ETV Bharat / sports

FIFA World Cup: 48 দল নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ, মঞ্চ মাতাবে আরও অনেক ‘ছোট দেশ’

আগামী বিশ্বকাপের মঞ্চ মাতাবে আরও অনেক বেশি দেশ (FIFA World Cup 2026 will Organised With 48 Team) ৷ কাতার, সৌদি আরবের মতো আরও অনেক তথাকথিত ছোট দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷

fifa-world-cup-2026-will-organised-with-48-team
fifa-world-cup-2026-will-organised-with-48-team
author img

By

Published : Dec 7, 2022, 7:32 PM IST

Updated : Dec 7, 2022, 7:48 PM IST

দোহা, 7 ডিসেম্বর: পরবর্তী ফিফা বিশ্বকাপে 32-এর বদলে 48টি দলকে অংশ নিতে দেখা যাবে (FIFA Increasing to 48 Teams for 2026 World Cup) ৷ এর অর্থ আগামী বিশ্বকাপে আরও অনেক দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷ যে সব দেশ এবছর অল্পের জন্য কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে সুযোগ পায়নি, সেই দেশ ছাড়াও আরও অনেক দল 2026 বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে ৷

FIFA World Cup 2026 will Organised With 48 Team
রাউন্ড সিক্সটিনে পৌঁছানোর উল্লাস জাপানের ফুটবলারদের

2026 ফিফা বিশ্বকাপের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ৷ উত্তর আমেরিকার এই তিন দেশ আয়োজক হিসেবে আগেই টুর্নামেন্টে প্রবেশ করে যাবে ৷ বাকি 45টি দেশকে কোয়ালিফায়ার খেলে মূলপর্বে যেতে হবে ৷ এমন অনেক দেশকে পরবর্তী বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে, যারা প্রথমবার ফুটবলের সেরা প্রতিযোগিতার মঞ্চে অবতীর্ণ হবে ৷ সেইসঙ্গে সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া ও মরক্কোর মতো আরও কয়েকটি দেশ উঠে আসতে পারে, যারা তথাকথিত বড় দলগুলির বিরুদ্ধে অঘটন ঘটাতে তৈরি থাকবে ৷

FIFA World Cup 2026 will Organised With 48 Team
জাপানের সমর্থকদের উল্লাস

যেখানে 2022 ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) সৌদি আরব গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্তিনাকে হারিয়ে, ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে ৷ তেমনি দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে রাউন্ড সিক্সটিনের ম্যাচে পৌঁছে যায় ৷ সেই সঙ্গে উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা গ্রুপ পর্যায়েই থেমে গিয়েছে ৷ একইভাবে জাপান জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে দেয় ৷ এরপর আর টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৷

fifa-world-cup-2026-will-organised-with-48-team
পরিবারে সঙ্গে উৎসবে মাতলেন মরক্কোর ফুটবলার

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপে এবার সেরা 8-এর লড়াই

আবার স্পেন বনাম কোস্টারিকা ম্যাচের মতো ফলাফলও দেখা যাবে ৷ যেখানে স্পেন 7-0 গোলে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছিল ৷ একইভাবে ইংল্যান্ড বনাম ইরান ৷ যে ম্যাচ ইংল্যান্ড 6-2 গোলে জেতে ৷ ফ্রান্স অস্ট্রেলিয়াকে 4-1 গোল হারায় গ্রুপ পর্বে ৷ একইভাবে রাউন্ড অফ সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল ৷ ফ্রান্স পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে ৷ ইংল্যান্ড সেনেগালের বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে ৷ আর সবশেষে পর্তুগাল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 6-1 গোলে ম্যাচ জেতে ৷ পাশাপাশি, রাউন্ড সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছে 2010 বিশ্বকাপ জয়ী স্পেনকে ৷ মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে 3-0 গোলে হেরেছে লুইস এনরিকের দল ৷

দোহা, 7 ডিসেম্বর: পরবর্তী ফিফা বিশ্বকাপে 32-এর বদলে 48টি দলকে অংশ নিতে দেখা যাবে (FIFA Increasing to 48 Teams for 2026 World Cup) ৷ এর অর্থ আগামী বিশ্বকাপে আরও অনেক দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷ যে সব দেশ এবছর অল্পের জন্য কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে সুযোগ পায়নি, সেই দেশ ছাড়াও আরও অনেক দল 2026 বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে ৷

FIFA World Cup 2026 will Organised With 48 Team
রাউন্ড সিক্সটিনে পৌঁছানোর উল্লাস জাপানের ফুটবলারদের

2026 ফিফা বিশ্বকাপের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ৷ উত্তর আমেরিকার এই তিন দেশ আয়োজক হিসেবে আগেই টুর্নামেন্টে প্রবেশ করে যাবে ৷ বাকি 45টি দেশকে কোয়ালিফায়ার খেলে মূলপর্বে যেতে হবে ৷ এমন অনেক দেশকে পরবর্তী বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে, যারা প্রথমবার ফুটবলের সেরা প্রতিযোগিতার মঞ্চে অবতীর্ণ হবে ৷ সেইসঙ্গে সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া ও মরক্কোর মতো আরও কয়েকটি দেশ উঠে আসতে পারে, যারা তথাকথিত বড় দলগুলির বিরুদ্ধে অঘটন ঘটাতে তৈরি থাকবে ৷

FIFA World Cup 2026 will Organised With 48 Team
জাপানের সমর্থকদের উল্লাস

যেখানে 2022 ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) সৌদি আরব গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্তিনাকে হারিয়ে, ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে ৷ তেমনি দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে রাউন্ড সিক্সটিনের ম্যাচে পৌঁছে যায় ৷ সেই সঙ্গে উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা গ্রুপ পর্যায়েই থেমে গিয়েছে ৷ একইভাবে জাপান জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে দেয় ৷ এরপর আর টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৷

fifa-world-cup-2026-will-organised-with-48-team
পরিবারে সঙ্গে উৎসবে মাতলেন মরক্কোর ফুটবলার

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপে এবার সেরা 8-এর লড়াই

আবার স্পেন বনাম কোস্টারিকা ম্যাচের মতো ফলাফলও দেখা যাবে ৷ যেখানে স্পেন 7-0 গোলে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছিল ৷ একইভাবে ইংল্যান্ড বনাম ইরান ৷ যে ম্যাচ ইংল্যান্ড 6-2 গোলে জেতে ৷ ফ্রান্স অস্ট্রেলিয়াকে 4-1 গোল হারায় গ্রুপ পর্বে ৷ একইভাবে রাউন্ড অফ সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল ৷ ফ্রান্স পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে ৷ ইংল্যান্ড সেনেগালের বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে ৷ আর সবশেষে পর্তুগাল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 6-1 গোলে ম্যাচ জেতে ৷ পাশাপাশি, রাউন্ড সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছে 2010 বিশ্বকাপ জয়ী স্পেনকে ৷ মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে 3-0 গোলে হেরেছে লুইস এনরিকের দল ৷

Last Updated : Dec 7, 2022, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.