দোহা, 8 ডিসেম্বর: সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজের (Bruno Fernandez) কাছে ক্রিশ্চিয়ানোই সেরা স্পোর্টস পার্সোনালিটি ৷ আরেক সতীর্থ জোয়াও ফেলিক্স সিআর সেভেনকে ব্যাখা করে বলেছেন, 'তাঁর পরিবর্ত কেউ নেই' ৷ আর বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রি-কোয়ার্টারে জাতীয় দলের হয়ে অভিষেক করা গনজালো ব়ামোসের কাছে পর্তুগাল দল মানেই রোনাল্ডো ৷ তাঁকে ছাড়া জাতীয় দল ভাবতেই পারেন না চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকধারী ৷ আগামী প্রজন্ম প্রস্তুত ৷ রোনাল্ডোকে ছাড়া যে পরবর্তীতে পর্তুগালের মানিয়ে নিতে বিশেষ সমস্যা হবে না তবে, তা দেখিয়ে দিয়েছে সুইজারল্যান্ড ম্য়াচ ৷
পর্তুগাল দল হিসেবে দেখিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়ে এসেও দুর্দান্ত খেলতে পারে (Portugal Stepping Out of Cristiano Ronaldo Long Shadow) ৷ আর সেই খেলা দেখা গিয়েছে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৷ যেখানে সুইসদের 6-1 গোলে দুরমুশ করে দিয়েছিলেন গনজালো ব়ামোসরা ৷ 21 বছরের ফুটবলারটি বিশ্বকাপ অভিষেকেই হ্যাটট্রিক করেন ৷ 5 বারের ব্যালন ডি’অর জেতা সেরা ফুটবলার অবসর নেওয়ার পরেও পর্তুগাল ফুটবল যে খোলাভাবে শ্বাস নেবে, সেই বার্তাই যেন দিয়ে গিয়েছেন বেনফিকা স্ট্রাইকার ৷
পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোস চেয়েছিলেন দলের ফুটবলাররা অনেক বেশি খেলাটাকে মাঠে ছড়িয়ে দিক সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৷ আর সেই পরিকল্পনায় তিনি রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখেন ৷ 119টি আন্তর্জাতিক গোল করা 37 বছরের মহাতারকাকে ছাড়াই প্রথম একাদশ নামান স্যান্তোস ৷ আর মাঠের 11 জন ফুটবলার দেখিয়ে দেন, তাঁরা রোনাল্ডোকে ছাড়াও ভালো করতে পারেন ৷ ফল হাফটাইমে 2-0 এগিয়ে শেষ করার পর্তুগাল, দ্বিতীয়ার্ধে 60 মিনিটের মধ্যে স্কোর লাইন 4-1 করে দেয় ৷ এর পর আর 2টি গোল আসে পর্তুগালের পক্ষে ৷ সেখানেও রোনাল্ডো মাঠে থাকলেও, তাঁর কোনও ভূমিকা ছিল না ৷
আরও পড়ুন: 48 দল নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ, মঞ্চ মাতাবে আরও অনেক ‘ছোট দেশ’
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে রোনাল্ডোকে হাফ টাইমের পরে তুলে নিয়েছিলেন ফার্নান্দো স্যান্তোস ৷ কোচের সেই সিদ্ধান্তে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন সিআর সেভেন ৷ যা মোটেও ভালোভাবে নেননি পর্তুগিজ কোচ ৷ নিন্দুকেরা বলছেন, রাউন্ড সিক্সটিনের ম্যাচে রোনাল্ডোর সেই ক্ষোভের প্রভাব পড়েছে ৷ তবে, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল নামবে মরক্কোর বিরুদ্ধে ৷ সেই মরক্কো, যারা স্পেনকে রাউন্ড সিক্সটিন থেকে ছিটকে দিয়েছে ৷ ফলে কোয়ার্টারের এই ম্যাচে রোনাল্ডোকে স্যান্তোস শুরু থেকে খেলান, নাকি আবারও পরিবর্ত হিসেবে নামাবেন, সেটাই দেখার ৷