নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করল ফিফা ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডির তরফে রবিবার এক শোকবার্তা এসে পৌঁছয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলের কাছে (FIFA President Condoles the death of Surajit Sengupta to AIFF) ৷
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এআইএফএফ'কে পাঠানো শোকবার্তায় লিখেছেন, "প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমার আন্তরিক সমবেদনা ৷ শোকপ্রকাশের কোনও ভাষা আমার কাছে নেই ৷"
কেরিয়ারের শুরুতে মোহনবাগানের জার্সি গায়ে চাপালেও ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' হিসেবে পরিচিত সুরজিৎ সেনগুপ্ত গত 19 ফেব্রুয়ারি প্রয়াত হন (Surajit Sengupta passed away on 19th February) ৷ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও জীবনের মূলস্রোতে আর আর ফেরা হয়নি 1974-79 দেশের হয়ে খেলা এই উইঙ্গারের ৷
1974 সালের জুলাইয়ে মারডেকা কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়া সুরজিৎ জাতীয় দলের জার্সিতে খেলেছেন 14টি ম্যাচ ৷ অভিষেকের বছরে দেশের জার্সিতে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন সুরজিৎ ৷1978 এশিয়াডেও ভারতীয় দলের সৈনিক ছিলেন তিনি ৷
আরও পড়ুন : Surajit Sengupta Demise : কারও দাদা, কারও পরম বন্ধু; সুরজিতের প্রয়াণে শোকস্তব্ধ সুব্রত-মানসরা
সুরজিৎ সেনগুপ্তকে ভারতীয় ফুটবলের কিংবদন্তি এবং তাঁর প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে ইনফান্তিনো শোকবার্তায় আরও লেখেন, "আন্তর্জাতিক ফুটবল কমিউনিটির পক্ষ থেকে আমি ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে, সুরজিতের পরিবার, প্রিয়জনের প্রতি সমব্যথী ৷ "