা

যদিও ম্যাচে লাল ম্যাঞ্চেস্টারকে 4 গোলে চূর্ণ করে সিটিকে টপকে ফের শীর্ষে চলে গেল লিভারপুল (Liverpool beat Man Utd 4-0) ৷ দুই অর্ধে দু'টি গোল করলেন মোহামোদ সালাহ ৷ বাকি দু'টি গোল করেন লুইস ডায়াস এবং সাদিও মানে ৷

লন্ডন, 20 এপ্রিল : যে কোনও খেলাই সুন্দর তার অনুরাগীদের জন্য ৷ তবে ফুটবলের গ্যালারিতে অনুরাগীদের উন্মাদনা বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে ৷ প্রয়োজনে ফুটবলের গ্যালারি কতটা মানবিক হতে পারে, তা সাম্প্রতিক সময়ে উপলব্ধি করেছে বিশ্ব ৷ মঙ্গলবার আবারও করল ৷ সন্তানহারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ব্যাকুল হল নর্থ-ওয়েস্ট ডার্বির গ্যালারি (Heartwarming gesture of football fans for Cristiano Ronaldo at Anfield) ৷

মঙ্গলবার লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ যদিও সন্তানশোকে বিধ্বস্ত রোনাল্ডো মাঠে নামার মত পরিস্থিতিতে ছিলেন না এদিন ৷ পার্টনার জর্জিনার পাশে থাকতে মঙ্গলবারের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ৷ তবে ম্যাচে না-থাকলেও গ্যালারিতে অনুরাগীদের মধ্যে রইলেন সিআর সেভেন ৷ রোনাল্ডোর নবজাতকের মৃত্যুর কারণে দু'দলই মাঠে নেমেছিল কালো আর্মব্যান্ড পরে ৷

EPL 2021-22
কালো আর্মব্যান্ডে মাঠে নামলেন ব্রুনো-সালাহরা

পাশাপাশি ম্যাচের সপ্তম মিনিটে দু'দলের সমর্থকদের মানবিক রূপ দেখল অ্যানফিল্ডের গ্যালারি ৷ কঠিন সময়ে রোনাল্ডোর পাশে থেকে লিভারপুলের অ্যান্থম 'ইউ উইল নেভার ওয়াক অ্যালন'-এ গলা মেলালেন দু'দলের হাজারো অনুরাগীরা ৷ তোমার দুঃখের শরিক আমরাও, রোনাল্ডোকে জানাল অ্যানফিল্ড ৷ সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাল ফুটবল বিশ্বও ৷

  • Thank goodness that there’s still enough room for humanity.
    Liverpool standing up for Ronaldo at the 7th minute to condole with him over the death of his child.
    Quite beautiful to watch#LIVMUN pic.twitter.com/gD7ZVyAzkm

    — mc_akinola (@mc_akinola) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা

যদিও ম্যাচে লাল ম্যাঞ্চেস্টারকে 4 গোলে চূর্ণ করে সিটিকে টপকে ফের শীর্ষে চলে গেল লিভারপুল (Liverpool beat Man Utd 4-0) ৷ দুই অর্ধে দু'টি গোল করলেন মোহামোদ সালাহ ৷ বাকি দু'টি গোল করেন লুইস ডায়াস এবং সাদিও মানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.