ETV Bharat / sports

Firhad backs East Bengal: লাল-হলুদে ট্রফি নেই, প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক - ফিরহাদ হাকিম

দীর্ঘদিন ধরেই ট্রফি আসেনি লাল-হলুদ তাঁবুতে । আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান, সেই টুর্নামেন্টেই 9 নম্বরে শেষ করেছে ইস্টবেঙ্গল । প্রিয় ক্লাবেই এই দুর্দশায় ব্যথীত মহানাগরিক, ফিরহাদ হাকিমও (Firhad Hakim says East Bengal will come back) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 22, 2023, 11:05 PM IST

প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক

কলকাতা, 22 মার্চ: লাল-হলুদে ট্রফি নেই, ভাবাচ্ছে মহানাগরিককেও । বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের প্রয়াত সচিব দীপক পল্টু দাসের 22তম প্রয়ান দিবসের অনুষ্ঠানে এসেছিলেন ফিরহাদ হাকিম । কলকাতার মহানাগরিক নিজেকে লাল-হলুদ সমর্থক বলে ঘোষণা করেন । তাঁর ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা নতুন নয় । আগেও তিনি তা প্রকাশ করেছেন (Firhad Hakim says East Bengal will come back) ।

কিন্তু দীপক জ্যোতি অনুষ্ঠানে লেখক মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর এবং চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কে জীবনকৃতি সম্মানে সম্মানিত করার পরে ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে চিন্তা প্রকাশ করে ফেলেন । তিনি বলেন, “আমাদের ক্লাবের একটা খারাপ সময় যাচ্ছে । সমর্থকরা আশা নিয়ে মাঠে যায়, নিরাশ হয়ে ফিরে আসে । মনে হয় পল্টুদা থাকলে এরকম হত না । পল্টুদা এমন একটা ম্যাজিক দেখাতেন যে আইএসএল জিতে যেত টিম । পল্টুদা'র আদর্শ শুধু জেতা নয়, প্লেয়াররা সবসময় তাঁদের সঙ্গে থাকবে । সেই আদর্শ এগিয়ে নিতে যাচ্ছে নিতুদা'রা । অন্য ক্লাব প্লেয়ারদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব সম্মান করে । লড়ব এবং জিতব, নিজের চেষ্টায় আইএসএল জিতব । আমরা সূর্য সেনের বংশধর । আমরা করব, লড়ব, জিতব । কোনও কর্পোরেটের ভরসায় নয়, নিজেদের ভরসায় জিতব ।”

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও আশ্বাস দিচ্ছেন ক্লাব ঘুরে দাঁড়াবে । বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বোর্ড মিটিং। সেখানে নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার ব্যাপারে আলোচনা হওয়ার কথা । দলগঠনের জন্য 20 কোটি দেয় ইমামি । সেই অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি তুলবেন লাল-হলুদ কর্তারা । তা মানলে যে নতুনের খোঁজে যেতে পারেন তারও ইঙ্গিত দেবব্রত সরকারের কথায় । পদ্মাপাড়ের ক্লাবের কর্তা বলেন, “আগামী বছর থেকে ঘুরে দাঁড়াব । দু'বছরের মধ্যে চ্যাম্পিয়ন হব । আগামিদিনে দেখতে পারবেন সেটা । আইএসএলে অর্থকরীর ক্যাপ থাকার বিষয়টি থাকলেও তা নিয়ে প্রতিবাদ করব । এই প্রতিবাদ আমরা শুরু করব । এই কথা বললেই আওয়াজ ওঠে ক্ষমতা নেওয়ার লড়াই । সঙ্গে থাকতে হবে, প্রতিবাদ করে আমরা স্বগর্বে ফিরে আসব ।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মিষ্টি খেতে দেওয়ার টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে: দেবাশিস দত্ত

দীপক জ্যোতি অনুষ্ঠান স্মৃতি তর্পণ, সম্মান জানানোর অনুষ্ঠান ছিল । তা প্রাক্তনদের ভালো দল গড়ার আর্জি, মহানাগরিকের চিন্তা মিলিয়ে আগামিকালের বোর্ড মিটিংয়ের আগে উত্তপ্ত করে দিল পরিবেশ ।

প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক

কলকাতা, 22 মার্চ: লাল-হলুদে ট্রফি নেই, ভাবাচ্ছে মহানাগরিককেও । বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের প্রয়াত সচিব দীপক পল্টু দাসের 22তম প্রয়ান দিবসের অনুষ্ঠানে এসেছিলেন ফিরহাদ হাকিম । কলকাতার মহানাগরিক নিজেকে লাল-হলুদ সমর্থক বলে ঘোষণা করেন । তাঁর ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা নতুন নয় । আগেও তিনি তা প্রকাশ করেছেন (Firhad Hakim says East Bengal will come back) ।

কিন্তু দীপক জ্যোতি অনুষ্ঠানে লেখক মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর এবং চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কে জীবনকৃতি সম্মানে সম্মানিত করার পরে ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে চিন্তা প্রকাশ করে ফেলেন । তিনি বলেন, “আমাদের ক্লাবের একটা খারাপ সময় যাচ্ছে । সমর্থকরা আশা নিয়ে মাঠে যায়, নিরাশ হয়ে ফিরে আসে । মনে হয় পল্টুদা থাকলে এরকম হত না । পল্টুদা এমন একটা ম্যাজিক দেখাতেন যে আইএসএল জিতে যেত টিম । পল্টুদা'র আদর্শ শুধু জেতা নয়, প্লেয়াররা সবসময় তাঁদের সঙ্গে থাকবে । সেই আদর্শ এগিয়ে নিতে যাচ্ছে নিতুদা'রা । অন্য ক্লাব প্লেয়ারদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব সম্মান করে । লড়ব এবং জিতব, নিজের চেষ্টায় আইএসএল জিতব । আমরা সূর্য সেনের বংশধর । আমরা করব, লড়ব, জিতব । কোনও কর্পোরেটের ভরসায় নয়, নিজেদের ভরসায় জিতব ।”

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও আশ্বাস দিচ্ছেন ক্লাব ঘুরে দাঁড়াবে । বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বোর্ড মিটিং। সেখানে নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার ব্যাপারে আলোচনা হওয়ার কথা । দলগঠনের জন্য 20 কোটি দেয় ইমামি । সেই অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি তুলবেন লাল-হলুদ কর্তারা । তা মানলে যে নতুনের খোঁজে যেতে পারেন তারও ইঙ্গিত দেবব্রত সরকারের কথায় । পদ্মাপাড়ের ক্লাবের কর্তা বলেন, “আগামী বছর থেকে ঘুরে দাঁড়াব । দু'বছরের মধ্যে চ্যাম্পিয়ন হব । আগামিদিনে দেখতে পারবেন সেটা । আইএসএলে অর্থকরীর ক্যাপ থাকার বিষয়টি থাকলেও তা নিয়ে প্রতিবাদ করব । এই প্রতিবাদ আমরা শুরু করব । এই কথা বললেই আওয়াজ ওঠে ক্ষমতা নেওয়ার লড়াই । সঙ্গে থাকতে হবে, প্রতিবাদ করে আমরা স্বগর্বে ফিরে আসব ।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মিষ্টি খেতে দেওয়ার টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে: দেবাশিস দত্ত

দীপক জ্যোতি অনুষ্ঠান স্মৃতি তর্পণ, সম্মান জানানোর অনুষ্ঠান ছিল । তা প্রাক্তনদের ভালো দল গড়ার আর্জি, মহানাগরিকের চিন্তা মিলিয়ে আগামিকালের বোর্ড মিটিংয়ের আগে উত্তপ্ত করে দিল পরিবেশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.