দোহা, 22 নভেম্বর: চটকদার ফুটবল নয়, সুযোগের অপেক্ষায় থেকে বাজিমাত করার কৌশলে জয়ী নেদারল্যান্ডস। ফুটবলে গোল শেষ কথা। তাই টোটাল ফুটবলের মন ভালো করা উপস্থাপনের জায়গায় সুযোগ কাজে সেই কাজটাই করে দেখাল নেদারল্যান্ডস। ইকুয়েডর বনাম কাতার ম্যাচের 24 ঘণ্টার মধ্যে গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং সেনেগাল। আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে রুদ গুলিত, ভ্যান বাস্তেনদের উত্তরসূরীরা জয়ী হলেও সেভাবে দাপট দেখাতে পারলেন কই !
দু'দলের কোচই রক্ষণের দরজা বন্ধ করে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন। ফলে পাসের জঙ্গলে হারিয়ে গেল ফুটবলের স্কিল । ম্যাচে লাগলো না উত্তেজনা চেনা রং। স্কোরবোর্ড বলছে দুই দলের লড়াইয়ের ফলাফল 2-0। সুযোগ কাজে লাগিয়ে জয়ী নেদারল্যান্ডস। স্কোরার জাকপো এবং ক্লাসেন।
অন্যদিকে, সাদিও মানের স্কোরিং বুটে আস্থা রেখেছিল সেনেগাল। কিন্তু আফ্রিকান নেশনস কাপ জয়ী দলের সেরা অস্ত্রকে থামাতে কমলা ব্রিগেড জোনাল মার্কিংয়ের ফাঁদ পেতেছিল। সেই কৌশলে তারা সফল। নেদারল্যান্ডসের অক্রমণ ভাগে ভিনসেন্ট জেসন, বার্গউইনরাও একাধিকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করেও খুব বেশি সফল হননি ।
আরও পড়ুন: কাতারের রেশ কলকাতায়, উন্মাদনা জাগাতে তৈরি বিশ্বকাপ মিষ্টি
চলতি বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ যদি গোলের উৎসব হয় তাহলে সেনেগাল বনাম নেদারল্যান্ডসের ফুটবল যুদ্ধ ছিল কর্কশ ট্যাকটিকাল লড়াই। সোমবার সন্ধ্যার ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ যদি গোল স্কোরিং ক্ষমতা চুড়ান্ত প্রয়োগ হয় তাহলে নেদারল্যান্ডস এবং সেনেগালের ম্যাচ সুযোগ নষ্ট এবং বেশ কয়েকবার ভালো গোলরক্ষার প্রদর্শনী হিসেবেই থেকে যাবে। দিনের শেষে তবুও নেদারল্যান্ডস জয়ী কারণ জাকপো, ক্লাসেনর অসাধারণ গোল, এবং ডাচ গোলকিপারের অসাধারণ গোলরক্ষা। নেদারল্যান্ডসের বর্ষসেরা ফুটবলারটি প্রথম গোলটি করলেন ম্যাচের 84 মিনিটে। বাঁ দিক থেকে ডে জংয়ের সেন্টারে মাথা ছুঁইয়ে। শেষ মিনিটে ডিপের পাস থেকে নেদারল্যান্ডসের দ্বিতীয় ক্লাসেনের। পিছিয়ে পড়ে চাপ বাড়িয়েছিল সেনেগাল। কিন্তু তাদের যাবতীয় চেষ্টা জাস্টিনের হাত পেরিয়ে জালে পৌছয়নি। তাই বলাই যায় কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কৌশলী লড়াইয়েই টেক্কা দিল টোটাল ফুটবল জনক দেশ।
এদিকে গ্রুপ বি এর অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলসের খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। 36 মিনিটে টিমোথি ওহের গোলে এগিয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 82 মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান গ্যারেথ বেল।