দোহা, 12 ডিসেম্বর: আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ৷ ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর সেমিফাইনালে ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতে মুখোমুখি হচ্ছে এই দুই দেশ ৷ গত দু'টি বিশ্বকাপের দুই রানার্সের শেষ চারের লড়াইয়ের আগে প্রবল আলোচিত হচ্ছে দু'টি নাম ৷ প্রথমজন আলবিসেলেস্তে সমর্থকদের বিগ্রহ লিওনেল মেসি হলে দ্বিতীয়জন ক্রোট শিবিরে ভরসার শালগ্রাম শিলা লুকা মদ্রিচ ৷ অর্থাৎ, কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে চলেছে দুই এলএম টেন-এর (LM10) লড়াই ৷ একজন অবশ্যই (Leonel Messi) এবং অন্যজন 2018 ব্যালন ডি’অর ও বিশ্বকাপ রানার আপ দলের অধিনায়ক লুকা মদ্রিচ (Luka Modric) ৷ জীবনের শেষ বিশ্বকাপে দু'জনের মধ্যে একজনের ট্রফিজয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে মঙ্গলবার রাতে ৷
দুই মহারথীর ফুটবল জীবন কোথাও গিয়ে একসারিতে মিশে গিয়েছে ৷ লিও মেসির আর্জেন্তিনা 2014 ব্রাজিল বিশ্বকাপে রানার আপ হয়েছিল ৷ আর 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে ৷ এবার শেষ দু’বারের রানার-আপরা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ৷ তবে গতবার বিশ্বকাপের শেষ সাক্ষাতে মেসির আর্জেন্তিনাকে লুকার ক্রোয়েশিয়ার কাছে হারতে হয়েছিল 3-0 গোলে ৷ তাই মঙ্গলে লুসেইলে নামার আগে লিওনেল মেসির আর্জেন্তিনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে ৷
প্রি-কোয়ার্টার ও কোয়ার্টারে পেনাল্টি শুট-আউটে জিতেছে ক্রোয়েশিয়া ৷ প্রথমে জাপান ও পরবর্তীতে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ক্রোয়েশিয়া ৷ উল্লেখ্য ক্রোয়েশিয়ার এই জয়ে তাদের গোলকিপার ডমিনিক লিভাকোভিচ আর্জেন্তিনার সামনে বড় বাধা হয়ে উঠতে পারেন ৷ যাঁর গ্লাভস বর্তমানে তেকাঠির নিচে হিমালয় পর্বতের সমান ভরসা দিচ্ছে লুকা মদ্রিচদের ৷ তবে রিয়াল মাদ্রিদের এই তারকা মিড-ফিল্ডার যখন 2018 সালের তাঁর দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন, তখন অনেকই সেই সাফল্যকে 'হুজুগে' বলেছিল ৷ কিন্তু গতবারের রানার-আপরা ফের বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায় ৷ মদ্রিচরা বুঝিয়ে দিয়েছেন গতবারের সাফল্য 'ফ্লুক' ছিল না ৷
আরও পড়ুন: বিশ্বকাপে কলকাতা থেকে কাতার গিয়েছেন 9 হাজার ফুটবল প্রেমী !
অন্যদিকে বিশ্বকাপের নক-আউট পর্বে লিওনেল মেসি দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ গোল করা ও করানো, দু'ক্ষেত্রেই তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন ৷ টুর্নামেন্টে 4টি গোলও নিজের নামে করে নিয়েছেন লিও ৷ গোল্ডেন বুটের লড়াই তাঁর আগে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ৷ আর্জেন্তাইন সমর্থকরা প্রত্যাশা নিয়ে বসে আছেন, সেমিফাইনালে মেসি সেই ব্যবধান কমিয়ে সামনে এগিয়ে যাবেন ৷ এমনকি বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের আশাতেও রয়েছেন মেসি-ভক্তরা ৷ তবে, বিশেষজ্ঞদের মতে, লুসেইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মেসি বনাম ক্রোয়েশিয়ার দলগত ফুটবল দেখা যাবে ৷ তবে, একা মেসিকে আটকালেই কাজ হবে না ৷ কারণ, তিনি লিও মেসি ৷ নিজে গোল না পেলে, গোল করিয়ে দলকে জেতানোর জন্য মুখিয়ে থাকবেন ৷