ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বজয়ের কাঁটা ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড, মনে করেন মেসি - কাতার বিশ্বকাপ

আর্জেন্টিনার বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের সবচেয়ে বড় বাধা হতে পারে ব্রাজিল ৷ আর তার পরেই ফ্রান্স ও ইংল্যান্ড (Brazil France England are Favorites) ৷ এমনটাই মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Leonel Messi) ৷

FIFA World Cup 2022 Brazil France England are Favorites Says Leonel Messi
FIFA World Cup 2022 Brazil France England are Favorites Says Leonel Messi
author img

By

Published : Nov 16, 2022, 2:18 PM IST

Updated : Nov 16, 2022, 3:04 PM IST

প্যারিস, 16 নভেম্বর: কাতারে বিশ্বকাপ ট্রফি (FIFA World Cup 2022) জেতার লড়াইয়ে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে (Brazil France England are Favorites) ৷ এমনটাই মনে করে আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি (Leonel Messi) ৷ তাঁর মতে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের 36 বছরের অপেক্ষার পথে সবচেয়ে বড় কাঁটা ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ তিনি বলেন, ‘‘যখনই আমরা বিশ্বকাপের দাবিদারের কথা বলি, বারেবারে এই নামগুলো আলোচনায় উঠে আসে ৷ সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মেসি ৷

2014 ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিরুদ্ধে 0-1 গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে ৷ সেবার মেসির সামনে ফুটবল বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ ছিল ৷ 2018-তে রাশিয়া বিশ্বকাপেও নকআউট পর্ব থেকে ছিটকে যায় আর্জেন্টিনা ৷ এবছর মেসি তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন ৷ আর খুব সম্ভবত শেষ বিশ্বকাপ ৷ তবে, লিও মেসি কী বলছেন ? তাঁর কথায়, আর্জেন্টিনার কাপ জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা লাতিন আমেরিকান চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ৷ আর তার পর ইউরোপের ফ্রান্স ও ইংল্যান্ড ৷

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘যদি আমায় কাউকে বাকিদের থেকে এগিয়ে রাখতে হয় তাহলে সেখানে সবার আগে থাকবে ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ কিন্তু, বিশ্বকাপ খুবই কঠিন ৷ আর তাই এখানে যে কোনও মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে ৷’’ দু’বারের বিশ্ব জয়ী আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে আগামী 22 নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ৷ গ্রুপ সি-তে এর পর লিও মেসি, দি মারিয়ারা মেক্সিকো ও পোল্যান্ডের বিরুদ্ধে খেলবেন ৷

আরও পড়ুন: শুধু নেইমার নন, তিতের ভাবনায় তাঁর ন'জন ফরোয়ার্ডই

প্রসঙ্গত, লিওনেল স্কালোনির দল এখনও পর্যন্ত টানা 35টি আন্তর্জাতিক ম্যাচ পরাজিত রয়েছে ৷ যেখানে 2021 কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জেতা ম্যাচও রয়েছে ৷ আর নিজেদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে মেসি বলেছেন, ‘‘আমরা খুবই উত্তেজিত ৷ আমরা খুব ভালো দল ৷ যেখানে সবাই শিখতে আগ্রহী ৷ কিন্তু, আমরা পুরো বিষয়টিকে ছোট ছোট করে ধরে এগোচ্ছি ৷’’

প্যারিস, 16 নভেম্বর: কাতারে বিশ্বকাপ ট্রফি (FIFA World Cup 2022) জেতার লড়াইয়ে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে (Brazil France England are Favorites) ৷ এমনটাই মনে করে আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি (Leonel Messi) ৷ তাঁর মতে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের 36 বছরের অপেক্ষার পথে সবচেয়ে বড় কাঁটা ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ তিনি বলেন, ‘‘যখনই আমরা বিশ্বকাপের দাবিদারের কথা বলি, বারেবারে এই নামগুলো আলোচনায় উঠে আসে ৷ সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মেসি ৷

2014 ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিরুদ্ধে 0-1 গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে ৷ সেবার মেসির সামনে ফুটবল বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ ছিল ৷ 2018-তে রাশিয়া বিশ্বকাপেও নকআউট পর্ব থেকে ছিটকে যায় আর্জেন্টিনা ৷ এবছর মেসি তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন ৷ আর খুব সম্ভবত শেষ বিশ্বকাপ ৷ তবে, লিও মেসি কী বলছেন ? তাঁর কথায়, আর্জেন্টিনার কাপ জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা লাতিন আমেরিকান চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ৷ আর তার পর ইউরোপের ফ্রান্স ও ইংল্যান্ড ৷

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘যদি আমায় কাউকে বাকিদের থেকে এগিয়ে রাখতে হয় তাহলে সেখানে সবার আগে থাকবে ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ কিন্তু, বিশ্বকাপ খুবই কঠিন ৷ আর তাই এখানে যে কোনও মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে ৷’’ দু’বারের বিশ্ব জয়ী আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে আগামী 22 নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ৷ গ্রুপ সি-তে এর পর লিও মেসি, দি মারিয়ারা মেক্সিকো ও পোল্যান্ডের বিরুদ্ধে খেলবেন ৷

আরও পড়ুন: শুধু নেইমার নন, তিতের ভাবনায় তাঁর ন'জন ফরোয়ার্ডই

প্রসঙ্গত, লিওনেল স্কালোনির দল এখনও পর্যন্ত টানা 35টি আন্তর্জাতিক ম্যাচ পরাজিত রয়েছে ৷ যেখানে 2021 কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জেতা ম্যাচও রয়েছে ৷ আর নিজেদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে মেসি বলেছেন, ‘‘আমরা খুবই উত্তেজিত ৷ আমরা খুব ভালো দল ৷ যেখানে সবাই শিখতে আগ্রহী ৷ কিন্তু, আমরা পুরো বিষয়টিকে ছোট ছোট করে ধরে এগোচ্ছি ৷’’

Last Updated : Nov 16, 2022, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.