কলকাতা, 16 নভেম্বর: ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) 8টি বিজয়ী দলের মধ্যে 6টি দল এমন রয়েছে, যারা ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে (Total Six Organiser Country Become Champions) ৷ কিন্তু, এদের মধ্যে একমাত্র ব্রাজিল এমন দেশ, যারা নিজেদের ঘরের মাঠে একবারও বিশ্বকাপ জিততে পারেননি ৷ সেখানে স্পেন এমন দেশ, যারা 1982 সালে ঘরের মাঠে বিশ্বকাপে কেবলমাত্র দ্বিতীয় পর্ব পর্যন্ত পৌঁছতে পেরেছিল ৷
সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল কখনই ঘরের মাঠে দর্শকদের সামনে শিরোপা জিততে পারেনি ৷ 1950 সালে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ব্রাজিল ৷ আর 2014 সালে জার্মানির বিরুদ্ধে রিওতে 1-7 গোলে সেমিফাইনালে হার, ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে লজ্জার হার ৷
তবে, ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে ইংল্যান্ড ৷ 1966 সালে ইংল্যান্ড তাদের একমাত্র ফিফা বিশ্বকাপ জিতেছিল ঘরের মাঠে ৷ এর আগে 1930 সালে উরুগুয়ে এবং 1934 সালে ইতালি এই কৃতিত্ব অর্জন করেছিল ৷ আর 1978 সালে আর্জেন্তিনা এবং 1998 সালে ফ্রান্স আয়োজক দেশ হিসেবে বিশ্বজয়ীর খেতাব অর্জন করেছিল ৷ যেখানে জার্মানি 1974 সালে ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় খেতাব জিতেছে ৷
আরও পড়ুন: বিশ্বজয়ের কাঁটা ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড, মনে করেন মেসি
তবে, শুধু বিশ্বজয়ী দেশ নয় ৷ আয়োজক দেশ হিসেবে আরও অনেক দেশ দুর্দান্ত পারফর্মেন্স করেছে ৷ সুইজারল্যান্ড 1954 সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ৷ 1958 সালে সুইডেন ঘরের মাঠে রানার-আপ হয় ৷ 1962 সালে ঘরের মাঠে খেলে চিলি তিন নম্বরে শেষ করেছিল ৷ অন্যদিকে, 2002 ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার চতুর্থস্থানে শেষ করেছিল তাদের অভিযান ৷