ETV Bharat / sports

England Wins Euro: জার্মানিকে ইউরো ফাইনালে হারাল ইংল্যান্ডের মেয়েরা, উৎসবে মাতল রানির দেশ

author img

By

Published : Aug 1, 2022, 5:42 PM IST

Updated : Aug 1, 2022, 5:53 PM IST

জার্মানিকে হারিয়ে ইউরো কাপ জিতে নিয়েছে ইংল্য়ান্ড ৷ একে ইউরো কাপ জয় তাও আবার জার্মানিকে হারিয়ে ৷ সবমিলিয়ে উৎসবের মেজাজ রানির দেশে (England celebrates win over Euro ) ৷

England Wins Euro
জার্মানিকে হারিয়ে ইউরো কাপ জিতে নিয়েছে ইংল্য়ান্ড

লন্ডন, 1 অগস্ট: রানির দেশে উৎসবের দিন ৷ মহিলাদের ইউরো কাপ ফাইনালে জার্মানিকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড ৷ এই দুটো দেশের মধ্যে ফুটবল ম্যাচ মানেই উত্তেজনা চরমে ওঠা ৷ আর সেই ম্যাচে জেতা মানে রাতারাতি সকলের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া ৷ ঠিক সেটাই করছে ইংল্যান্ডের মহিলা ফুটবল দল (Englad beat Germany in the final of euro 2022) ৷ আর তাই দেশ জুড়ে যেন উৎসবের মরশুম ৷

ট্রাফালগার স্কোয়ারে উৎসবের আয়োজন করেছেন প্রাক্তন ফুটবলার অ্যালেক্স স্কট ৷ জানা গিয়েছে, বিনা খরচেই যে কেউ এই অনুষ্ঠানে অংশ নিতে পারে ৷ তবে আগে এলে আগে প্রবেশ করা যাবে এই নিয়মে্র ভিত্তিতে অংশ নেওয়া যাবে উৎসবে ৷ মোটামুটি 70 হাজার সমর্থক প্রবেশ করতে পারবেন বলে জানা গিয়েছে ৷ ডিজে মঙ্কির অনুষ্ঠানের পাশাপাশি জায়েন্ট স্ক্রিনে ইউরো কাপে ইংল্যান্ড ফুটবলের দলের সমস্ত ম্যাচের নির্বাচিত অংশও দেখানো হবে ৷

উৎসবে মেতে উঠেছে রানির দেশ

আরও পড়ুন: 43 লক্ষ টাকার বিরিয়ানির বিল! জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

তবে জার্মানিকে 2-1 ফলে ইংল্যান্ড হারানোর পর থেকেই শুরু হয়েছে উৎসব ৷ আক্রমণ প্রতি আক্রমণের জমজমাট লড়াই দেখতে টিভির সামনে হাজির হয়েছিল গোটা দেশ ৷ শেষমেশ ম্যাচ জিতে সমর্থকদের আশা পূরণ করেন ফুটবলাররা ৷ পুরুষদের ইউরো কাপে গতবছর ফাইনালে ইতালির কাছে হেরে যায় ইংল্যান্ড ৷ সমর্থকরা আশা করেছিলেন হ্যারি কেনের দল জয় ছিনিয়ে আনবে ৷ আর তাই তাঁরা বলতেও শুরু করেছিলেন 'ইটজ কামিং হোম' মানে কাপ ঘরেই আসছে ৷ কিন্তু খেলা শেষে রোমে চলে যায় ইউরো ৷ সেই শোক ভোলার সুযোগ পেল রানির দেশ ৷

লন্ডন, 1 অগস্ট: রানির দেশে উৎসবের দিন ৷ মহিলাদের ইউরো কাপ ফাইনালে জার্মানিকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড ৷ এই দুটো দেশের মধ্যে ফুটবল ম্যাচ মানেই উত্তেজনা চরমে ওঠা ৷ আর সেই ম্যাচে জেতা মানে রাতারাতি সকলের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া ৷ ঠিক সেটাই করছে ইংল্যান্ডের মহিলা ফুটবল দল (Englad beat Germany in the final of euro 2022) ৷ আর তাই দেশ জুড়ে যেন উৎসবের মরশুম ৷

ট্রাফালগার স্কোয়ারে উৎসবের আয়োজন করেছেন প্রাক্তন ফুটবলার অ্যালেক্স স্কট ৷ জানা গিয়েছে, বিনা খরচেই যে কেউ এই অনুষ্ঠানে অংশ নিতে পারে ৷ তবে আগে এলে আগে প্রবেশ করা যাবে এই নিয়মে্র ভিত্তিতে অংশ নেওয়া যাবে উৎসবে ৷ মোটামুটি 70 হাজার সমর্থক প্রবেশ করতে পারবেন বলে জানা গিয়েছে ৷ ডিজে মঙ্কির অনুষ্ঠানের পাশাপাশি জায়েন্ট স্ক্রিনে ইউরো কাপে ইংল্যান্ড ফুটবলের দলের সমস্ত ম্যাচের নির্বাচিত অংশও দেখানো হবে ৷

উৎসবে মেতে উঠেছে রানির দেশ

আরও পড়ুন: 43 লক্ষ টাকার বিরিয়ানির বিল! জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

তবে জার্মানিকে 2-1 ফলে ইংল্যান্ড হারানোর পর থেকেই শুরু হয়েছে উৎসব ৷ আক্রমণ প্রতি আক্রমণের জমজমাট লড়াই দেখতে টিভির সামনে হাজির হয়েছিল গোটা দেশ ৷ শেষমেশ ম্যাচ জিতে সমর্থকদের আশা পূরণ করেন ফুটবলাররা ৷ পুরুষদের ইউরো কাপে গতবছর ফাইনালে ইতালির কাছে হেরে যায় ইংল্যান্ড ৷ সমর্থকরা আশা করেছিলেন হ্যারি কেনের দল জয় ছিনিয়ে আনবে ৷ আর তাই তাঁরা বলতেও শুরু করেছিলেন 'ইটজ কামিং হোম' মানে কাপ ঘরেই আসছে ৷ কিন্তু খেলা শেষে রোমে চলে যায় ইউরো ৷ সেই শোক ভোলার সুযোগ পেল রানির দেশ ৷

Last Updated : Aug 1, 2022, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.