নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর : এতদিন তাঁর বায়োপিকে কে অভিনয় করবে সেই নিয়ে জল্পনা চলছিল ৷ এবার নিজেই অভিনয় করে ফেললেন টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া ৷ একটি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে ৷ অতীতে এই সংস্থাটির হয়ে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ ভীষণ ভাইরাল হয়েছিল দ্রাবিড় অভিনীত সেই বিজ্ঞাপন ৷ এবার পালা নীরজের ৷
6 ফুটের সুদর্শন তরুণ নীরজ নাকি পর্দার জন্য একদম পারফেক্ট ৷ এমনটাই ধারণা তাঁর অনুরাগীদের ৷ সেই ফ্যানদের ইচ্ছেপূরণ করে ফেলেছেন নীরজ ৷ একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেছেন ৷ একটি বিজ্ঞাপনে পাঁচটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ একজন সাংবাদিক, ব্যাঙ্কের ক্যাশিয়ার, একজন মার্কেটিং এক্সিকিউটিভ, চিত্রপরিচালক এবং জ্যাভলিন থ্রোয়ারের চরিত্রে অভিনয় করেছেন ৷ 40 সেকেন্ডের বিজ্ঞাপনে প্রতিটি চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নীরজ ৷
-
360 Degree Marketing! @cred_club #ad pic.twitter.com/RmjWAXERxm
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">360 Degree Marketing! @cred_club #ad pic.twitter.com/RmjWAXERxm
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 19, 2021360 Degree Marketing! @cred_club #ad pic.twitter.com/RmjWAXERxm
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 19, 2021
আরও পড়ুন : Swapna Barman : অবসরের চিন্তা চোটে কাহিল সোনাজয়ী স্বপ্নার, বিস্মিত কোচ সুভাষ সরকার
জ্যাভলিন থ্রোয়ারের অভিনয় প্রতিভা দেখে চমকে গিয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা ৷ বিজ্ঞাপনটি টুইটারে শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, "সবাই তোমার বায়োপিক নিয়ে কথা বলছে ৷ এদিকে তোমার তো অভিনয়ে হাতেখড়ি হয়ে গেল ৷" প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, "ক্যায়া ফেকতে হ্যায়- কথাটি শুধু তোমাকে বললেই সেটা প্রশংসার ৷" অনুরাগীরা বলছেন, বলিউডের তথাকথিত অভিনেতাদের থেকে নীরজের অভিনয় ভাল ৷
-
People are talking about the biopic, but aapne toh acting debut hi kar liya! https://t.co/b4T0SDDdZ3
— Sidharth Malhotra (@SidMalhotra) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">People are talking about the biopic, but aapne toh acting debut hi kar liya! https://t.co/b4T0SDDdZ3
— Sidharth Malhotra (@SidMalhotra) September 19, 2021People are talking about the biopic, but aapne toh acting debut hi kar liya! https://t.co/b4T0SDDdZ3
— Sidharth Malhotra (@SidMalhotra) September 19, 2021