কলকাতা, 23 জুন : কম্পিউটারের মতোই কঠিন কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ৷ গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ইউটিউব চ্যানেলে বর্তমান পরিস্থিতিকে এই ভাবেই ব্যাখ্যা করলেন বিশ্বনাথন আনন্দ ৷
শনিবার নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন সূর্যশেখর ৷ সেখানে প্রথমদিনই বিশ্বনাথন আনন্দের সঙ্গে আড্ডা দেন তিনি ৷ সেই আড্ডাতেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সূর্যশেখর ও বিশ্বনাথন ৷ তখনই বিশ্বনাথন বলেন, "কম্পিউটারের মতোই কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন ৷"
বিশ্বনাথন বলেন, "দাবা বোর্ডে মুখোমুখি বসে খেলার সময় প্রতিপক্ষকে বোঝা সম্ভব ৷ একটা ভালো চাল সামলাতে তিনি কোনও চাপে পড়ছে কি না তা তাঁর শারীরিক ভাষায় বোঝা যেতে পারে ৷ কিন্তু প্রতিপক্ষ যখন কম্পিউটার তখন তাকে বোঝার কোনও উপায় থাকে না ৷ ফলে ক্রমাগত চাল দিয়ে যেতেই হয় ৷" এই উদাহরণকে সামনে রেখেই বিশ্বনাথন কোরোনার প্রসঙ্গ টেনে আনেন ৷
পাঁচ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন কোরোনা প্রসঙ্গে বলেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করাও একইরকম ৷ মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রাখলেই যে এই ভাইরাস থেকে বাঁচতে পারবে তা কিন্তু নয় ৷ অন্যকোনওভাবেও কিন্তু সংক্রমিত হতে পারেন ৷"
কোরোনার জেরে লকডাউনের ফলে অনেক ক্ষতি হয়েছে ঠিকই ৷ তবে, বিশ্বনাথনের মতে, এই লকডাউনের ফলে অনেক নতুন দিকও খুলে গেছে ৷ যার ফলে দাবা উপকৃত হবে বলে মনে করছেন তিনি ৷ বিশ্বনাথন বলেন, "লকডাউন শুরু হওয়ায় কিছু টুর্নামেন্ট এখনও শেষ করা যায়নি ৷ এখন তা অনলাইনে শেষ করার চেষ্টা করা যেতেই পারে ৷ 10 বছর আগে অনলাইনে খেলতে হলে সমস্যায় পড়তে হত ৷ আমি মনে করি এখন আমরা অনেকটা তৈরি ৷ কারণ আমাদের কাছে গ্যাজেটস রয়েছে ৷"