জেনেভা, 19 ডিসেম্বর: 32 দলের ফিফা ক্লাব বিশ্বকাপ ভবিষ্যৎ ফুটবলের ছবিটাই পুরো বদলে দিতে পারে ৷ ফিফা ক্লাব বিশ্বকাপের এই বদল সফল হলে, ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পর, এখান থেকেও হাজার হাজার কোটি টাকার লাভ হবে ফিফার ৷ কিন্তু, আর্থিক লাভ ও ফুটবলের জনপ্রিয়তার বাইরেও প্রত্যেক ফুটবলারের শারীরিক ও মানসিক সুস্থতাও একটা বড় বিষয় ৷ আর তাই ফিফা ক্লাব বিশ্বকাপকে বহরে বাড়ানোর বিরুদ্ধে বিশ্বের তাবড় ম্যানেজার এবং কোচরা ৷ তাই এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অধিকাংশ ফুটবলার এবং কোচ ৷
ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেন, ‘‘আমি নতুন প্রতিযোগিতার বিরুদ্ধে নই ৷ বছরের পর বছর ফুটবলারদের সুস্থ থাকা এবং ধকল সামলে পুনরায় মাঠে ফেরার সময় ক্রমশ কমে যাচ্ছে ৷ এটা বদলানো উচিত ৷’’ উল্লেখ্য, পুরনো ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ সংস্করণটি গুয়ার্দিওলার ম্যান সিটি জিতেছিল ৷ তবে, শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের সফল কোচ শুধু নন ৷ ওয়ার্ল্ড প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রো ফিফার উপর ক্ষোভপ্রকাশ করেছে ৷ তাদের আপত্তি মূলত ক্লাব বিশ্বকাপের সময়সূচি ৷
ফিফা প্রকাশিত সূচি অনুযায়ী, পরিবর্তিত ক্লাব বিশ্বকাপের প্রথম সিজন হবে 2025 সালে ৷ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ টুর্নামেন্ট শুরু হবে 15 জুন ও ফাইনাল হবে 13 জুলাই ৷ অর্থাৎ, একমাসের মধ্যে 32টি দলের এই মেগা টুর্নামেন্ট শেষ হয়ে যাবে ৷ যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ফিফপ্রো ৷ তাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উচ্চ পর্যায়ের এই খেলায় চরম মানসিক ও শারীরিক চাপ তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে ৷ আর এটাই অধিকাংশ ক্লাব, ফুটবলার এবং কোচদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ তাঁরা সারা বছর ক্লাব ও দেশের হয়ে একাধিক টুর্নামেন্ট খেলেন ৷ যা ফুটবলারদের ক্লান্তি, চোট-আঘাত, মানসিক স্বাস্থ্যের সমস্যা ও মাঠে ওয়ার্ক লোড কমিয়ে দিতে পারে ৷ এতে ফুটবলারদের ক্যারিয়ার স্বল্পমেয়াদি হয়ে যাবে ৷’’
তবে ফিফা গত রবিবার দাবি করেছে, ‘‘ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি ও তারিখ আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে ৷ এমনকি ঘরোয়া লিগে খেলার আগে ফুটবলাররা যথাযথ বিশ্রাম পাবেন ৷ যাতে তরতাজা ভাবে নতুন মরশুম শুরু করতে পারেন তাঁরা ৷’’ কিন্তু, 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ হওয়ার অর্থ, শীর্ষস্তরের ফুটবলারদের পরপর তিনবছর তিনটি বড় টুর্নামেন্ট খেলতে হবে ৷ তাও আবার অফ সিজনে ৷ প্রথম দু’টি 2024 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা ৷ 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং 2026 সালে ফিফা বিশ্বকাপ ৷
আরও পড়ুন: