ETV Bharat / sports

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সরকারি হস্তক্ষেপ', পাঁচবারের বিশ্বজয়ীদের সাসপেন্ডের হুঁশিয়ারি ফিফার - এআইএফএফ

FIFA Threatens to Suspend Brazilian Football Confederation: এবার ফিফার সাসপেনশনের খাঁড়া ঝুলছে ব্রাজিল ফুটবলের উপর ৷ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচনে 'বহিরাগত হস্তক্ষেপ' ইস্যুতে, জাতীয় দল ও ব্রাজিলের ক্লাবগুলিকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 11:17 AM IST

Updated : Dec 25, 2023, 12:07 PM IST

রিও ডি জেনেইরো, 25 ডিসেম্বর: ব্রাজিল ফুটবলে নয়া বিপত্তি ৷ ফিফার সাসপেনশনের খাঁড়া ঝুলছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের উপর ৷ কনফেডারেশনের নির্বাচনে সে দেশের আদালতের হস্তক্ষেপ করেছে। এই ঘটনায় ফিফা তাদের সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে ৷ আর সেটা হলে দেশ হিসেবে ব্রাজিল এবং ক্লাবগুলির আন্তর্জাতিক স্তরে খেলার উপর নিষেধাজ্ঞা জারি হবে ৷ উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করেছিল। ঠিক এই কারণে এআইএফএফ-কে সাসপেন্ড করেছিল ফিফা ৷ এবার সেই একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ব্রাজিল।

ফিফা আপাতত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে সতর্ক করেছে ৷ বলা হয়েছে, যদি আগামী জানুয়ারি মাসে বহিরাগত হস্তক্ষেপে (আদালত বা সরকার) কনফেডারেশনের নির্বাচন হয়, সেক্ষেত্রে ব্রাজিলকে সাসপেন্ড করা হবে ৷ ফিফা ব্রাজিলিয়ান সকার এক্সিকিউটিভকে একটি চিঠি পাঠিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "দেশের ফুটবল সংস্থা সিবিএফ যদি ফিফার অপেক্ষা করার আহ্বান না মানে এবং পরিবর্তে এডনাল্ডো রড্রিগেসকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে দ্রুত নির্বাচনের আয়োজন করে তবে ব্রাজিলের ফুটবল সংস্থাকে সাসপেন্ড করা হবে ৷"

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ফিফার সেই চিঠিকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে ৷ উল্লেখ্য, রিও ডি জেনেইরো আদালত গতবছর হওয়া ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে, 7 ডিসেম্বর প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেস এবং তাঁর নেতৃত্বাধীন বোর্ডকে বরখাস্ত করে ৷ আর গত সপ্তাহে ব্রাজিলের দু’টি শীর্ষ আদালত রিও ডি জেনেইরো আদালতের রায়কে বহাল রাখে ৷ কিন্তু, ফিফার সংবিধান অনুযায়ী, সদস্য দেশগুলির বোর্ডে সরকার বা তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপের অনুমতি দেয় না ৷ ব্রাজিলের ক্ষেত্রে সেটাই হয়েছে ৷ আদালতের হস্তক্ষেপে গতবছর নির্বাচিত বোর্ডকে বরখাস্ত করা হয়েছে ৷

এমনকী রিও শীর্ষ আদালত ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান জস পার্দিজের তত্ত্বাবধানে, আগামী 30টি কাজের দিনের মধ্যে নতুন করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচন করার নির্দেশ দিয়েছে ৷ এটি সরাসরি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ৷ এক্ষেত্রে আদালতের নির্দেশে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচন হলে ফিফার সাসপেনশন নোটিশ আসা কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে ৷ তেমনটা হলে, ব্রাজিলের আগামী বছর কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলা অনিশ্চিত হয়ে পড়বে ৷ এমনকী আগামী বছর সেপ্টেম্বর মাসে 2026 বিশ্বকাপের কোয়ালিফায়ারে ব্রাজিল অংশ নিতেও পারবে না ৷

আরও পড়ুন:

  1. ফিফা ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণে ক্ষুব্ধ ফিফপ্রো ও ম্যানেজাররা
  2. ইরানে পুরুষদের ফুটবল খেলা দেখতে মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি, সিদ্ধান্তকে স্বাগত ফিফার
  3. আর্জেন্তিনার কোচের পদে থাকবেন কি ! ব্রাজিল ম্যাচ জিতে ভাবছেন স্কালোনি

রিও ডি জেনেইরো, 25 ডিসেম্বর: ব্রাজিল ফুটবলে নয়া বিপত্তি ৷ ফিফার সাসপেনশনের খাঁড়া ঝুলছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের উপর ৷ কনফেডারেশনের নির্বাচনে সে দেশের আদালতের হস্তক্ষেপ করেছে। এই ঘটনায় ফিফা তাদের সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে ৷ আর সেটা হলে দেশ হিসেবে ব্রাজিল এবং ক্লাবগুলির আন্তর্জাতিক স্তরে খেলার উপর নিষেধাজ্ঞা জারি হবে ৷ উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করেছিল। ঠিক এই কারণে এআইএফএফ-কে সাসপেন্ড করেছিল ফিফা ৷ এবার সেই একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ব্রাজিল।

ফিফা আপাতত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে সতর্ক করেছে ৷ বলা হয়েছে, যদি আগামী জানুয়ারি মাসে বহিরাগত হস্তক্ষেপে (আদালত বা সরকার) কনফেডারেশনের নির্বাচন হয়, সেক্ষেত্রে ব্রাজিলকে সাসপেন্ড করা হবে ৷ ফিফা ব্রাজিলিয়ান সকার এক্সিকিউটিভকে একটি চিঠি পাঠিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "দেশের ফুটবল সংস্থা সিবিএফ যদি ফিফার অপেক্ষা করার আহ্বান না মানে এবং পরিবর্তে এডনাল্ডো রড্রিগেসকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে দ্রুত নির্বাচনের আয়োজন করে তবে ব্রাজিলের ফুটবল সংস্থাকে সাসপেন্ড করা হবে ৷"

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ফিফার সেই চিঠিকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে ৷ উল্লেখ্য, রিও ডি জেনেইরো আদালত গতবছর হওয়া ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে, 7 ডিসেম্বর প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেস এবং তাঁর নেতৃত্বাধীন বোর্ডকে বরখাস্ত করে ৷ আর গত সপ্তাহে ব্রাজিলের দু’টি শীর্ষ আদালত রিও ডি জেনেইরো আদালতের রায়কে বহাল রাখে ৷ কিন্তু, ফিফার সংবিধান অনুযায়ী, সদস্য দেশগুলির বোর্ডে সরকার বা তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপের অনুমতি দেয় না ৷ ব্রাজিলের ক্ষেত্রে সেটাই হয়েছে ৷ আদালতের হস্তক্ষেপে গতবছর নির্বাচিত বোর্ডকে বরখাস্ত করা হয়েছে ৷

এমনকী রিও শীর্ষ আদালত ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান জস পার্দিজের তত্ত্বাবধানে, আগামী 30টি কাজের দিনের মধ্যে নতুন করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচন করার নির্দেশ দিয়েছে ৷ এটি সরাসরি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ৷ এক্ষেত্রে আদালতের নির্দেশে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচন হলে ফিফার সাসপেনশন নোটিশ আসা কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে ৷ তেমনটা হলে, ব্রাজিলের আগামী বছর কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলা অনিশ্চিত হয়ে পড়বে ৷ এমনকী আগামী বছর সেপ্টেম্বর মাসে 2026 বিশ্বকাপের কোয়ালিফায়ারে ব্রাজিল অংশ নিতেও পারবে না ৷

আরও পড়ুন:

  1. ফিফা ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণে ক্ষুব্ধ ফিফপ্রো ও ম্যানেজাররা
  2. ইরানে পুরুষদের ফুটবল খেলা দেখতে মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি, সিদ্ধান্তকে স্বাগত ফিফার
  3. আর্জেন্তিনার কোচের পদে থাকবেন কি ! ব্রাজিল ম্যাচ জিতে ভাবছেন স্কালোনি
Last Updated : Dec 25, 2023, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.