ETV Bharat / sports

ফিফা ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণে ক্ষুব্ধ ফিফপ্রো ও ম্যানেজাররা - FIFPRO

FIFA's rebooted Club World Cup: 2025 সালের 15 জুন থেকে নতুন রূপে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ৷ যেখানে দলের সংখ্যা বাড়িয়ে 32 করা হয়েছে ৷ সেই সঙ্গে টুর্নামেন্টের বহর অনেকটা বেড়েছে ৷ দলগুলিকে আরও বেশি ম্যাচ খেলতে হবে ৷ যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ক্লাব ম্যানেজার এবং ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ৷

Image Courtesy: FIFA X
Image Courtesy: FIFA X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 5:13 PM IST

জেনেভা, 19 ডিসেম্বর: 32 দলের ফিফা ক্লাব বিশ্বকাপ ভবিষ্যৎ ফুটবলের ছবিটাই পুরো বদলে দিতে পারে ৷ ফিফা ক্লাব বিশ্বকাপের এই বদল সফল হলে, ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পর, এখান থেকেও হাজার হাজার কোটি টাকার লাভ হবে ফিফার ৷ কিন্তু, আর্থিক লাভ ও ফুটবলের জনপ্রিয়তার বাইরেও প্রত্যেক ফুটবলারের শারীরিক ও মানসিক সুস্থতাও একটা বড় বিষয় ৷ আর তাই ফিফা ক্লাব বিশ্বকাপকে বহরে বাড়ানোর বিরুদ্ধে বিশ্বের তাবড় ম্যানেজার এবং কোচরা ৷ তাই এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অধিকাংশ ফুটবলার এবং কোচ ৷

ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেন, ‘‘আমি নতুন প্রতিযোগিতার বিরুদ্ধে নই ৷ বছরের পর বছর ফুটবলারদের সুস্থ থাকা এবং ধকল সামলে পুনরায় মাঠে ফেরার সময় ক্রমশ কমে যাচ্ছে ৷ এটা বদলানো উচিত ৷’’ উল্লেখ্য, পুরনো ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ সংস্করণটি গুয়ার্দিওলার ম্যান সিটি জিতেছিল ৷ তবে, শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের সফল কোচ শুধু নন ৷ ওয়ার্ল্ড প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রো ফিফার উপর ক্ষোভপ্রকাশ করেছে ৷ তাদের আপত্তি মূলত ক্লাব বিশ্বকাপের সময়সূচি ৷

ফিফা প্রকাশিত সূচি অনুযায়ী, পরিবর্তিত ক্লাব বিশ্বকাপের প্রথম সিজন হবে 2025 সালে ৷ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ টুর্নামেন্ট শুরু হবে 15 জুন ও ফাইনাল হবে 13 জুলাই ৷ অর্থাৎ, একমাসের মধ্যে 32টি দলের এই মেগা টুর্নামেন্ট শেষ হয়ে যাবে ৷ যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ফিফপ্রো ৷ তাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উচ্চ পর্যায়ের এই খেলায় চরম মানসিক ও শারীরিক চাপ তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে ৷ আর এটাই অধিকাংশ ক্লাব, ফুটবলার এবং কোচদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ তাঁরা সারা বছর ক্লাব ও দেশের হয়ে একাধিক টুর্নামেন্ট খেলেন ৷ যা ফুটবলারদের ক্লান্তি, চোট-আঘাত, মানসিক স্বাস্থ্যের সমস্যা ও মাঠে ওয়ার্ক লোড কমিয়ে দিতে পারে ৷ এতে ফুটবলারদের ক্যারিয়ার স্বল্পমেয়াদি হয়ে যাবে ৷’’

তবে ফিফা গত রবিবার দাবি করেছে, ‘‘ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি ও তারিখ আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে ৷ এমনকি ঘরোয়া লিগে খেলার আগে ফুটবলাররা যথাযথ বিশ্রাম পাবেন ৷ যাতে তরতাজা ভাবে নতুন মরশুম শুরু করতে পারেন তাঁরা ৷’’ কিন্তু, 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ হওয়ার অর্থ, শীর্ষস্তরের ফুটবলারদের পরপর তিনবছর তিনটি বড় টুর্নামেন্ট খেলতে হবে ৷ তাও আবার অফ সিজনে ৷ প্রথম দু’টি 2024 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা ৷ 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং 2026 সালে ফিফা বিশ্বকাপ ৷

আরও পড়ুন:

  1. ইরানে পুরুষদের ফুটবল খেলা দেখতে মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি, সিদ্ধান্তকে স্বাগত ফিফার
  2. ফিফা ক্লাব বিশ্বকাপের দিন ঘোষণা হল নতুন করে
  3. ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল, মুম্বইয়ের স্কুলে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা অলিভার কানের

জেনেভা, 19 ডিসেম্বর: 32 দলের ফিফা ক্লাব বিশ্বকাপ ভবিষ্যৎ ফুটবলের ছবিটাই পুরো বদলে দিতে পারে ৷ ফিফা ক্লাব বিশ্বকাপের এই বদল সফল হলে, ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পর, এখান থেকেও হাজার হাজার কোটি টাকার লাভ হবে ফিফার ৷ কিন্তু, আর্থিক লাভ ও ফুটবলের জনপ্রিয়তার বাইরেও প্রত্যেক ফুটবলারের শারীরিক ও মানসিক সুস্থতাও একটা বড় বিষয় ৷ আর তাই ফিফা ক্লাব বিশ্বকাপকে বহরে বাড়ানোর বিরুদ্ধে বিশ্বের তাবড় ম্যানেজার এবং কোচরা ৷ তাই এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অধিকাংশ ফুটবলার এবং কোচ ৷

ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেন, ‘‘আমি নতুন প্রতিযোগিতার বিরুদ্ধে নই ৷ বছরের পর বছর ফুটবলারদের সুস্থ থাকা এবং ধকল সামলে পুনরায় মাঠে ফেরার সময় ক্রমশ কমে যাচ্ছে ৷ এটা বদলানো উচিত ৷’’ উল্লেখ্য, পুরনো ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ সংস্করণটি গুয়ার্দিওলার ম্যান সিটি জিতেছিল ৷ তবে, শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের সফল কোচ শুধু নন ৷ ওয়ার্ল্ড প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রো ফিফার উপর ক্ষোভপ্রকাশ করেছে ৷ তাদের আপত্তি মূলত ক্লাব বিশ্বকাপের সময়সূচি ৷

ফিফা প্রকাশিত সূচি অনুযায়ী, পরিবর্তিত ক্লাব বিশ্বকাপের প্রথম সিজন হবে 2025 সালে ৷ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ টুর্নামেন্ট শুরু হবে 15 জুন ও ফাইনাল হবে 13 জুলাই ৷ অর্থাৎ, একমাসের মধ্যে 32টি দলের এই মেগা টুর্নামেন্ট শেষ হয়ে যাবে ৷ যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ফিফপ্রো ৷ তাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উচ্চ পর্যায়ের এই খেলায় চরম মানসিক ও শারীরিক চাপ তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে ৷ আর এটাই অধিকাংশ ক্লাব, ফুটবলার এবং কোচদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ তাঁরা সারা বছর ক্লাব ও দেশের হয়ে একাধিক টুর্নামেন্ট খেলেন ৷ যা ফুটবলারদের ক্লান্তি, চোট-আঘাত, মানসিক স্বাস্থ্যের সমস্যা ও মাঠে ওয়ার্ক লোড কমিয়ে দিতে পারে ৷ এতে ফুটবলারদের ক্যারিয়ার স্বল্পমেয়াদি হয়ে যাবে ৷’’

তবে ফিফা গত রবিবার দাবি করেছে, ‘‘ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি ও তারিখ আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে ৷ এমনকি ঘরোয়া লিগে খেলার আগে ফুটবলাররা যথাযথ বিশ্রাম পাবেন ৷ যাতে তরতাজা ভাবে নতুন মরশুম শুরু করতে পারেন তাঁরা ৷’’ কিন্তু, 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ হওয়ার অর্থ, শীর্ষস্তরের ফুটবলারদের পরপর তিনবছর তিনটি বড় টুর্নামেন্ট খেলতে হবে ৷ তাও আবার অফ সিজনে ৷ প্রথম দু’টি 2024 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা ৷ 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং 2026 সালে ফিফা বিশ্বকাপ ৷

আরও পড়ুন:

  1. ইরানে পুরুষদের ফুটবল খেলা দেখতে মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি, সিদ্ধান্তকে স্বাগত ফিফার
  2. ফিফা ক্লাব বিশ্বকাপের দিন ঘোষণা হল নতুন করে
  3. ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল, মুম্বইয়ের স্কুলে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা অলিভার কানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.