কলকাতা, 2 অগস্ট : চুক্তি সই হয়ে গেল ইমামি (Emami) ও ইস্টবেঙ্গলের (East Bengal) । মঙ্গলবার শহরের এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সইয়ের পাশাপাশি লোগো প্রকাশ করা হল । ইস্টবেঙ্গলের শেয়ার 23 শতাংশ, 77 শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখছে ইমামি । বোর্ডে থাকছেন সাত জন ইমামির প্রতিনিধি আর ইস্টবেঙ্গল থেকে থাকছেন তিন প্রতিনিধি ।
এদিকে ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি নিয়ে পরোয়া করছেন না ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার । তিনি বলেন, ''28 তারিখের ডার্বির পরোয়া করছি না আমরা । মাঠে দেখা যাবে ।'' কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এসে যাবেন কিছুদিনের মধ্যেই । ক্লাবের মাঠেই হবে অনুশীলন । কিছুদিনের মধ্যেই সই করা ফুটবলারদের তালিকা প্রকাশ করবে ইমামি ইস্টবেঙ্গল ।
![Emami and East Bengal Needs Each Other says Aditya Agarwal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-eastbengal-emami-contract-copy-7203838_02082022183311_0208f_1659445391_380.jpg)
এই অনুষ্ঠানে আদিত্য আগারওয়াল বলেন, "আজকের এই দিনের জন্য অনেকদিন অপেক্ষা করেছি । এক নতুন পথে যাত্রা শুরু করলাম আমরা । ইস্টবেঙ্গল ক্লাব বাঙালির আবেগ-ট্র্যাডিশন । ইমামিও শুধু একটা কোম্পানি নয় । আমাদের কিছু দায়িত্ব রয়েছে। কলকাতা শহরেই ইমামির জন্ম । এখানেই বড় হয়েছি । আমরা তাই শহরের আবেগটা বুঝি । সেই আবেগ আর ট্র্যাডিশনকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই ।''
![Emami and East Bengal Needs Each Other says Aditya Agarwal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-eastbengal-emami-contract-copy-7203838_02082022183311_0208f_1659445391_531.jpg)
তবে তাঁরা যে অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছেন, তা কার্যত স্বীকার করে নিলেও দল ভালো হবে বলেই আশাবাদী ইমামি কর্তা আদিত্য আগারওয়াল ৷ তিনি বলেন, ''আমরা কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছি । এটা ঠিক । শেষ এক-দেড় মাসে আমরা যেভাবে কাজ করেছি, তাতে পিছিয়ে আমরা হারানো জমি উদ্ধার করব । আমাদের সেই বিশ্বাস রয়েছে । আপনাদের বিশ্বাস থাকতে হবে । ধৈর্য রাখতে হবে । সমস্ত ফ্যানদের কাছে আমাদের এটাই অনুরোধ । ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হল । আমাদের কমিটমেন্ট অনেক বেশি । ইমামিকে ইস্টবেঙ্গলের দরকার শুধু নয় । ইস্টবেঙ্গলেরও ইমামিকে দরকার ।''
গোয়েঙ্কা যদিও বলেন, "এটা দারুণ সম্মানের । 103 বছরের ক্লাব । আমরাও কলকাতাতেই নিজেদের কাজ করেছি । দুই বড় সংস্থা এক হচ্ছে । আশা করব, আমরা এক সঙ্গে ভালো কাজ করব । আমরা দুই বন্ধু যেভাবে এক সঙ্গে কাজ করেছি, সেভাবেই ইমামি ইস্টবেঙ্গল কাজ করবে । আমাদের কোচ খুব ভালো । দেখা যাক । আমরা আমাদের সেরাটা দেব । দেখা যাক । ফলাফল আমাদের হাতে থাকে না । খারাপ খেললেও পাশে থাকবেন ভালো খেললেও আপনাদের পাশে পাব । এই বছর ভালো না হলেও পরের বার অবশ্যই ভালো করব ।''
আরও পড়ুন : EB-Emami Agreement: উন্মোচিত নয়া লোগো, ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল-হলুদের