ETV Bharat / sports

Mohun Bagan Day: দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

ক্লাব তাঁবু, প্রাঙ্গন আলোয় ঝলমল করছে । ইতিমধ্যেই ক্লাব তাঁবুর অন্দরসজ্জায় আধুনিক রূপ দেওয়া হয়েছে । জিম থেকে সাজঘর, সবখানেই রূপান্তরের ছবি । মাঠও নতুনভাবে গড়ে তোলা হচ্ছে । করোনার ফলে দু'বছর উদযাপন বন্ধ ছিল, ভাইরাসের প্রকোপ কমতেই ফের সেজে উঠেছে গঙ্গাপাড়ের ক্লাব (Green and Maroon brigade is all to celebrate Mohun Bagan Day) ৷

Green and Maroon
Green and Maroon
author img

By

Published : Jul 28, 2022, 8:36 PM IST

কলকাতা, 28 জুলাই: আর মাত্র একদিনের অপেক্ষা, দু'বছর পরে নিজস্ব মেজাজে ফিরছে জাতীয় ক্লাব ৷ 1911 সালে ইস্ট ইয়র্কশায়ারকে খালি পায় 'বধ' করেছিল 11 জন দামাল যুবক, প্রথমবার ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ৷ তারপর থেকেই দিনটি স্মরণীয় করে রাখতে 29 জুলাই পালিত হচ্ছে মোহনবাগান দিবস ৷ করোনার ফলে দু'বছর উদযাপন বন্ধ ছিল, ভাইরাসের প্রকোপ কমতেই ফের সেজে উঠেছে গঙ্গাপাড়ের ক্লাব (Green and Maroon brigade is all to celebrate Mohun Bagan Day) ৷

Green and Maroon
আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

আয়োজনে কোনও ত্রুটি রাখতে রাজি নন সবুজ-মেরুন কর্তারা । গত দু'বছরে মাঝের সময়ে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে । ক্লাব প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল হয়েছে । বিভিন্ন সমীকরণও বদলেছে । এই প্রেক্ষাপটে চলতি বছরের মোহনবাগান দিবসের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ । দুপুর দেড়টায় গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা । দুপুর দু'টোয় পতাকা উত্তোলন । আড়াইটের সময় প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ । শিবদাস ভাদুড়ি এবং বিজয়দাস ভাদুড়ির নামাঙ্কিত দলের হয়ে খেলার জন্য ইতিমধ্যে প্রাক্তন ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয়েছে । ক্লাব জানিয়েছে, দেড়শো জন প্রাক্তনের কাছে চিঠি পৌঁছে গিয়েছে ।

Green and Maroon
দু'বছর পর সেজে উঠছে ক্লাব তাঁবু

চলতি বছরে 'মোহনবাগান রত্ন' সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা । সেরা অ্যাথলিট অ্যাওয়ার্ড 'প্রনব ব্যানার্জি স্মৃতি পুরস্কার' উঠছে বাপি সেনের হাতে । 'সুভাষ ভৌমিক স্মৃতি পুরস্কার' পাচ্ছেন তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি ৷ বর্ষসেরা ফুটবলারের 'শিবদাস ভাদুড়ি পুরস্কার' উঠবে লিস্টন কোলাসোর হাতে । সেরা ক্রীড়া সাংবাদিক 'মতি নন্দী অ্যাওয়ার্ড' পাচ্ছেন অশোক দাশগুপ্ত । সেরা স্পোর্টস অফিসিয়াল 'অঞ্জন মিত্র পুরস্কার' পাচ্ছেন গোকুলম কেরলের কর্তা ভিসি প্রবীণ ।

সেজে উঠেছে গঙ্গাপাড়ের ক্লাব

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, আজ শহরে বিনো জর্জ

সেরা ক্রিকেট খেলোয়াড় 'অরুণ লাল অ্যাওয়ার্ড' পাবেন পৃনান দত্ত । 'লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার' পাচ্ছেন প্রাক্তন গোলরক্ষক বলাই দে । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । এছাড়াও পৌষালি বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবিন্দু ব্যান্ডের গান থাকছে বাড়তি মনোরঞ্জনের জন্য । ইতিমধ্যে ক্লাব তাঁবু আলোয় আলোকিত । প্রধান প্রবেশদ্বার আলোক সজ্জায় সাজানো হয়েছে । ক্লাব তাঁবু, প্রাঙ্গন আলোয় ঝলমল করছে । ইতিমধ্যেই ক্লাব তাঁবুর অন্দরসজ্জায় আধুনিক রূপ দেওয়া হয়েছে । জিম থেকে সাজঘর, সবখানেই রূপান্তরের ছবি । মাঠও নতুনভাবে গড়ে তোলা হচ্ছে । ফলে পরিকাঠামোর দিক থেকেও মোহনবাগান নতুনরূপে ধরা দিতে চলেছে ।

কলকাতা, 28 জুলাই: আর মাত্র একদিনের অপেক্ষা, দু'বছর পরে নিজস্ব মেজাজে ফিরছে জাতীয় ক্লাব ৷ 1911 সালে ইস্ট ইয়র্কশায়ারকে খালি পায় 'বধ' করেছিল 11 জন দামাল যুবক, প্রথমবার ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ৷ তারপর থেকেই দিনটি স্মরণীয় করে রাখতে 29 জুলাই পালিত হচ্ছে মোহনবাগান দিবস ৷ করোনার ফলে দু'বছর উদযাপন বন্ধ ছিল, ভাইরাসের প্রকোপ কমতেই ফের সেজে উঠেছে গঙ্গাপাড়ের ক্লাব (Green and Maroon brigade is all to celebrate Mohun Bagan Day) ৷

Green and Maroon
আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

আয়োজনে কোনও ত্রুটি রাখতে রাজি নন সবুজ-মেরুন কর্তারা । গত দু'বছরে মাঝের সময়ে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে । ক্লাব প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল হয়েছে । বিভিন্ন সমীকরণও বদলেছে । এই প্রেক্ষাপটে চলতি বছরের মোহনবাগান দিবসের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ । দুপুর দেড়টায় গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা । দুপুর দু'টোয় পতাকা উত্তোলন । আড়াইটের সময় প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ । শিবদাস ভাদুড়ি এবং বিজয়দাস ভাদুড়ির নামাঙ্কিত দলের হয়ে খেলার জন্য ইতিমধ্যে প্রাক্তন ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয়েছে । ক্লাব জানিয়েছে, দেড়শো জন প্রাক্তনের কাছে চিঠি পৌঁছে গিয়েছে ।

Green and Maroon
দু'বছর পর সেজে উঠছে ক্লাব তাঁবু

চলতি বছরে 'মোহনবাগান রত্ন' সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা । সেরা অ্যাথলিট অ্যাওয়ার্ড 'প্রনব ব্যানার্জি স্মৃতি পুরস্কার' উঠছে বাপি সেনের হাতে । 'সুভাষ ভৌমিক স্মৃতি পুরস্কার' পাচ্ছেন তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি ৷ বর্ষসেরা ফুটবলারের 'শিবদাস ভাদুড়ি পুরস্কার' উঠবে লিস্টন কোলাসোর হাতে । সেরা ক্রীড়া সাংবাদিক 'মতি নন্দী অ্যাওয়ার্ড' পাচ্ছেন অশোক দাশগুপ্ত । সেরা স্পোর্টস অফিসিয়াল 'অঞ্জন মিত্র পুরস্কার' পাচ্ছেন গোকুলম কেরলের কর্তা ভিসি প্রবীণ ।

সেজে উঠেছে গঙ্গাপাড়ের ক্লাব

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, আজ শহরে বিনো জর্জ

সেরা ক্রিকেট খেলোয়াড় 'অরুণ লাল অ্যাওয়ার্ড' পাবেন পৃনান দত্ত । 'লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার' পাচ্ছেন প্রাক্তন গোলরক্ষক বলাই দে । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । এছাড়াও পৌষালি বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবিন্দু ব্যান্ডের গান থাকছে বাড়তি মনোরঞ্জনের জন্য । ইতিমধ্যে ক্লাব তাঁবু আলোয় আলোকিত । প্রধান প্রবেশদ্বার আলোক সজ্জায় সাজানো হয়েছে । ক্লাব তাঁবু, প্রাঙ্গন আলোয় ঝলমল করছে । ইতিমধ্যেই ক্লাব তাঁবুর অন্দরসজ্জায় আধুনিক রূপ দেওয়া হয়েছে । জিম থেকে সাজঘর, সবখানেই রূপান্তরের ছবি । মাঠও নতুনভাবে গড়ে তোলা হচ্ছে । ফলে পরিকাঠামোর দিক থেকেও মোহনবাগান নতুনরূপে ধরা দিতে চলেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.