ETV Bharat / sports

রাস্তায় সামারসল্ট : কলকাতার দুই খুদেকে প্রশিক্ষণ দেবে SAI - রাস্তায় সামারসল্ট : কলকাতার দুই খুদেকে প্রশিক্ষণ দেবে SAI

11 বছরের জাশিকা খান ও 12 বছরের মহম্মদ আজ়াজ়ুদ্দিনের ভাইরাল হওয়া একটি ভিডিয়োর দৌলতেই তারা 5টি অলিম্পিক সোনা জয়ী নাদিয়ার নজর কাড়ে । গতকাল কলকাতার SAI সেন্টারে জাশিকা ও আজ়াজ়ুদ্দিন গেছিল । এরপর SAI-এর তরফে জানানো হয় খুব শীঘ্রই ওই দুইজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ।

রাস্তায় সামারসল্ট : কলকাতার দুই খুদেকে প্রশিক্ষণ দেবে SAI
author img

By

Published : Sep 5, 2019, 4:22 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : কয়েকদিন আগে জিমন্যাস্টিকে 5টি অলিম্পিক সোনা জয়ী নাদিয়া কমানেচি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কলকাতার দুই খুদেকে । 11 বছরের জাশিকা খান ও 12 বছরের মহম্মদ আজ়াজ়ুদ্দিনের ভাইরাল হওয়া একটি ভিডিয়োর দৌলতেই তারা নাদিয়ার নজর কাড়ে । সেই ভিডিয়োয় দুই খুদেকে দেখা যায় অবলীলায় রাস্তাতেই স্কুল ইউনিফর্ম পরে সমারস‌ল্ট, কার্টহুইল ও সাইড ফ্লিপ করতে । এবার এই দুই খুদে জিমন্যাস্টের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার । এই বিষয়ে পদক্ষেপ নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া । গতকাল কলকাতার SAI সেন্টারে জাশিকা ও আজ়াজ়ুদ্দিন গেছিল । এরপর SAI-এর তরফে জানানো হয় খুব শীঘ্রই ওই দুইজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ।

জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় । দুজনেরই বাড়ি কলকাতার একটি বস্তিতে । জাশিকার মা রেশমি দরজির দোকান চালান । বাবা তাজ় খান ড্রাইভার । রোজগার মাসে মাত্র 14 হাজার টাকা । তাই দিয়েই 5 জনের পরিবারের দিন গুজরান । আজ়াজ়ুদ্দিনের বাবা-মা চা পাতার গুদামে দিনমজুরি করে । রোজগার সব মিলিয়ে জাশিকার পরিবারের মতোই । তাদের পরিবারে সদস্য সংখ্যা 6 ।

এহেন জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের সামারসল্টে মুগ্ধ হয়ে তাদের ভিডিয়োটি রিটুইট করেছিলেন 1976 ও 1980 অলিম্পিকসে পাঁচটি সোনা জেতা নাদিয়া । জিমন্যাস্টিকে প্রথম পার্ফেক্ট টেন স্কোর করা রোমানিয়ান এই জিমন্যাস্টের টুইটটি পরে রিটুইট করেন কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী কিরেন রিজিজু । জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশও করেন মন্ত্রী ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : কয়েকদিন আগে জিমন্যাস্টিকে 5টি অলিম্পিক সোনা জয়ী নাদিয়া কমানেচি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কলকাতার দুই খুদেকে । 11 বছরের জাশিকা খান ও 12 বছরের মহম্মদ আজ়াজ়ুদ্দিনের ভাইরাল হওয়া একটি ভিডিয়োর দৌলতেই তারা নাদিয়ার নজর কাড়ে । সেই ভিডিয়োয় দুই খুদেকে দেখা যায় অবলীলায় রাস্তাতেই স্কুল ইউনিফর্ম পরে সমারস‌ল্ট, কার্টহুইল ও সাইড ফ্লিপ করতে । এবার এই দুই খুদে জিমন্যাস্টের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার । এই বিষয়ে পদক্ষেপ নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া । গতকাল কলকাতার SAI সেন্টারে জাশিকা ও আজ়াজ়ুদ্দিন গেছিল । এরপর SAI-এর তরফে জানানো হয় খুব শীঘ্রই ওই দুইজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ।

জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় । দুজনেরই বাড়ি কলকাতার একটি বস্তিতে । জাশিকার মা রেশমি দরজির দোকান চালান । বাবা তাজ় খান ড্রাইভার । রোজগার মাসে মাত্র 14 হাজার টাকা । তাই দিয়েই 5 জনের পরিবারের দিন গুজরান । আজ়াজ়ুদ্দিনের বাবা-মা চা পাতার গুদামে দিনমজুরি করে । রোজগার সব মিলিয়ে জাশিকার পরিবারের মতোই । তাদের পরিবারে সদস্য সংখ্যা 6 ।

এহেন জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের সামারসল্টে মুগ্ধ হয়ে তাদের ভিডিয়োটি রিটুইট করেছিলেন 1976 ও 1980 অলিম্পিকসে পাঁচটি সোনা জেতা নাদিয়া । জিমন্যাস্টিকে প্রথম পার্ফেক্ট টেন স্কোর করা রোমানিয়ান এই জিমন্যাস্টের টুইটটি পরে রিটুইট করেন কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী কিরেন রিজিজু । জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশও করেন মন্ত্রী ।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast channels only. Available worldwide excluding USA, its territories and possessions, and Bermuda. No access to footage of a match in Japan until the end of  the applicable match. In respect of the United Kingdom of Great Britain and Northern Ireland, Ireland, Channel Islands, Isle of Man, and Gibraltar, News Access Use shall solely be within the period of time immediately following conclusion of the last match of day, ending 24 hours thereafter. Excerpts of up to two (2) total minutes of Match footage per day and two (2) total minutes of Activities (this includes reaction) footage per day for a total of four (4) minutes per day of audio and/or video footage. Match footage excerpts may be televised within twenty-four (24) hours: (i) after 23:00GMT (for matches completed prior to 23:00GMT); (ii) after 03:00GMT (for matches completed between 23:00GMT and 03:00GMT the following day). No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
BROADCAST: Scheduled news bulletins only. No use in magazine shows. Broadcasters must include an on-air "Courtesy USTA and (applicable US Open broadcast partner) " graphic.
DIGITAL: No standalone digital clips allowed.
SHOTLIST: USTA Billie Jean King National Tennis Center, New York City, New York, USA.
1. 00:00 SOUNDBITE (English): Rafael Nada, world number 2:
(Q: I would like to ask you in English and if you can answer to me later in Spanish, because I am working for all the Italians who are not here. I would like to know what you expect from Berrettini. Tonight you lost four times the serve. Berrettini and Schwartzman, different kind of players, but you saw him, first of all, playing today? Did you see him play a little bit today against Monfils? What was your impression? How were you impressed? If you answer me about that, also in Spanish later, it would be nice.)
"If you give me the chance to answer, it will be fantastic (smiling). Looks like you are asking and answering (smiling). He's in semifinals. (He gets interrupted by a phone call) Kike Cano is having something very important (to say)... "
SOURCE: SNTV/USTA/IMG Media
DURATION: 01:08
STORYLINE:
Rafael Nadal attended the media at the press conference after defeating Diego Schwartzman in straight sets despite finishing his game at 12:35am local time.
Despite the late finish, an Italian journalist asked a never-ending question to the Spaniard, who replied to the journalist with humor.
"If you give me the chance to answer, it will be fantastic (smiling). Looks like you are asking and answering (smiling)" said Nadal, who also was interrupted by a phone call to his mobile.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.