দোহা, 2 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) জাপানের 2-1 গোলে হার স্পেনের (Japan Win Against Spain in Last Match) ৷ তবে, গোল পার্থক্যের কারণে বিশ্বকাপের শেষ ষোলোয় প্রবেশ করে গেল স্প্যানিশরা ৷ আর বৃহস্পতিবার মাঝরাতের এই ম্যাচে ছিল এক রাশ বিতর্ক ৷ আর যার মূলে সেই টেকনোলজি ৷ ভুলত্রুটি শোধরাতে অত্যাধুনিক ভিএআর (VAR)-এর সাহায্য নেওয়া হয়েছে ৷ কিন্তু, সেই অত্যাধুনিক প্রযুক্তিই এবার আলোচনার কেন্দ্রে ৷ তাই গ্রুপ ই-র শেষ ম্যাচে ফের ভিএআর নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল ৷
স্পেনের বিরুদ্ধে জাপান 2-1 ব্যবধানে জিতলেও (Japan vs Spain), বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের ৷ আও তানাকার করা গোলে এগিয়ে যায় জাপান ৷ আর সেই গোল নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ স্পেন শিবির এবং সমর্থকদের অভিযোগ, জাপানের গোলের সময় বল গোল লাইনের বাইরে চলে গেছিল ৷ যদিও, ভিএআর-এর সাহায্যে রেফারি গোলের সিদ্ধান্ত নেন ৷
ম্যাচের 10 মিনিটে আলভারো মোরাতা স্পেনকে এগিয়ে দেন ৷ তখন দেখে মনে হচ্ছিল প্রাক্তন চ্যাম্পিয়নরা ব্লু সামুরাইদের সহজেই হারিয়ে দেবে ৷ তবে, দ্বিতীয়ার্ধে 48 মিনিটে সমতা ফেরান রিতসু ডোয়ান ৷ 5 মিনিট পরে ম্যাচের দ্বিতীয় গোলও এসে যায় জাপানের পক্ষে ৷ যদিও, এই গোল নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে ৷ দাবি ওঠে জাপানের খেলোয়াড় তানাকা বল আউট লাইনের বাইরে থেকে ভিতরে নিয়ে এসেছিলেন ৷ যা নিশ্চিত করতে ভিএআর-এর সাহায্য নেন রেফারি ৷ দীর্ঘক্ষণ ভিএআর পরীক্ষা করে রেফারি জানান বল আউট লাইন পেরনোর আগেই তা ভিতরে নিয়ে এসেছিলেন জাপানের ফুটবলার ৷ এর পরেই গোল বৈধ বলে জানান রেফারি ৷ তবে, স্প্যানিশ সমর্থকদের অধিকাংশই তা বিশ্বাস করতে পারেননি ৷
আরও পড়ুন: ফের অঘটন, জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির
ম্যাচের ফাইনাল বাঁশি বাজার আগে জাপান 2-1 গোলের ব্যবধান বজায় রাখতে সক্ষম হয় ৷ সেই সঙ্গে গ্রুপ-ই থেকে শীর্ষে থেকে পরবর্তী রাউন্ড অফ সিক্সটিনের প্রবেশ করেছে জাপান ৷ রাউন্ড অফ সিক্সটিনে জাপান, ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ৷ অন্যদিকে, স্পেন খেলবে মরক্কোর বিরুদ্ধে ৷ উল্লেখযোগ্যভাবে, 2014 সালের চ্যাম্পিয়ন জার্মানি কোস্টারিকার বিরুদ্ধে 4-2 গোলে জিতেও টুর্নামেন্টর গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেল ৷