ETV Bharat / sports

Vincius Junior: বর্ণবিদ্বেষী আচরণের ঘটনায় অভিযুক্ত সমর্থকদের জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করবে রিয়াল - ভিনিসিয়াস জুনিয়র

আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ৷ ভিনি জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক আচরণের ঘটনায় এবার স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা ও মোটা অংকের জরিমানা করতে চলেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ৷

Vincius Junior ETV BHARAT
Vincius Junior
author img

By

Published : Jun 6, 2023, 10:37 AM IST

মাদ্রিদ, 6 জুন: গত জানুয়ারি মাসে মাদ্রিদের একটি ব্রিজ থেকে ভিনিসিয়াস জুনিয়রের মূর্তিতে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি, বর্ণবিদ্বেষমূলক একটি ব্যানার সেখানে লাগানো হয়েছিল ৷ সেই ঘটনায় অভিযুক্ত 4 রিয়াল মাদ্রিদ সমর্থককে 2 বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, প্রত্যেককে 60 হাজার 1 ইউরো জরিমানা করার কথাও জানিয়েছে স্পেনের অ্যান্টি-ভায়োলেন্স কমিশন ৷

তবে, শুধু মাদ্রিদ সমর্থকদের জন্য নয় ৷ গত 21 মে ভ্যালেন্সিয়া ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় গ্যালারি থেকে ৷ যে ঘটনায় অভিযুক্ত তিন ভ্যালেন্সিয়া সমর্থকের উপর 1 বছর সেন্তিয়াগো বেনারবাউতে প্রবেশে নিষেধাজ্ঞা ও 5 হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব দিয়েছে কমিশন ৷ ভ্যালেন্সিয়া ক্লাবের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা জানাই ছিল ৷ ক্লাবের তরফে অভিযুক্ত 3 জনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷

অন্যদিকে, ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবের উপরেও শাস্তির খাঁড়া নেমে এসেছে ৷ তাদের 27 হাজার ইউরো ও মেস্তাল্লা স্টেডিয়ামকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ৷ উল্লেখ্য, ভিনি জুনিয়রকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে 7 জনকেই পুলিশ গ্রেফতার করেছে ৷ আর এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা করেছে ফুটবল বিশ্ব তথা স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির ভিনিসিয়াস জুনিয়রকে সমর্থন ৷ যে কারণে স্প্যানিশ প্রশাসন বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়েছে ৷

আরও পড়ুন: বর্ণবিদ্বেষের সমস্যা রয়েছে স্প্যানিশ লিগে, ভিনি জুনিয়রের ঘটনায় স্বীকারক্তি ফেডারেশনের

উল্লেখ্য, গত 26 জানুয়ারি মাদ্রিদের একটি ব্রিজে ভিনি জুনিয়রের একটি মূর্তির গলার ফাঁস দিয়ে সেটিকে ঝুলিয়ে দেওয়া হয় ৷ সেই সময় মাদ্রিদ ডার্বির জন্য দুই দলের মধ্যে টানটান উত্তেজনা ছিল ৷ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়ার গত 5 বছর ধরে লা লিগার অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেলছেন ৷ ক্লাবে যোগ দেওয়ার শুরু দিন থেকে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ভিনি ৷ যা সাম্প্রতিককালে মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছায় ৷

মাদ্রিদ, 6 জুন: গত জানুয়ারি মাসে মাদ্রিদের একটি ব্রিজ থেকে ভিনিসিয়াস জুনিয়রের মূর্তিতে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি, বর্ণবিদ্বেষমূলক একটি ব্যানার সেখানে লাগানো হয়েছিল ৷ সেই ঘটনায় অভিযুক্ত 4 রিয়াল মাদ্রিদ সমর্থককে 2 বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, প্রত্যেককে 60 হাজার 1 ইউরো জরিমানা করার কথাও জানিয়েছে স্পেনের অ্যান্টি-ভায়োলেন্স কমিশন ৷

তবে, শুধু মাদ্রিদ সমর্থকদের জন্য নয় ৷ গত 21 মে ভ্যালেন্সিয়া ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় গ্যালারি থেকে ৷ যে ঘটনায় অভিযুক্ত তিন ভ্যালেন্সিয়া সমর্থকের উপর 1 বছর সেন্তিয়াগো বেনারবাউতে প্রবেশে নিষেধাজ্ঞা ও 5 হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব দিয়েছে কমিশন ৷ ভ্যালেন্সিয়া ক্লাবের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা জানাই ছিল ৷ ক্লাবের তরফে অভিযুক্ত 3 জনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷

অন্যদিকে, ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবের উপরেও শাস্তির খাঁড়া নেমে এসেছে ৷ তাদের 27 হাজার ইউরো ও মেস্তাল্লা স্টেডিয়ামকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ৷ উল্লেখ্য, ভিনি জুনিয়রকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে 7 জনকেই পুলিশ গ্রেফতার করেছে ৷ আর এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা করেছে ফুটবল বিশ্ব তথা স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির ভিনিসিয়াস জুনিয়রকে সমর্থন ৷ যে কারণে স্প্যানিশ প্রশাসন বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়েছে ৷

আরও পড়ুন: বর্ণবিদ্বেষের সমস্যা রয়েছে স্প্যানিশ লিগে, ভিনি জুনিয়রের ঘটনায় স্বীকারক্তি ফেডারেশনের

উল্লেখ্য, গত 26 জানুয়ারি মাদ্রিদের একটি ব্রিজে ভিনি জুনিয়রের একটি মূর্তির গলার ফাঁস দিয়ে সেটিকে ঝুলিয়ে দেওয়া হয় ৷ সেই সময় মাদ্রিদ ডার্বির জন্য দুই দলের মধ্যে টানটান উত্তেজনা ছিল ৷ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়ার গত 5 বছর ধরে লা লিগার অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেলছেন ৷ ক্লাবে যোগ দেওয়ার শুরু দিন থেকে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ভিনি ৷ যা সাম্প্রতিককালে মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.