কলকাতা, 1 জুলাই: মহেশ নাওরেম সিং এবং চুংনুঙ্গাকে রেখেই দল গঠনের জোরালো ইঙ্গিত ইস্টবেঙ্গলের। গত আইএসএল থেকেই মহেশ নাওরেম সিং দুরন্ত ফুটবল খেলছেন। তাঁর সঙ্গে ক্লেইটন সিলভার যুগলবন্দি ইস্টবেঙ্গলের সামান্য সাফল্যের নেপথ্য কারণ। নতুন বছরে নাওরেম মহেশ সিংকে দলে নিতে ইতিমধ্যে অন্য দলগুলো বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে খবর। গত মরশুমের থেকে ভালো দল গড়তে গিয়ে পুরনো দলের সবচেয়ে ভালো ফুটবলারকে হারানোর শঙ্কা এখন লাল-হলুদ সমর্থকদের মধ্যে।
কিন্তু শুক্রবার ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ের শেষে আদিত্য আগরওয়াল জানিয়েছেন, মহেশ নাওরেম সিংয়ের সঙ্গে আরও একবছর চুক্তি রয়েছে। তাঁকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই। তিনি জানিয়েছেন ভালো দলগঠনের জন্য যা প্রয়োজন তা তাঁরা করেছেন। ইতিমধ্যে বাজেট বেশ কিছুটা বাড়ানো হয়েছে। কোচ কুয়াদ্রাতের সঙ্গে আলোচনা করেই যাবতীয় ফুটবলার নেওয়া হচ্ছে। গোলরক্ষকের সমস্যা মেটাতে আরও তিনজনের সঙ্গে কথা চলছে।
প্রোভসুখন গিল ছাড়াও তালিকায় আরও দুইজন গোলরক্ষকের নাম রয়েছে। শীঘ্রই একজনকে চূড়ান্ত করে ঘোষণা করা হবে। তাছাড়াও গতবছরের গোলরক্ষক কমলজিৎ সিংয়ের ওপর ক্লাব আস্থাশীল বলে আদিত্য আগরওয়াল জানিয়েছেন। পাশাপাশি নতুন বিদেশি ডিফেন্ডার নেওয়ার কথাও বলেছেন। সূত্রের খবর, মহেশ নাওরেম সিংকে 2027 সাল পর্যন্ত চুক্তি পুর্ননবীকরণ করা হচ্ছে। চুঙ্গনুঙ্গার সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়ানো হচ্ছে। শুক্রবারের বোর্ড মিটিংয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ছিলেন না। ব্যক্তিগত দরকারে তিনি মিটিংয়ে যোগ দিতে পারেননি।
ক্লাবের সহ-সচিব রূপক সাহা, প্রেসিডেন্ট ডাঃ প্রণব দাশগুপ্ত, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় মিটিংয়ে ছিলেন। ক্লাবের সহসচিব রূপক সাহা জানিয়েছেন, সৌহার্দ্য পূর্ণ পরিবেশে তাঁরা বৈঠক করেছেন। ভালো দল গঠনের জন্য যা যা প্রয়োজন তা ক্লাবের তরফে জানানো হয়েছে। প্রয়োজন মেটানোর প্রতিশ্রশ্রুতি লগ্নিকারীর তরফে মিলেছে। তাই নতুন মরশুমে ভালো গঠনের ব্যাপারে তাঁরা আশাবাদী। কোচ কুয়াদ্রাতের কলকাতায় আসার বিষয়টি ভিসা জটে আটকে বলে জানিয়েছেন তিনি। সমস্যা মেটানোর ব্যাপারে ফেডারেশন উদ্যোগ নিচ্ছে। সমস্যা মিটলে কোচ কুয়াদ্রাত চলে আসবেন।
আরও পড়ুন: বাঙালি খাবারে অভ্যর্থনা জানানো হবে এমিলিয়ানো মার্তিনেজকে