কলকাতা, 5 সেপ্টেম্বর : কয়েকদিন আগে জিমন্যাস্টিকে 5টি অলিম্পিক সোনা জয়ী নাদিয়া কমানেচি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কলকাতার দুই খুদেকে । 11 বছরের জাশিকা খান ও 12 বছরের মহম্মদ আজ়াজ়ুদ্দিনের ভাইরাল হওয়া একটি ভিডিয়োর দৌলতেই তারা নাদিয়ার নজর কাড়ে । সেই ভিডিয়োয় দুই খুদেকে দেখা যায় অবলীলায় রাস্তাতেই স্কুল ইউনিফর্ম পরে সমারসল্ট, কার্টহুইল ও সাইড ফ্লিপ করতে । এবার এই দুই খুদে জিমন্যাস্টের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার । এই বিষয়ে পদক্ষেপ নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া । গতকাল কলকাতার SAI সেন্টারে জাশিকা ও আজ়াজ়ুদ্দিন গেছিল । এরপর SAI-এর তরফে জানানো হয় খুব শীঘ্রই ওই দুইজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ।
জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় । দুজনেরই বাড়ি কলকাতার একটি বস্তিতে । জাশিকার মা রেশমি দরজির দোকান চালান । বাবা তাজ় খান ড্রাইভার । রোজগার মাসে মাত্র 14 হাজার টাকা । তাই দিয়েই 5 জনের পরিবারের দিন গুজরান । আজ়াজ়ুদ্দিনের বাবা-মা চা পাতার গুদামে দিনমজুরি করে । রোজগার সব মিলিয়ে জাশিকার পরিবারের মতোই । তাদের পরিবারে সদস্য সংখ্যা 6 ।
এহেন জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের সামারসল্টে মুগ্ধ হয়ে তাদের ভিডিয়োটি রিটুইট করেছিলেন 1976 ও 1980 অলিম্পিকসে পাঁচটি সোনা জেতা নাদিয়া । জিমন্যাস্টিকে প্রথম পার্ফেক্ট টেন স্কোর করা রোমানিয়ান এই জিমন্যাস্টের টুইটটি পরে রিটুইট করেন কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী কিরেন রিজিজু । জাশিকা ও আজ়াজ়ুদ্দিনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশও করেন মন্ত্রী ।