ETV Bharat / sports

FIFA Women's World Cup Final: ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মহিলা ফুটবলে বিশ্বসেরা স্পেন - FIFA

FIFA Women World CUP Champion Spain: মহিলাদের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন ৷ 1-0 গোলে ব্রিটিশদের হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল তিকিতাকার দেশ ৷

FIFA Women World CUP ETV BHARAT
FIFA Women World CUP
author img

By

Published : Aug 20, 2023, 5:41 PM IST

Updated : Aug 20, 2023, 5:58 PM IST

মেলবোর্ন, 20 অগস্ট: প্রথমবার ফাইনালে পৌঁছেই বাজিমাত ৷ ফিরল সার্জিও বুসকেটস, আন্দ্রে ইনিয়েস্তাদের সোনালি ইতিহাস ৷ প্রথমবার মহিলাদের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন ৷ 1-0 গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ীর খেতাব উঠল স্প্যানিশ মহিলা দলের মাথায় ৷ পুরুষ দলের ঠিক 11 বছর বাদে ৷ সিডনিতে এদিন ম্যাচের 29 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দলের ডিফেন্ডার তথা অধিনায়ক ওলগা কারমোনা ৷ সেই সঙ্গে প্রথমবার ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন স্প্যানিশ মহিলা দল ৷

রবিবারের ফাইনালে শুরু থেকেই দাপট দেখান স্পেনের মেয়েরা ৷ তাঁদের পাসিং ফুটবলের সামনে শুরু থেকেই ছন্নছাড়া দেখায় ব্রিটিশদের ৷ এমনকী বার্সেলোনায় খেলা ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ এবং কেইরা ওয়ালশকে ব্যবহার করেও স্পেনের পাসিং ফুটবলের জবাব পেলেন না ব্রিটিশ কোচ সারিনা ওয়েইগম্যান ৷ এ দিন বল পজিশনেও ইংল্যান্ডের ফুটবলাররা অনেকটাই পিছিয়ে ছিলেন ৷ ম্যাচে 58 শতাংশ বল পজিশন ছিল স্প্যানিশ আর্মাডার দখলে ৷ তবে, একাধিক সুযোগ তৈরি করলেও তা গোলে কনভার্ট করতে পারেননি স্পেনের মেয়েরা ৷

FIFA Women World CUP ETV BHARAT
বিশ্বজয়ী মহিলা স্পেন দলের উচ্ছ্বাস, হারের হতাশা ব্রিটিশ ফুটবলারের

আরও পড়ুন: প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেন, নেপথ্যে বার্সা!

ম্যাচে মোট 7টি কর্নার পেয়েছিল স্পেন ৷ সেখানে ইংল্যান্ড মাত্র তিনটি কর্নার পায় নির্ধারিত 90 মিনিটে ৷ এর থেকেই স্পষ্ট পুরো ম্যাচে স্প্যানিশ আক্রমণের সামনে নাজেহাল অবস্থা হয়েছিল ইংল্যান্ডের রক্ষণের ৷ তা সত্ত্বেও এক গোলের বেশি করতে পারেনি তাঁরা ৷ তবে, বার্সেলোনার 9 এবং বাকি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের নিয়ে স্পেনের বিশ্বকাপের দল তৈরি করেছিলেন কোচ জর্জ ভিদা ৷ এমনকী প্রথম একাদশের অধিকাংশ ফুটবলার বার্সেলোনার ছিল ৷ ফলে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ছিল অসাধারণ ৷

মেলবোর্ন, 20 অগস্ট: প্রথমবার ফাইনালে পৌঁছেই বাজিমাত ৷ ফিরল সার্জিও বুসকেটস, আন্দ্রে ইনিয়েস্তাদের সোনালি ইতিহাস ৷ প্রথমবার মহিলাদের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন ৷ 1-0 গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ীর খেতাব উঠল স্প্যানিশ মহিলা দলের মাথায় ৷ পুরুষ দলের ঠিক 11 বছর বাদে ৷ সিডনিতে এদিন ম্যাচের 29 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দলের ডিফেন্ডার তথা অধিনায়ক ওলগা কারমোনা ৷ সেই সঙ্গে প্রথমবার ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন স্প্যানিশ মহিলা দল ৷

রবিবারের ফাইনালে শুরু থেকেই দাপট দেখান স্পেনের মেয়েরা ৷ তাঁদের পাসিং ফুটবলের সামনে শুরু থেকেই ছন্নছাড়া দেখায় ব্রিটিশদের ৷ এমনকী বার্সেলোনায় খেলা ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ এবং কেইরা ওয়ালশকে ব্যবহার করেও স্পেনের পাসিং ফুটবলের জবাব পেলেন না ব্রিটিশ কোচ সারিনা ওয়েইগম্যান ৷ এ দিন বল পজিশনেও ইংল্যান্ডের ফুটবলাররা অনেকটাই পিছিয়ে ছিলেন ৷ ম্যাচে 58 শতাংশ বল পজিশন ছিল স্প্যানিশ আর্মাডার দখলে ৷ তবে, একাধিক সুযোগ তৈরি করলেও তা গোলে কনভার্ট করতে পারেননি স্পেনের মেয়েরা ৷

FIFA Women World CUP ETV BHARAT
বিশ্বজয়ী মহিলা স্পেন দলের উচ্ছ্বাস, হারের হতাশা ব্রিটিশ ফুটবলারের

আরও পড়ুন: প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেন, নেপথ্যে বার্সা!

ম্যাচে মোট 7টি কর্নার পেয়েছিল স্পেন ৷ সেখানে ইংল্যান্ড মাত্র তিনটি কর্নার পায় নির্ধারিত 90 মিনিটে ৷ এর থেকেই স্পষ্ট পুরো ম্যাচে স্প্যানিশ আক্রমণের সামনে নাজেহাল অবস্থা হয়েছিল ইংল্যান্ডের রক্ষণের ৷ তা সত্ত্বেও এক গোলের বেশি করতে পারেনি তাঁরা ৷ তবে, বার্সেলোনার 9 এবং বাকি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের নিয়ে স্পেনের বিশ্বকাপের দল তৈরি করেছিলেন কোচ জর্জ ভিদা ৷ এমনকী প্রথম একাদশের অধিকাংশ ফুটবলার বার্সেলোনার ছিল ৷ ফলে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ছিল অসাধারণ ৷

Last Updated : Aug 20, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.