ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপে কলকাতা থেকে কাতার গিয়েছেন 9 হাজার ফুটবল প্রেমী !

বিশ্বকাপ (FIFA World Cup 2022) আবহের কলকাতা থেকে কাতার গিয়েছেন 9 হাজারের বেশি ফুটবল প্রেমী (9000 Football Fans from Kolkata Reach Qatar) ৷ এমনটাই জানিয়েছে, ভারতীয় ট্রাভেল এজেন্টস ফেডরেশন’ ৷ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্যও বহু মানুষ কাতারের টিকিটের খোঁজ করছেন ৷

fifa-world-cup-2022-more-than-9000-football-fans-from-kolkata-reach-qatar
fifa-world-cup-2022-more-than-9000-football-fans-from-kolkata-reach-qatar
author img

By

Published : Dec 12, 2022, 11:39 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: ফুটবল আর কলকাতা শহর- এই দুইয়ের যোগাযোগ জন্ম-জন্মান্তরের ৷ তা সে ইস্টবেঙ্গল-মোহনবাগান হোক বা রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ৷ আর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্তিনা ৷ বাঙালির আবেগ থাকে চরমে ৷ আর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) সেটা আরও একবার প্রমাণিত হল ৷ কলকাতা থেকে 9 হাজারের বেশি ফুটবল প্রেমী মানুষ বিশ্বকাপ দেখতে কাতার পৌঁছে গিয়েছেন (9000 Football Fans from Kolkata Reach Qatar) ৷

এমনকী ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেও, কলকাতার বহু মানুষ ট্রাভেল এজেন্সিগুলিতে কাতারের টিকিট ও হোটেল নিয়ে খোঁজখবর নিচ্ছেন ৷ মূলত, সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের জন্য 24 ঘণ্টা ফিফার ওয়েবসাইটে হত্যে দিয়ে পড়ে কলকাতা ৷ এনিয়ে ভারতীয় ট্রাভেল এজেন্টস ফেডরেশন’-এর সদস্য অনিল পাঞ্জাবি জানিয়েছেন, পূর্ব ভারত থেকে এখনও পর্যন্ত 10-12 হাজার ফুটবল প্রেমী মানুষ কাতারে গিয়েছেন ৷ যেখানে কলকাতা থেকে সর্বাধিক 9 হাজারের বেশি মানুষ কাতার গিয়েছেন ৷

আরও পড়ুন: 'আমার কাছে তুমি সর্বকালের সেরা', সিআর 7-কে বিরাট-বার্তা

ভারতীয় ট্রাভেল এজেন্টস ফেডরেশন’-এর ওই সদস্য আরও জানিয়েছেন, বহু মানুষ এখনও কাতারের টিকিটের খোঁজ করছেন, সঙ্গে হোটেলের খোঁজও করছেন তাঁরা ৷ যেখানে কলকাতা থেকে কম করে দেড় হাজার ফুটবল সমর্থক কাতারে যেতে পারেন ৷ প্রসঙ্গত, কলকাতা থেকে বহু সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কাতার বিশ্বকাপে ইতিমধ্যে গিয়েছেন ৷ তা সে মদন মিত্র হোক, বা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ৷ চন্দ্রবিন্দু ব্যান্ডের দুই লিড ভোকালিস্ট অনিন্দ্য এবং উপল, তাঁরাও কাতার গিয়েছেন বিশ্বকাপ ম্যাচ দেখতে ৷ এমনকি শোনা যাচ্ছে, ফাইনাল দেখতে কাতার যেতে পারেন 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷

কলকাতা, 12 ডিসেম্বর: ফুটবল আর কলকাতা শহর- এই দুইয়ের যোগাযোগ জন্ম-জন্মান্তরের ৷ তা সে ইস্টবেঙ্গল-মোহনবাগান হোক বা রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ৷ আর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্তিনা ৷ বাঙালির আবেগ থাকে চরমে ৷ আর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) সেটা আরও একবার প্রমাণিত হল ৷ কলকাতা থেকে 9 হাজারের বেশি ফুটবল প্রেমী মানুষ বিশ্বকাপ দেখতে কাতার পৌঁছে গিয়েছেন (9000 Football Fans from Kolkata Reach Qatar) ৷

এমনকী ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেও, কলকাতার বহু মানুষ ট্রাভেল এজেন্সিগুলিতে কাতারের টিকিট ও হোটেল নিয়ে খোঁজখবর নিচ্ছেন ৷ মূলত, সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের জন্য 24 ঘণ্টা ফিফার ওয়েবসাইটে হত্যে দিয়ে পড়ে কলকাতা ৷ এনিয়ে ভারতীয় ট্রাভেল এজেন্টস ফেডরেশন’-এর সদস্য অনিল পাঞ্জাবি জানিয়েছেন, পূর্ব ভারত থেকে এখনও পর্যন্ত 10-12 হাজার ফুটবল প্রেমী মানুষ কাতারে গিয়েছেন ৷ যেখানে কলকাতা থেকে সর্বাধিক 9 হাজারের বেশি মানুষ কাতার গিয়েছেন ৷

আরও পড়ুন: 'আমার কাছে তুমি সর্বকালের সেরা', সিআর 7-কে বিরাট-বার্তা

ভারতীয় ট্রাভেল এজেন্টস ফেডরেশন’-এর ওই সদস্য আরও জানিয়েছেন, বহু মানুষ এখনও কাতারের টিকিটের খোঁজ করছেন, সঙ্গে হোটেলের খোঁজও করছেন তাঁরা ৷ যেখানে কলকাতা থেকে কম করে দেড় হাজার ফুটবল সমর্থক কাতারে যেতে পারেন ৷ প্রসঙ্গত, কলকাতা থেকে বহু সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কাতার বিশ্বকাপে ইতিমধ্যে গিয়েছেন ৷ তা সে মদন মিত্র হোক, বা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ৷ চন্দ্রবিন্দু ব্যান্ডের দুই লিড ভোকালিস্ট অনিন্দ্য এবং উপল, তাঁরাও কাতার গিয়েছেন বিশ্বকাপ ম্যাচ দেখতে ৷ এমনকি শোনা যাচ্ছে, ফাইনাল দেখতে কাতার যেতে পারেন 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.