কলকাতা, 26 জানুয়ারি: একুশ মিনিটের মধ্যেই স্প্যানিশ স্ট্রাইকার ইকের গুয়ারোক্সেনা হ্যাটট্রিক সেরে ফেলার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল দেওয়াল লিখনটা। সময় যত এগোল ফতোরদায় বাড়ল লজ্জা আরও বাড়ল ইস্টবেঙ্গলের। অ্যাওয়ে ম্যাচে 2-4 গোলে পরাজিত হয়ে সরস্বতী পুজোয় সমর্থকদের টানা চতুর্থ হার উপহার দিল লাল-হলুদ (EB lost to FC Goa)। গৌরদের হয়ে চতুর্থ গোল ব্র্যান্ডন ফার্নান্ডেজের। ইস্টবেঙ্গলের গোল সান্ত্বনার গোল ভিপি সুহের, সার্থক গোলুইয়ের।
এই জয়ের সঙ্গে শেষ ছয়ে ঢুকে পড়ার দিকে এগিয়ে গেল এফসি গোয়া। আর ইস্টবেঙ্গল আরও আঁধারে। আগের ম্যাচগুলোয় হারলেও অন্তত প্রথমার্ধে কিছুটা লড়াই দেখা যেত ইস্টবেঙ্গলের খেলায়। শুক্রবার তাও উধাও। পিছিয়ে পড়া লাল-হলুদ ভয়ঙ্কর, কথাটি এখন মিথ্যে প্রবাদ। মরিয়া মনোভাবটাই নেই স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের মধ্যে। এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে তিনটি বদল করেছিল ইস্টবেঙ্গল। লিমা, সার্থক, রাওকিপের বদলে ইভান, জেরি এবং পাসিকে একাদশে রাখা হয়েছিল। ইভানের সঙ্গে কিরিয়াকুকে জুড়ে দিয়ে লালচুননুঙ্গাকে রাইট ব্যাকে ঠেলে দিয়েছিলেন ব্রিটিশ কোচ। ম্যাচের আগে রক্ষন অটুট রেখে প্রতিপক্ষকে থামানোর ছক কষেছিলেন তিনি।
কিন্তু মাঝমাঠে ব্র্যান্ডন, এদু বেদিয়াদের সামনে লাল-হলুদ মাঝমাঠ এবং রক্ষণ তাসের ঘরের মত ভেঙে পড়ল। ব্র্যান্ডন ফার্নান্দেজ দুরন্ত ফ্রি-কিকে দলের চার নম্বর গোলটি করেন ম্যাচের 53 মিনিটে। ক্লেইটন সিলভা ছাড়া কোনও ফুটবলারকে দেখে মনে হয়নি তারা শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সি পড়ার যোগ্য। বিরতির আগে জেরির সেন্টার থেকে সহজ সুযোগ নষ্ট করেন সুমিত পাসি। মোবাসির পড়ে পাওয়া চোদ্দ আনা সুযোগ হেলায় হারান। গোল দু'টো হলে ছবি বদলাতে পারত। শেষ পর্যন্ত ব্যবধান কমে 59 মিনিটে। মহেশ নওরেম সিংয়ের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল সুহেরের। দ্বিতীয় গোল 65 মিনিটে। কর্নার থেকে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে মাঠে নামা সার্থক গোলুই।
আরও পড়ুন: ফিফার নিষেধাজ্ঞা উঠল, জারভিসকে সই করাতে বাধা রইল না ইস্টবেঙ্গলের
প্রথম একুশ মিনিটে তিন গোল হজমের পর ফিরে আসা অসম্ভব না-হলেও কঠিন। সেক্ষেত্রে দলকে আরও বেশি আগ্রাসী হতে হয়। ইস্টবেঙ্গল ফিরেছে কিন্তু হাতের বাইরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পরে। গোয়ার ব্যবধান আরও বাড়ত যদি পোস্ট অন্তরায় না হতেন। তাই স্কোরবোর্ড দেখে ইস্টবেঙ্গল লড়াই করেছে মনে হলেও ছবিটা তা নয়, বরং বলতে হয় আক্রমণ এবং রক্ষণভাগের বোঝাপড়ার অভাবে চেনা ছবির কোলাজ লাল-হলুদের পরাজয়।