ভুবনেশ্বর, 29 জানুয়ারি: কাতারের দুঃখ মিটল ওড়িশায়। ফুটবলের ব্যর্থতা জার্মানি মিটিয়ে নিল হকিতে। জার্মানদের দাপটের সামনে বিশ্বকাপ ধরে রাখতে পারল না বেলজিয়াম। প্রত্যাঘাতের রাস্তায় হেঁটে 2023 হকির বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পেল জার্মানি। 17 বছর পর হকিতে বিশ্বসেরা হল জার্মানরা। 2002, 2006-র পর 2023, এই নিয়ে তিনবার হকিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইউরোপের দেশ। বিশ্ব হকি ব়্যাংকিংয়ে বেলজিয়ানরা ছিল দু'নম্বরে আর জার্মানরা তিনে। কলিঙ্গ স্টেডিয়ামে এদিন দারুণ উপভোগ্য হল দুই বনাম তিনের ফাইনাল (Hockey World Cup 2023 Final Match) ৷
কাতারে ফুটবল বিশ্বকাপের গ্ৰুপ পর্বে বিদায় নিলেও রবিবার ভুবনেশ্বরে সাডেন ডেথে বিশ্বকাপ জিতে নিল জার্মানরা। প্রথমে পিছিয়ে পড়েও ম্যাচ বের করে নিয়ে যায় তারা। এদিন ফাইনালে প্রথমেই এগিয়ে যায় বেলজিয়াম। 9 মিনিটের মাথায় ভ্যান আউবেল ফ্লোরেন্টের অসাধারণ গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটেই আবার আক্রমণ হানে বেলজিয়াম। আবার গোল! এবার বেলজিয়ামের হয়ে গোল করেন টানগাই কসিন্স। দু'গোলে পিছিয়ে পড়েও জার্মানি হাল ছাড়েনি। বরং প্রত্যাঘাতে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় তারা।
প্রথমার্ধের শেষ দিকে অর্থাৎ 28 মিনিটে পেনাল্টি কর্নার থেকে জার্মানির হয়ে প্রথম গোল ওয়েলেন নিকলাসের। প্রথমার্ধের খেলা শেষে বেলজিয়াম এগিয়ে থাকে 2-1 গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে তৃতীয় কোয়ার্টারে 40 মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে পেইল্লাট গঞ্জালোর গোলে 2-2 করে জার্মানি। চতুর্থ কোয়ার্টারে 47 মিনিটের মাথায় মাটস গ্রাবুসের গোলে 3-2 এগিয়ে যায় জার্মানি। খেলা শেষের ঠিক 2 মিনিট আগে পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম।
-
They did it!
— International Hockey Federation (@FIH_Hockey) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The COMEBACK KINGS of #HWC2023 are crowned WORLD CHAMPIONS 💪
Insane scenes after the win #HockeyInvites #HockeyEquals #Germany #WorldCup @DHB_hockey pic.twitter.com/TSD1RGPkKo
">They did it!
— International Hockey Federation (@FIH_Hockey) January 29, 2023
The COMEBACK KINGS of #HWC2023 are crowned WORLD CHAMPIONS 💪
Insane scenes after the win #HockeyInvites #HockeyEquals #Germany #WorldCup @DHB_hockey pic.twitter.com/TSD1RGPkKoThey did it!
— International Hockey Federation (@FIH_Hockey) January 29, 2023
The COMEBACK KINGS of #HWC2023 are crowned WORLD CHAMPIONS 💪
Insane scenes after the win #HockeyInvites #HockeyEquals #Germany #WorldCup @DHB_hockey pic.twitter.com/TSD1RGPkKo
আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের ক্ষমতা আছে, জানালেন গুরবক্স সিং
সুযোগ কাজে লাগিয়ে এবার বুন টম সমতা ফেরান বেলজিয়ামের হয়ে। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় 3-3 গোলে। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানেও 3-3 হলে ম্যাচ যায় সাডেন ডেথে। সেখানে 2-1 গোলে জার্মানি ম্যাচ পকেটে পুরে নেয় অলিম্পিকে চারবারের সোনাজয়ী দল। অন্যদিকে অস্ট্রেলিয়াকে 3-1 গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করল নেদারল্যান্ডস।