ETV Bharat / sports

Kanyashree Cup: কন্যাশ্রী কাপের দল ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের

কন্যাশ্রী কাপের দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal Womens Team Announced for Kanyashree Cup) ৷ একাধিক প্রস্তুতি ও প্রীতি ম্যাচ খেলার পর 29 সদস্যের দল বাছাই করা হয়েছে ৷ যে দল নিয়ে আশাবাদী কোচ সুজাতা কর ৷

Emami East Bengal Womens Team ETV BHARAT
ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল
author img

By

Published : Dec 20, 2022, 10:41 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গলের মেয়েরা ৷ কোনও প্রতিবাদ কর্মসূচি নয় ৷ ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল কন্যাশ্রী কাপে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মাঠে নামবে ৷ তার আগে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের দল ঘোষণা করল লাল-হলুদ ব্রিগেড (Emami East Bengal Women's Team Announced for Kanyashree Cup) ৷ চলতি বছরে শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল ৷ সেই কারণেই এই কন্যাশ্রী কাপ এবং আসন্ন মরশুমের জন্য 29 সদস্যের মহিলা দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রাখা হয়েছে ৷ নেতৃত্বের ব্যাটন স্ট্রাইকার মিনা খাতুনের হাতে ৷ এই দলে তাঁর সহকারি নির্ভরযোগ্য ডিফেন্ডার সঙ্গীতা দাস ৷

এর আগে মহিলা দল নামিয়ে কালিয়াগঞ্জ এমএলএ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল ৷ সেখানে তারা এমএলএ কালিয়াগঞ্জ দলকে 1-0 ব্যবধানে হারিয়েছিল ৷ গতবছর কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সাদার্ন সমিতি ৷ যদিও চ্যাম্পিয়ন দলকে কয়েকদিন আগে ঘরের মাঠে একটি প্র্যাকটিস ম্যাচে 4-0 ব্যবধানে হারিয়ে দেয় ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল ৷ এর পাশাপাশি গত সপ্তাহে শ্যামনগরের দল আদিবাসী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিকে একটি প্রীতি ম্যাচে 11-0 গোলে হারায় তারা ৷

Emami East Bengal Womens Team ETV BHARAT
কন্যাশ্রী কাপের প্রস্তুতিতে ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল

কন্যাশ্রী কাপ শুরু হওয়ার আগে কোচ সুজাতা কর জানিয়েছেন, ‘‘কালিয়াগঞ্জ এমএলএ কাপ এবং কন্যাশ্রী কাপের মধ্যে কোনরকম তুলনা হয় না ৷ এর প্রধান কারণ আগের টুর্নামেন্টটি ছিল একটি জেলাভিত্তিক প্রতিযোগিতা ৷ আমরা সেই দল থেকে দু-তিনজনকে এই দলে নিয়েছি এবং বাকিদের ট্রায়ালের মাধ্যমে নেওয়া হয়েছে ৷’’

Emami East Bengal Womens Team ETV BHARAT
ইমামি ইস্টবেঙ্গল মহিলা দলের অনুশীলন

আরও পড়ুন: পূর্ণ হল ষোলোকলা, মেসি-ম্যানিয়ায় মুগ্ধ সৌরভ থেকে দীপিকা

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘মেয়েরা অনেকদিন ধরে একসঙ্গে অনুশীলন করছেন এবং শেষ তিন মাসে ওদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে ৷ আমাদের দলে কোথায় শক্তি রয়েছে এবং কোথায় দুর্বলতা রয়েছে, সেটা আমরা শেষ প্রীতি ম্যাচে দেখে নিয়েছি ৷ তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ আমি আশাবাদী যে মেয়েরা নিজেদের ভুলগুলো শুধরে এই ঐতিহ্যবাহী কন্যাশ্রী কাপে ভালো খেলবে ৷’’ ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশ, সাদার্ন সমিতির মত শক্তিশালী দলের পাশাপাশি এবারের কন্যাশ্রী কাপে অংশ নিচ্ছে দূর্বার স্পোর্টস অ্যাকাডেমি।

কলকাতা, 20 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গলের মেয়েরা ৷ কোনও প্রতিবাদ কর্মসূচি নয় ৷ ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল কন্যাশ্রী কাপে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মাঠে নামবে ৷ তার আগে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের দল ঘোষণা করল লাল-হলুদ ব্রিগেড (Emami East Bengal Women's Team Announced for Kanyashree Cup) ৷ চলতি বছরে শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল ৷ সেই কারণেই এই কন্যাশ্রী কাপ এবং আসন্ন মরশুমের জন্য 29 সদস্যের মহিলা দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রাখা হয়েছে ৷ নেতৃত্বের ব্যাটন স্ট্রাইকার মিনা খাতুনের হাতে ৷ এই দলে তাঁর সহকারি নির্ভরযোগ্য ডিফেন্ডার সঙ্গীতা দাস ৷

এর আগে মহিলা দল নামিয়ে কালিয়াগঞ্জ এমএলএ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল ৷ সেখানে তারা এমএলএ কালিয়াগঞ্জ দলকে 1-0 ব্যবধানে হারিয়েছিল ৷ গতবছর কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সাদার্ন সমিতি ৷ যদিও চ্যাম্পিয়ন দলকে কয়েকদিন আগে ঘরের মাঠে একটি প্র্যাকটিস ম্যাচে 4-0 ব্যবধানে হারিয়ে দেয় ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল ৷ এর পাশাপাশি গত সপ্তাহে শ্যামনগরের দল আদিবাসী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিকে একটি প্রীতি ম্যাচে 11-0 গোলে হারায় তারা ৷

Emami East Bengal Womens Team ETV BHARAT
কন্যাশ্রী কাপের প্রস্তুতিতে ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল

কন্যাশ্রী কাপ শুরু হওয়ার আগে কোচ সুজাতা কর জানিয়েছেন, ‘‘কালিয়াগঞ্জ এমএলএ কাপ এবং কন্যাশ্রী কাপের মধ্যে কোনরকম তুলনা হয় না ৷ এর প্রধান কারণ আগের টুর্নামেন্টটি ছিল একটি জেলাভিত্তিক প্রতিযোগিতা ৷ আমরা সেই দল থেকে দু-তিনজনকে এই দলে নিয়েছি এবং বাকিদের ট্রায়ালের মাধ্যমে নেওয়া হয়েছে ৷’’

Emami East Bengal Womens Team ETV BHARAT
ইমামি ইস্টবেঙ্গল মহিলা দলের অনুশীলন

আরও পড়ুন: পূর্ণ হল ষোলোকলা, মেসি-ম্যানিয়ায় মুগ্ধ সৌরভ থেকে দীপিকা

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘মেয়েরা অনেকদিন ধরে একসঙ্গে অনুশীলন করছেন এবং শেষ তিন মাসে ওদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে ৷ আমাদের দলে কোথায় শক্তি রয়েছে এবং কোথায় দুর্বলতা রয়েছে, সেটা আমরা শেষ প্রীতি ম্যাচে দেখে নিয়েছি ৷ তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ আমি আশাবাদী যে মেয়েরা নিজেদের ভুলগুলো শুধরে এই ঐতিহ্যবাহী কন্যাশ্রী কাপে ভালো খেলবে ৷’’ ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশ, সাদার্ন সমিতির মত শক্তিশালী দলের পাশাপাশি এবারের কন্যাশ্রী কাপে অংশ নিচ্ছে দূর্বার স্পোর্টস অ্যাকাডেমি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.