মিউনিখ, 8 জানুয়ারি: মারিও জাগালোর প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবল বিশ্ব ৷ এরইমধ্যে সোমবার সন্ধেয় চিরঘুমের দেশে পাড়ি দিলেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৷ ফুটবল সার্কিটে যিনি পরিচিত ছিলেন 'কাইজার' নামে ৷
একইসঙ্গে ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বজয়ের নজির বিরল ৷ যে তিন জন কিংবদন্তি এই কৃতিত্ব অর্জন করেছেন, বেকেনবাওয়ার তাঁদের একজন ৷ মৃত্যুকালে জার্মান এবং একইসঙ্গে বায়ার্ন মিউনিখ কিংবদন্তির বয়স হয়েছিল 78 বছর ৷ 1974 সালে ফুটবলার হিসেবে বিশ্বজয়ের 16 বছর বাদে ম্যানেজার হিসেবে জার্মানিকে বিশ্বসেরা করেছিলেন এই ফুটবল আইকন ৷
কিংবদন্তির পরিবারের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন বেকেনবাওয়ার ৷ নিয়ম মেনে বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যা থাকলেও মৃত্যুর সময় বিশেষ কষ্ট পেতে হয়নি জাতীয় দলের জার্সিতে 104 ম্য়াচ খেলা এই ফুটবলারকে ৷ বায়ার্নের ইয়ুথ সিস্টেমের প্রোডাক্ট বেকেনবাওয়ার জার্মান জায়ান্ট ক্লাবটির হয়ে 13 বছর প্রতিনিধিত্ব করেছিলেন ৷ বাভারিয়ানদের হয়ে খেলার সময়ে জোড়া ব্যালন ডি'অর জয়ের পাশাপাশি জিতেছেন একাধিক খেতাব ৷ তবে দিকপাল এই জার্মান ডিফেন্ডার চিরস্মরণীয় হয়ে থাকবেন জাতীয় দলের জার্সিতে তাঁর অবদানের জন্য ৷
1974 বিশ্বকাপজয়ী তৎকালীন পশ্চিম জার্মানির অধিনায়ক ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৷ নিন্দুকেরা বলে থাকেন, নয়নাভিরাম ফুটবলশৈলীর অধিকারী ছিলেন ফ্রাঞ্জ ৷ ফুটবল জীবন থেকে অবসর নেওয়ার পরে পশ্চিম জার্মানির দায়িত্ব নেন তিনি। সেখানেও সফল ৷ 1990 'কাইজারে'র অধীনে ফের বিশ্বজয়ের স্বাদ পায় জার্মানি। পরবর্তীতে ফ্রান্সের মার্সেই ক্লাবের ফুটবল ডিরেক্টরের দায়িত্ব সামলান তিনি। তারও পর বায়ার্ন মিউনিখের ম্যানেজার হন। তাঁর অধীনে একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় ছাড়াও ন'টি ট্রফি এসেছিল বায়ার্নের ক্যাবিনেটে।
আরও পড়ুন: