চেন্নাই, 31 ডিসেম্বর: দেশের 67তম গ্র্যান্ড মাস্টার হল গোয়ার লিও মেন্ডোনকা। সম্প্রতি ইট্যালিতে একটি প্রতিযোগিতায় খেলার পর সে গ্র্যান্ড মাস্টার হয়েছে। লিও-র বয়স মাত্র 14 বছর। সে গোয়ার দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার। 14 বছর 9 মাস 17 দিনে সে এই কৃতিত্ব অর্জন করল।
লিও প্রথম জিএম নর্ম খেতাব জেতে চলতি বছরের অক্টোবরে। রিগো দাবার রাউন্ড রবিন লিগে এই কৃতিত্ব সে অর্জন করে। আর দ্বিতীয়টা আসে নভেম্বরে। সেই প্রতিযোগিতা হয়েছিল বুদাপেস্টে। এর পর ফাইনাল রাউন্ড হল ইট্যালিতে। সেখানকার ভেরগানি কাপ খেলে গ্র্যান্ড মাস্টার হল লিও।
-
At 14 yrs, 9 months, 17 days, Leon Mendonca is now India's 67th GM. Only Goa's 2nd GM. When world shut down in March, Leon & his father were stranded in Europe. Away for 10 mnths now, they turned adversity into advantage. Leon won his final norm at Vergani Cup, Italy. @ESPNIndia
— Susan Ninan (@ninansusan) December 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At 14 yrs, 9 months, 17 days, Leon Mendonca is now India's 67th GM. Only Goa's 2nd GM. When world shut down in March, Leon & his father were stranded in Europe. Away for 10 mnths now, they turned adversity into advantage. Leon won his final norm at Vergani Cup, Italy. @ESPNIndia
— Susan Ninan (@ninansusan) December 31, 2020At 14 yrs, 9 months, 17 days, Leon Mendonca is now India's 67th GM. Only Goa's 2nd GM. When world shut down in March, Leon & his father were stranded in Europe. Away for 10 mnths now, they turned adversity into advantage. Leon won his final norm at Vergani Cup, Italy. @ESPNIndia
— Susan Ninan (@ninansusan) December 31, 2020
তবে এর জন্য কোরোনাকে ধন্যবাদ জানাতেই পারে এই কিশোর। কারণ লকডাউনের সময় সে তার বাবার সঙ্গে ইউরোপে আটকে পড়েছিল। তাই এই সময়কে কাজে লাগিয়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত 9 মাসে সে 16টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে । ফলে তার ইএলও রেটিং 2452 থেকে বেড়ে 2544 হয়েছে। এই কৃতিত্ব অর্জন করার পর স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত লিও। সে তার সমর্থকদের ধন্যবাদও দিয়েছে। 2019 সালে চেন্নাইয়ে আয়োজিত একটি দাবা প্রশিক্ষণ শিবিরে লিও অংশ নিয়েছিল । সেখানে দাবায় প্রাক্তন বিশ্বসেরা ভ্লাদিমির ক্রামনিক ও বরিস গেলফ্যান্ড প্রশিক্ষণ দিয়েছিলেন।
আরও পড়ুন: জয় দিয়েই বছর শেষ করল এফসি গোয়া
তবে এই বছর ভারত আরও একজন গ্র্যান্ডমাস্টার পেয়েছে । তিনি হলেন চেন্নাইয়ের জি আকাশ । তিনি চলতি বছরের জুলাই মাসে গ্র্যান্ড মাস্টার হন। তিনি ভারতের 66তম গ্র্যান্ড মাস্টার।