দোহা, 19 ডিসেম্বর: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), যাঁর হ্যাটট্রিকের জেরে কয়েক মুহূর্তের জন্য হলেও লিওনেল মেসি (Lionel Messi)-র বিশ্বকাপ জয়ের স্বপ্ন বিপদের মুখে পড়েছিল ৷ 23 বছরের সেই তরুণ এমবাপেকে নিয়ে উপহাস আর্জেন্তিনার ড্রেসিংরুমে ৷ আর যিনি এই উপহাস করলেন, তাঁর নাম এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez Mocked France Striker) ৷ ফিফা বিশ্বকাপ 2022-এর ‘গোল্ডেন গ্লাভ’ গোলকিপার ৷ মূলত আর্জেন্তিনার তেকাঠির নিচে এই এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধেই 57 বছর পর বিশ্বকাপের ফাইনালে কোনও খেলোয়াড় হ্যাটট্রিক করলেন ৷
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আর্জেন্তিনার ড্রেসিংরুমে বিশ্বকাপ জয়ের উৎসবে মেতে ছিলেন আর্জেন্তিনার ফুটবলাররা ৷ সেখানে আর্জেন্তাইন ফুটবলাররা একসঙ্গে গলা মিলিয়ে গান করছিলেন ৷ বাংলায় যার তরজমা করলে দাঁড়ায়, ‘‘এক মিনিটের নীরবতা...’’, মাঝে কয়েক মুহূর্তের বিরতি ৷ আর তারপরেই গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ চিৎকার করে গেয়ে ওঠেন, ‘‘এমবাপের জন্য, যিনি মৃত ৷’’
রবিবার রাতে লুসেইল স্টেডিয়ামে প্রথম হাফে 2-0 গোল আর্জেন্তিনা এগিয়ে যাওয়ার পর, ধরেই নেওয়া হয়েছিল 90 মিনিটের মধ্যে ম্যাচের যবনিকা পতন হবে ৷ কিন্তু, এমবাপের 80 ও 81 মিনিটের গোলে ম্যাচের চিত্রনাট্য বদল যায় ৷ অতিরিক্তি সময় খেলা গড়ায় ৷ সেখানেও একপ্রস্থ নাটক ৷ 108 মিনিটে মেসি ফের আর্জেন্তিনাকে এগিয়ে দেন ৷ তবে, 118 মিনিটে আবারও পট পরিবর্তন ৷ আর্জেন্তিনার বক্স হ্যান্ডবল করে বসেন লাউতোরো মার্তিনেজ ৷ আবারও পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে ৷
-
"A minute of silence for ... Mbappe!" 😅
— ESPN FC (@ESPNFC) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Emiliano Martinez during Argentina's dressing room celebration.
(via nicolasotamendi30/Instagram) pic.twitter.com/dwm3IrUNWG
">"A minute of silence for ... Mbappe!" 😅
— ESPN FC (@ESPNFC) December 18, 2022
Emiliano Martinez during Argentina's dressing room celebration.
(via nicolasotamendi30/Instagram) pic.twitter.com/dwm3IrUNWG"A minute of silence for ... Mbappe!" 😅
— ESPN FC (@ESPNFC) December 18, 2022
Emiliano Martinez during Argentina's dressing room celebration.
(via nicolasotamendi30/Instagram) pic.twitter.com/dwm3IrUNWG
আরও পড়ুন: ম্যাজিকাল মেসি থেকে দুর্ভেদ্য মার্তিনেজ, বিশ্বকাপে ব্যক্তিগত সেরা হলেন কারা
তবে, পেনাল্টি শুটআউটে তেকাঠিj নিচে ফের নিজেকে প্রমাণ করেন এমিলিয়ানো মার্তিনেজ ৷ ফ্রান্সের 2টি পেনাল্টি শট বাঁচিয়ে আর্জেন্তিনা তথা লিওনেল মেসির বিশ্বকাপ জয় সুনিশ্চিত করেন তিনি ৷ সেই সঙ্গে টুর্নামেন্টের সেরা গোলকিপারের শিরোপা জেতেন এমিলিয়ানো মার্তিনেজ ৷