ETV Bharat / sports

EB Signs Naveen Kumar এফসি গোয়া থেকে লোনে লাল হলুদে এলেন গোলরক্ষক নবীন কুমার

গোলকিপার নবীন কুমারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal Signs Goalkeeper Naveen Kumar) ৷ এফসি গোয়ার থেকে তাঁকে একবছরের জন্য লোনে নিয়েছে লাল হলুদ (Emami East Bengal) ৷

Emami East Bengal Completes Signing of Goalkeeper Naveen Kumar
Emami East Bengal Completes Signing of Goalkeeper Naveen Kumar
author img

By

Published : Aug 22, 2022, 5:34 PM IST

কলকাতা, 22 অগস্ট: এফসি গোয়ার গোলরক্ষক নবীন কুমারকে লোনে নিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal Signs Goalkeeper Naveen Kumar) ৷ সোমবার 33 বছরের নবীন কুমারকে সই করানোর খবর সরকারি ঘোষণাও করেছে লাল হলুদ ৷ এফসি গোয়াও তাদের টুইটারে জানিয়েছে, নবীন কুমার লোনে ইমামি ইস্টবেঙ্গলে গিয়েছেন ৷ পাশাপাশি নবি হুসেন খান, মোহিতোষ রায়, তুহিন দাস এবং শুভম ভৌমিককে রিজার্ভ দল থেকে মূল দলে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ৷

তবে ডুরান্ড কাপে যে ফুটবলাদের নামের তালিকা নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গল (Emami East Bengal), সেখানে নবীন কুমারের নাম রাখা হয়নি ৷ যে তিনজন গোলকিপার নাম রয়েছে তাঁরা হলেন কমলজিৎ সিং, পবন কুমার এবং আদিত্য পাত্র ৷ তবে নবীন কুমারের যোগদান নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে গোলরক্ষক সমস্যা অনেকটাই দূর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

নবীন কুমার আবার কলকাতা মাঠের পরিবেশের সঙ্গেও পরিচিত ৷ এর আগে মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি ৷ আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলার আগে সালগাওকার, কেরালা ব্লাস্টার্স, চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন নবীন ৷ সোমবার সন্ধেয় ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে মরশুম শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল ৷ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন জানিয়েছেন, মাত্র দেড়জন বিদেশি নিয়ে তিনি প্রথম ম্যাচ খেলতে নামছেন ৷ তবে, ঘোষিত সকল বিদেশিই চলে এসেছেন শহরে ৷

আরও পড়ুন: প্রশাসক কমিটির ক্ষমতা কাড়ল সুপ্রিম কোর্ট, পিছল ফেডারেশনের নির্বাচনও

দলবদলের মরশুম শেষ হতে এখনও 9 দিন বাকি ৷ এই পর্বে ভারতীয় ফুটবলার নেওয়ার উপর জোর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট ৷ নবীন কুমারের ইস্টবেঙ্গলে সই করার দিনে নবি হুসেন খান, মোহিতোষ রায়, তুহিন দাস এবং শুভম ভৌমিককে রিজার্ভ দল থেকে মূল দলে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷

কলকাতা, 22 অগস্ট: এফসি গোয়ার গোলরক্ষক নবীন কুমারকে লোনে নিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal Signs Goalkeeper Naveen Kumar) ৷ সোমবার 33 বছরের নবীন কুমারকে সই করানোর খবর সরকারি ঘোষণাও করেছে লাল হলুদ ৷ এফসি গোয়াও তাদের টুইটারে জানিয়েছে, নবীন কুমার লোনে ইমামি ইস্টবেঙ্গলে গিয়েছেন ৷ পাশাপাশি নবি হুসেন খান, মোহিতোষ রায়, তুহিন দাস এবং শুভম ভৌমিককে রিজার্ভ দল থেকে মূল দলে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ৷

তবে ডুরান্ড কাপে যে ফুটবলাদের নামের তালিকা নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গল (Emami East Bengal), সেখানে নবীন কুমারের নাম রাখা হয়নি ৷ যে তিনজন গোলকিপার নাম রয়েছে তাঁরা হলেন কমলজিৎ সিং, পবন কুমার এবং আদিত্য পাত্র ৷ তবে নবীন কুমারের যোগদান নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে গোলরক্ষক সমস্যা অনেকটাই দূর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

নবীন কুমার আবার কলকাতা মাঠের পরিবেশের সঙ্গেও পরিচিত ৷ এর আগে মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি ৷ আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলার আগে সালগাওকার, কেরালা ব্লাস্টার্স, চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন নবীন ৷ সোমবার সন্ধেয় ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে মরশুম শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল ৷ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন জানিয়েছেন, মাত্র দেড়জন বিদেশি নিয়ে তিনি প্রথম ম্যাচ খেলতে নামছেন ৷ তবে, ঘোষিত সকল বিদেশিই চলে এসেছেন শহরে ৷

আরও পড়ুন: প্রশাসক কমিটির ক্ষমতা কাড়ল সুপ্রিম কোর্ট, পিছল ফেডারেশনের নির্বাচনও

দলবদলের মরশুম শেষ হতে এখনও 9 দিন বাকি ৷ এই পর্বে ভারতীয় ফুটবলার নেওয়ার উপর জোর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট ৷ নবীন কুমারের ইস্টবেঙ্গলে সই করার দিনে নবি হুসেন খান, মোহিতোষ রায়, তুহিন দাস এবং শুভম ভৌমিককে রিজার্ভ দল থেকে মূল দলে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.