ETV Bharat / sports

Md Habib Demise: জীবনের ময়দান থেকে অবসরে হাবিব, প্রয়াত ভারতীয় ফুটবলের 'বড়ে মিঞা' - মহম্মদ হাবিব

সত্তরের দশকে ময়দানে 'ফুটবল' এবং 'হাবিব' দুই হয়ে উঠেছিল সমার্থক ৷ স্মৃতিভ্রষ্ট হয়ে সমস্তই চলে গিয়েছিল অন্তরালে ৷ শেষ কয়েকবছর ছিলেন রোগশয্যায় ৷ মঙ্গলবার হায়দরাবাদে 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 15, 2023, 6:58 PM IST

Updated : Aug 15, 2023, 9:05 PM IST

হায়দরাবাদ, 15 অগস্ট: ফুটবল জীবনের প্রত্যেক মরশুমেই ধারাবাহিকভাবে বিপক্ষকে নাচিয়েছেন বড়ে মিঞা ৷ মহম্মদ হাবিব মাঠে থাকলেই তটস্থ থাকতেন বিপক্ষের ডিফেন্ডাররা । বহুদিন আগেই ছেড়েছিলেন কলকাতা ময়দান, পার্কিনসনের দৌলতে স্মৃতিও ঝাপসা হয়ে উঠেছিল ৷ এবার জীবনের ময়দানও ছাড়লেন বড়ে মিঞা ৷ হায়দরাবাদে 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার ৷

কয়েকবছর আগেই স্মৃতি হারিয়েছিলেন বড়ে মিঞা । কলকাতায় খেলা সোনালি দিনের কথা ভুলে শয্যাশায়ী ভারতের প্রবাদপ্রতীম খেলোয়াড় । ফলে ফুটবল নয়, আমেরিকা নিবাসী আকবরের দেশে থাকলে একটাই লক্ষ্য ছিল, দাদাকে সুস্থ করে তোলা । এআইএফএফ-সহ আরও সংস্থার আশ্বাস এসেছিল হাবিবের চিকিৎসার বিষয়ে । যদিও দাদার প্রয়াণের সময় পাশে থাকা হয়নি ৷ সুদূর আমেরিকা থেকে জানালেন, হাবিব নেই ৷

আরও পড়ুন: পেলের পায়ের ইনস্যুরেন্স, কাদা মাঠে নামা যাবে না ! ভেস্তেই যাচ্ছিল মোহনবাগান-কসমস ম্যাচ

এক নজরে মহম্মদ হাবিব:

  • 17 জুলাই হায়দরাবাদে জন্ম ।
  • প্রথম ক্লাব, সিটি বয়েজ ওল্ড ক্লাব । তারপর হায়দরাবাদ টেলিফোনসে যোগ দেন ।
  • 1966 সালে মহম্মদ হাবিবকে কলকাতায় নিয়ে আসেন ইস্টবেঙ্গলের প্রবাদপ্রতীম কর্তা জ্যোতিষ গুহ ।
  • 1968 সালে মোহনবাগানে যোগ দেন ।
  • 1970 সাল থেকে 1974 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছেন ।
  • 1975 সালে যোগ দেন মহমেডান স্পোর্টিং ক্লাবে ।
Md Habib
মাঠ মাতাচ্ছেন তিন ভাই
  • 1976 থেকে 1978 সাল পর্যন্ত ফের মোহনবাগানে ।
  • 1977 সালে ফুটবল সম্রাটের কসমস ক্লাবের বিরুদ্ধ দুরন্ত পারফরম্যান্স ।
  • 1979 সালে ফের মহমেডান স্পোর্টিংয়ে যোগ দেন।
  • 1980-81 অবধি খেলেন ইস্টবেঙ্গলে ।
  • 1982-84 সাল পর্যন্ত মোহনবাগানে খেলে অবসর নেন ।

আরও পড়ুন: 'বড়ে মিঞা'কে দেখেই 'ছোটে মিঞা' হয়ে ওঠার গল্প শোনালেন আকবর

  • 1965 থেকে 1975 সাল পর্যন্ত ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ।
  • 1970 সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে ব্রোঞ্জ জিতেছেন ।
  • 1970 সালের মারডেকা কাপে তৃতীয় হয়েছিল ভারতীয় দল । সেই দলেও ছিলেন হাবিব ।
  • 1966 সালে অন্ধ্রপ্রদেশের হয়ে সন্তোষ ট্রফি জেতেন ৷
  • 1969 সালে বাংলার হয়ে প্রথমবার সন্তোষ ট্রফি জয়।

মহমেডান স্পোর্টিংয়ের কোচের দায়িত্ব পালন করেছেন 1992, 2000-03, 2005 সালে । মুম্বই এফসি’র কোচের দায়িত্ব পালন করেছেন 2007-08 সালে । টাটা ফুটবল অ্যাকাডেমি’র কোচের দায়িত্বও পালন করেছেন ৷ 1982 সালে পেয়েছেন অর্জুন পুরস্কার, 2012 শান ই আকবর দেয় মহমেডান স্পোর্টিং, 2015 সালে ভারত গৌরব দেয় ইস্টবেঙ্গল, 2018 সালে তাঁকে বঙ্গবিভূষণ দেয় পশ্চিমবঙ্গ সরকার ৷

* তথ্য পরিসংখ্যান সহায়তায় পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী

হায়দরাবাদ, 15 অগস্ট: ফুটবল জীবনের প্রত্যেক মরশুমেই ধারাবাহিকভাবে বিপক্ষকে নাচিয়েছেন বড়ে মিঞা ৷ মহম্মদ হাবিব মাঠে থাকলেই তটস্থ থাকতেন বিপক্ষের ডিফেন্ডাররা । বহুদিন আগেই ছেড়েছিলেন কলকাতা ময়দান, পার্কিনসনের দৌলতে স্মৃতিও ঝাপসা হয়ে উঠেছিল ৷ এবার জীবনের ময়দানও ছাড়লেন বড়ে মিঞা ৷ হায়দরাবাদে 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার ৷

কয়েকবছর আগেই স্মৃতি হারিয়েছিলেন বড়ে মিঞা । কলকাতায় খেলা সোনালি দিনের কথা ভুলে শয্যাশায়ী ভারতের প্রবাদপ্রতীম খেলোয়াড় । ফলে ফুটবল নয়, আমেরিকা নিবাসী আকবরের দেশে থাকলে একটাই লক্ষ্য ছিল, দাদাকে সুস্থ করে তোলা । এআইএফএফ-সহ আরও সংস্থার আশ্বাস এসেছিল হাবিবের চিকিৎসার বিষয়ে । যদিও দাদার প্রয়াণের সময় পাশে থাকা হয়নি ৷ সুদূর আমেরিকা থেকে জানালেন, হাবিব নেই ৷

আরও পড়ুন: পেলের পায়ের ইনস্যুরেন্স, কাদা মাঠে নামা যাবে না ! ভেস্তেই যাচ্ছিল মোহনবাগান-কসমস ম্যাচ

এক নজরে মহম্মদ হাবিব:

  • 17 জুলাই হায়দরাবাদে জন্ম ।
  • প্রথম ক্লাব, সিটি বয়েজ ওল্ড ক্লাব । তারপর হায়দরাবাদ টেলিফোনসে যোগ দেন ।
  • 1966 সালে মহম্মদ হাবিবকে কলকাতায় নিয়ে আসেন ইস্টবেঙ্গলের প্রবাদপ্রতীম কর্তা জ্যোতিষ গুহ ।
  • 1968 সালে মোহনবাগানে যোগ দেন ।
  • 1970 সাল থেকে 1974 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছেন ।
  • 1975 সালে যোগ দেন মহমেডান স্পোর্টিং ক্লাবে ।
Md Habib
মাঠ মাতাচ্ছেন তিন ভাই
  • 1976 থেকে 1978 সাল পর্যন্ত ফের মোহনবাগানে ।
  • 1977 সালে ফুটবল সম্রাটের কসমস ক্লাবের বিরুদ্ধ দুরন্ত পারফরম্যান্স ।
  • 1979 সালে ফের মহমেডান স্পোর্টিংয়ে যোগ দেন।
  • 1980-81 অবধি খেলেন ইস্টবেঙ্গলে ।
  • 1982-84 সাল পর্যন্ত মোহনবাগানে খেলে অবসর নেন ।

আরও পড়ুন: 'বড়ে মিঞা'কে দেখেই 'ছোটে মিঞা' হয়ে ওঠার গল্প শোনালেন আকবর

  • 1965 থেকে 1975 সাল পর্যন্ত ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ।
  • 1970 সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে ব্রোঞ্জ জিতেছেন ।
  • 1970 সালের মারডেকা কাপে তৃতীয় হয়েছিল ভারতীয় দল । সেই দলেও ছিলেন হাবিব ।
  • 1966 সালে অন্ধ্রপ্রদেশের হয়ে সন্তোষ ট্রফি জেতেন ৷
  • 1969 সালে বাংলার হয়ে প্রথমবার সন্তোষ ট্রফি জয়।

মহমেডান স্পোর্টিংয়ের কোচের দায়িত্ব পালন করেছেন 1992, 2000-03, 2005 সালে । মুম্বই এফসি’র কোচের দায়িত্ব পালন করেছেন 2007-08 সালে । টাটা ফুটবল অ্যাকাডেমি’র কোচের দায়িত্বও পালন করেছেন ৷ 1982 সালে পেয়েছেন অর্জুন পুরস্কার, 2012 শান ই আকবর দেয় মহমেডান স্পোর্টিং, 2015 সালে ভারত গৌরব দেয় ইস্টবেঙ্গল, 2018 সালে তাঁকে বঙ্গবিভূষণ দেয় পশ্চিমবঙ্গ সরকার ৷

* তথ্য পরিসংখ্যান সহায়তায় পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী

Last Updated : Aug 15, 2023, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.