ETV Bharat / sports

Sunil Chhetri: মেসি-রোনাল্ডোর সঙ্গে একাসনে সুনীল, 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' সম্মান ফিফার - সুনীল ছেত্রী

নীল জার্সিধারীদের দলনেতাকে বিশ্বকে চেনানোর দায়িত্ব নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা ৷ বিশ্ব ফুটবলে ভারত কোনওভাবেই আলোচনায় আসে না ৷ সেই দেশে কী করে সুনীলের মতো প্রতিভা উঠে এসেছে, তারই খোঁজ করেছে ফিফা (FIFA Honours Sunil Chhetri with a Docuseries) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 7:37 PM IST

Updated : Oct 29, 2022, 3:03 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: রোজই নয়া নজির গড়ছেন ক্যাপ্টেন ৷ বিশ্বে সক্রিয় ফুটবলারদের গোলের নিরিখে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) ৷ ভারতীয় দলের অধিনায়কের সামনে এখন শুধু দুই কিংবদন্তি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি ৷ আর্জেন্তেনীয়র থেকে মাত্র 6 গোল দূরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক ৷ এবার সুনীলকে বিশেষ সম্মান জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (FIFA Honours Sunil Chhetri) ৷

ভারতীয় ফুটবল কিংবদন্তিকে নিয়ে 3 এপিসোডের তথ্যচিত্র বানাচ্ছে ফিফা (Captain Fantastic) ৷ এদিন সামনে এসেছে তার প্রথম অংশ ৷ ঘটনা হল, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিরিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ তাতেই জায়গা পেয়েছেন সুনীল ৷ নীল জার্সিধারীদের দলনেতাকে বিশ্বকে চেনানোর দায়িত্ব নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা ৷ বিশ্ব ফুটবলে ভারত কোনওভাবেই আলোচনায় আসে না ৷ সেই দেশে কী করে সুনীলের মতো প্রতিভা উঠে এসেছে, প্রথম এপিসোডে তারই খোঁজ করেছে ফিফা (FIFA Honours Sunil Chhetri with a Docuseries) ৷

আরও পড়ুন: 17 বছর দেশের জার্সিতে, সামনে তাকাতে চান সুনীল

সাধারণত, ফিফা সেই ফুটবলারদের উপরেই তথ্যচিত্র বানায়, যাঁরা বিশ্বকাপ জিতেছেন বা বিশ্বকাপ পারফর্ম করেছেন । সেখানে সুনীলকে সেই তথ্যচিত্রের জন্য বেছে নেওয়া অধিনায়কের অসাধারণ ফুটবল শৈলীর কথাই বলে যায় ৷ জাতীয় দলের জার্সি গায়ে 131 ম্যাচে 84টি গোল করে ফেলেছেন সুনীল ৷ ছুঁয়ে ফেলেছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে ৷ এখন তাঁর সামনে রোনাল্ডো, মেসি ছাড়া রয়েছেন আলি দেই এবং মোখতার দাহারি ৷ তবে সুনীল যে ফর্মে রয়েছেন, তাতে দাহারিকে টপকে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন: বিয়ে বাড়ির অতিথির মতো আচরণ করবেন না, রাজ্যপালকে একহাত সুনীলের অভিনেতা শ্যালকের

আর্ন্তজাতিক ফুটবলে 17 বছর কাটিয়ে ফেলেছেন সুনীল (Sunil Chhetri) । দেশের হয়ে 84টি গোল করার পরও প্রথম দিনের মতো আজও গোলের জন্য একই রকম ক্ষুধার্ত থাকেন তিনি । ভারতীয় দলও গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে । গোলের জন্য ভরসা ছাপিয়ে নির্ভরতার প্রতীক নম্বর 11 ।

কলকাতা, 28 সেপ্টেম্বর: রোজই নয়া নজির গড়ছেন ক্যাপ্টেন ৷ বিশ্বে সক্রিয় ফুটবলারদের গোলের নিরিখে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) ৷ ভারতীয় দলের অধিনায়কের সামনে এখন শুধু দুই কিংবদন্তি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি ৷ আর্জেন্তেনীয়র থেকে মাত্র 6 গোল দূরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক ৷ এবার সুনীলকে বিশেষ সম্মান জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (FIFA Honours Sunil Chhetri) ৷

ভারতীয় ফুটবল কিংবদন্তিকে নিয়ে 3 এপিসোডের তথ্যচিত্র বানাচ্ছে ফিফা (Captain Fantastic) ৷ এদিন সামনে এসেছে তার প্রথম অংশ ৷ ঘটনা হল, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিরিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ তাতেই জায়গা পেয়েছেন সুনীল ৷ নীল জার্সিধারীদের দলনেতাকে বিশ্বকে চেনানোর দায়িত্ব নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা ৷ বিশ্ব ফুটবলে ভারত কোনওভাবেই আলোচনায় আসে না ৷ সেই দেশে কী করে সুনীলের মতো প্রতিভা উঠে এসেছে, প্রথম এপিসোডে তারই খোঁজ করেছে ফিফা (FIFA Honours Sunil Chhetri with a Docuseries) ৷

আরও পড়ুন: 17 বছর দেশের জার্সিতে, সামনে তাকাতে চান সুনীল

সাধারণত, ফিফা সেই ফুটবলারদের উপরেই তথ্যচিত্র বানায়, যাঁরা বিশ্বকাপ জিতেছেন বা বিশ্বকাপ পারফর্ম করেছেন । সেখানে সুনীলকে সেই তথ্যচিত্রের জন্য বেছে নেওয়া অধিনায়কের অসাধারণ ফুটবল শৈলীর কথাই বলে যায় ৷ জাতীয় দলের জার্সি গায়ে 131 ম্যাচে 84টি গোল করে ফেলেছেন সুনীল ৷ ছুঁয়ে ফেলেছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে ৷ এখন তাঁর সামনে রোনাল্ডো, মেসি ছাড়া রয়েছেন আলি দেই এবং মোখতার দাহারি ৷ তবে সুনীল যে ফর্মে রয়েছেন, তাতে দাহারিকে টপকে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন: বিয়ে বাড়ির অতিথির মতো আচরণ করবেন না, রাজ্যপালকে একহাত সুনীলের অভিনেতা শ্যালকের

আর্ন্তজাতিক ফুটবলে 17 বছর কাটিয়ে ফেলেছেন সুনীল (Sunil Chhetri) । দেশের হয়ে 84টি গোল করার পরও প্রথম দিনের মতো আজও গোলের জন্য একই রকম ক্ষুধার্ত থাকেন তিনি । ভারতীয় দলও গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে । গোলের জন্য ভরসা ছাপিয়ে নির্ভরতার প্রতীক নম্বর 11 ।

Last Updated : Oct 29, 2022, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.