ETV Bharat / sports

FIFA World Cup 2022: ইকুয়েডরের 8 ফুটবলারকে ঘুষ ! টুইটে অভিযোগ আমজাদ তাহার - কাতার বিশ্বকাপ

কাতারের বিরুদ্ধে ইকুয়েডরের 8 ফুটবলারকে 7.4 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনলেন মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেন্টারের আঞ্চলিক প্রধান আমজাদ তাহা (Qatar Accused of Bribing Ecuador Players to Lose Opener) ৷ টুইটারে এমনটাই দাবি করেছেন তিনি (Amjad Taha) ৷

fifa-world-cup-2022-qatar-accused-of-bribing-ecuador-players-to-lose-opener
fifa-world-cup-2022-qatar-accused-of-bribing-ecuador-players-to-lose-opener
author img

By

Published : Nov 20, 2022, 4:52 PM IST

দোহা, 20 নভেম্বর: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর দিনেও বিতর্ক ৷ পরিযায়ী শ্রমিকদের বন্দি করা, মদ বিক্রিতে নিষেধাজ্ঞা, সমকামীদের উপর নিষেধাজ্ঞার মতো বিতর্কের পর, এবার ম্যাচ গড়পেটার অভিযোগ (Qatar Accused of Bribing Ecuador Players to Lose Opener) ৷ সৌদি আরবের রাজনৈতিক নীতি নির্ধারক বিশেষজ্ঞ তথা মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেন্টারের আঞ্চলিক প্রধান আমজাদ তাহা (Amjad Taha) এই ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছেন ৷ তিনি একটি টুইট করে অভিযোগ করেছেন, ইকুয়েডর দলের 8 ফুটবলারকে 7.4 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছে ৷

আমজাদ তাহা তাঁর টুইটে লিখেছেন, ‘‘এক্সক্লুসিভ: কাতার 8 জন ইকুয়েডরিয়ান খেলোয়াড়কে 7.4 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছে উদ্বোধনী ম্যাচে হারার জন্য ৷ যাতে দ্বিতীয় হাফে 1-0 গোলে জেতে কাতার ৷ 5 জন কাতারি এবং ইকুয়েডর দলের ভিতর থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ আমরা আশা করছি এটা মিথ্যে খবর ৷ আমরা আশা করছি এটা শেয়ারের পর, তার ফল পাওয়া যাবে ৷ ফিফার এই দুর্নীতির প্রতিবাদ করা উচিত বিশ্বের ৷’’

  • Exclusive: Qatar bribed eight Ecuadorian players $7.4 million to lose the opener(1-0 ⚽️ 2nd half). Five Qatari and #Ecadour insiders confirmed this.We hope it's false. We hope sharing this will affect the outcome.The world should oppose FIFA corruption.@MailSport #WorldCup2022

    — Amjad Taha أمجد طه (@amjadt25) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এই অভিযোগ নিয়ে ইকুয়েডর দল, কাতার কর্তৃপক্ষ বা ফিফা, কোনপক্ষই তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ আজ কাতারের রাজধানী দোহা থেকে 40 কিলোমিটার উত্তরে আল বায়েত স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে 7টায় উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে বিশ্বকাপের ৷ তার পর রাত সাড়ে 9টায় হবে কাতার বনাম ইকুয়েডর ম্যাচের কিক অফ ৷ সেই ম্যাচের কয়েকঘণ্টা আগে এই গুরুতর অভিযোগে হইচই পড়ে গিয়েছে সোশাল মিডিয়া ৷

আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, কোথায়-কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ?

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে কাতার প্রশাসনের তরফে স্টেডিয়াম ও তার বাইরে বিয়ার বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ এমনকি সমকামীদের উপর নিষেধাজ্ঞার মতো, নানান বিতর্কে জড়িয়েছে কাতার ৷ সেই তালিকায় এবার জুড়ে গেল ম্যাচ গড়াপেটার মতো নক্কারজনক অভিযোগ ৷ তবে, এর সত্যতা সম্পর্কে কোন বিবৃতি দেয়নি ফিফা ৷

আরও পড়ুন: নয়া চোট, কাতার বিশ্বকাপে নেই করিম বেঞ্জেমা

দোহা, 20 নভেম্বর: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর দিনেও বিতর্ক ৷ পরিযায়ী শ্রমিকদের বন্দি করা, মদ বিক্রিতে নিষেধাজ্ঞা, সমকামীদের উপর নিষেধাজ্ঞার মতো বিতর্কের পর, এবার ম্যাচ গড়পেটার অভিযোগ (Qatar Accused of Bribing Ecuador Players to Lose Opener) ৷ সৌদি আরবের রাজনৈতিক নীতি নির্ধারক বিশেষজ্ঞ তথা মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেন্টারের আঞ্চলিক প্রধান আমজাদ তাহা (Amjad Taha) এই ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছেন ৷ তিনি একটি টুইট করে অভিযোগ করেছেন, ইকুয়েডর দলের 8 ফুটবলারকে 7.4 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছে ৷

আমজাদ তাহা তাঁর টুইটে লিখেছেন, ‘‘এক্সক্লুসিভ: কাতার 8 জন ইকুয়েডরিয়ান খেলোয়াড়কে 7.4 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছে উদ্বোধনী ম্যাচে হারার জন্য ৷ যাতে দ্বিতীয় হাফে 1-0 গোলে জেতে কাতার ৷ 5 জন কাতারি এবং ইকুয়েডর দলের ভিতর থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ আমরা আশা করছি এটা মিথ্যে খবর ৷ আমরা আশা করছি এটা শেয়ারের পর, তার ফল পাওয়া যাবে ৷ ফিফার এই দুর্নীতির প্রতিবাদ করা উচিত বিশ্বের ৷’’

  • Exclusive: Qatar bribed eight Ecuadorian players $7.4 million to lose the opener(1-0 ⚽️ 2nd half). Five Qatari and #Ecadour insiders confirmed this.We hope it's false. We hope sharing this will affect the outcome.The world should oppose FIFA corruption.@MailSport #WorldCup2022

    — Amjad Taha أمجد طه (@amjadt25) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এই অভিযোগ নিয়ে ইকুয়েডর দল, কাতার কর্তৃপক্ষ বা ফিফা, কোনপক্ষই তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ আজ কাতারের রাজধানী দোহা থেকে 40 কিলোমিটার উত্তরে আল বায়েত স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে 7টায় উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে বিশ্বকাপের ৷ তার পর রাত সাড়ে 9টায় হবে কাতার বনাম ইকুয়েডর ম্যাচের কিক অফ ৷ সেই ম্যাচের কয়েকঘণ্টা আগে এই গুরুতর অভিযোগে হইচই পড়ে গিয়েছে সোশাল মিডিয়া ৷

আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, কোথায়-কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ?

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে কাতার প্রশাসনের তরফে স্টেডিয়াম ও তার বাইরে বিয়ার বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ এমনকি সমকামীদের উপর নিষেধাজ্ঞার মতো, নানান বিতর্কে জড়িয়েছে কাতার ৷ সেই তালিকায় এবার জুড়ে গেল ম্যাচ গড়াপেটার মতো নক্কারজনক অভিযোগ ৷ তবে, এর সত্যতা সম্পর্কে কোন বিবৃতি দেয়নি ফিফা ৷

আরও পড়ুন: নয়া চোট, কাতার বিশ্বকাপে নেই করিম বেঞ্জেমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.